আমার লেখা কিছু অনু কবিতা
আসসালামুআলাইকুম/আদাব
মোঃ আলিফ আহমেদ
আজ মন হারিয়ে যেতে চাই,
দূর ওই নীল আকাশে।
ভাসতে আমার ইচ্ছা করে,
পাখির মতো ডানা মেলে।
হারিয়ে যাব একদিন আমি,
পাখিদের মতো।
খুঁজে পাবে না অন্য কেহ,
যতই আমায় খোঁজো।
নদীর এই মায়া ভরা রূপ,
দেখলেই মন হয়ে যায় ভালো।
তাইতো আমি আসি,
নদীর এই সুন্দর মায়া ভরা রূপের কোলে আরো।
ভালোবাসা দিয়ে তুমি,
ভরিয়ে দিয়েছো নদীর মাঝে।
তাইতো প্রকৃতির মায়াটানে,
ছুটে আসি আমি বারে বারে।
দু চোখ ভরা স্বপ্ন নিয়ে,
এগিয়ে চলি আমি দু পায়ে।
ভালোবাসা দিয়ে,
স্বপ্নগুলো পূরণ করব আমি হাসি মুখে।
স্বপ্ন দেখতে আমার লাগে অনেক ভালো,
তাইতো আমি স্বপ্নের জন্য,
এসেছি প্রিয় মানুষ কাছে,
তার জন্য আমি অপেক্ষায় থাকি নিরবে।
মনের মাঝে রেখেছি তোমায়,
খুব যত্ন করে।
রাখবো তোমায় এভাবেই,
সারা জীবন ভরে।
তুমি আমার মনের মানুষ,
রয়েছো মনের ঘরে,
তোমায় নিয়ে স্বপ্ন,
আমি দেখি দুচোখ ভরে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
আমার পরিচয়
![]() |
---|
https://twitter.com/AhmedAlif135308/status/1893382205629432261?t=Zlk07holh2MQm-UlWMit9w&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
একেবারে চমৎকার হয়েছে কঅণু কবিতা গুলি। অনু কবিতাগুলির মধ্যে নিজের মনের চিন্তা মননশীল ধারণাকে ফুটিয়ে তুলেছেন সেই সাথে নিজের মনের আশা-আকাঙ্ক্ষা এবং প্রিয় মানুষকে নিয়েও লিখেছেন। প্রতিটি লাইন যেনো হৃদয় স্পর্শী ছিলো।