আমার লেখা কবিতা//স্বপনের ঠিকানা

in আমার বাংলা ব্লগlast month

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা একটি কবিতা শেয়ার করলাম। কবিতার নাম হলো স্বপ্নের ঠিকানা। আসলে স্বপ্নের ঠিকানা অনেক থাকে আমাদের মনের মাঝে, কল্পনাতে। আমরা স্বপ্নের একটি ঠিকানা তৈরি করি আর স্বপ্নের সেই ঠিকানা দিয়ে হেঁটে যেতে এবং স্বপ্নের ঠিকানায় নানা ভাবনা চিন্তা আমরা লিখে রাখি নতুন করে। এই স্বপ্নের ঠিকানা কবিতাটি মনের অনুভূতি এবং আবেগ দিয়ে লেখা। মনের ভাষা আমি প্রকাশ করার চেষ্টা করেছি এই স্বপ্নরের ঠিকানা কবিতার মাধ্যমে। তাইতো আমার লেখা কবিতাটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে এই কবিতা লেখার অনুপ্রেরণায় আমি বাংলা ব্লগের মাঝে পেয়েছি। যার কারণে এখন আমি কবিতা লিখতে পেরে অনেক আনন্দিত হয়, আর আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো ভালো লাগে।


taro-7714366_1280.jpg

Source

স্বপনের ঠিকানা
মোঃ আলিফ আহমেদ


চুপচাপ রাতে চাঁদের আলোর নিচে,
হাঁটি একা এক অচেনা রাস্তায়,
যেখানে বাতাসও কাঁপে ধীরে ধীরে,
স্বপ্নেরা ডাকে আমায় তার মনে ভাষায়।

ওই দূর তারা, ওই অলস মেঘ,
সাক্ষী রেখে যায় নিঃশব্দে ,
যেখানে স্বপ্নেরা জন্ম নেয় চুপিচুপি,
না বলা কথায় গড়ে তাদের বাণী।

একটা পুরোনো আমগাছের ছায়ায়,
ভিজে মাটির গন্ধে ঢেউ তোলে মনের মায়া,
সেখানে স্বপ্নেরা পাখির মত উড়ে,
নিয়ে আসে ব্যাকুল হৃদয়ের ভালোবাসা খানি।

ঝিলিক জ্বলে রাত্রির আঁধারে,
নতুন ভোরের প্রতিশ্রুতি বয়ে,
স্বপ্নেরা হেসে বলে চিনে রাখো,
আমরা থাকি অপেক্ষার কুঁড়েঘরে।

কখনো তারা জ্বলে মায়ের কলে,
কখনো উঠে কবিতার পাতায়,
তাদের ঠিকানা খুঁজে ফিরি দিনরাত,
ভাঙা ঘুমে রঙিন কল্পনাতে ।

একদিন হঠাৎ করেই যদি বুঝি,
একটা পরিচিত মুখে খেলে স্বপ্নের ছায়া,
তবে নিশ্চিন্তে জেনে নিও বন্ধু
তোমার ভেতরেই ছিলো আমার স্বপনের ঠিকানা।

আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 last month 

স্বপ্নময় কিছু কথা কে স্বপ্নের ঠিকানা নামের কবিতাটির মধ্যে তুলে ধরেছেন ভাই। প্রত্যেকটা লাইন একেবারে হৃদয় স্পর্শী। আপনার কবিতার লাইন গুলি পড়ে খুবই ভালো লাগলো। আশা করি আগামীতেও এরকম আরো কবিতা শেয়ার করবেন।

 last month 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি।

 last month 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাইয়া। আপনার লেখা কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন অপরূপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।

 last month 

বাহ ভাইয়া আপনি দেখছি মনের আবেগ এবং অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।স্বপনের ঠিকানা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। প্রত্যেক মানুষ স্বপ্ন দেখে সেই স্বপ্নের ঠিকানা পৌঁছতে চাই। আর আবেগ এবং অনুভূতি দিয়ে কবিতা লিখলে কবিতাগুলো এমনিতে চমৎকার হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।