অসহায়ের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবের কাজ

in আমার বাংলা ব্লগyesterday

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

ai-generated-7853098_1280.jpg

source
মানব সেবা একটি প্রকৃত কাজ ও মহৎ সেবা। আর এই মহৎ সেবার জন্যই মানুষ মানুষের কাছে দামি হয়ে ওঠে। আমাদের সমাজের মধ্যে মানবসেবাটা খুবই গুরুত্বপূর্ণ। সমাজে আমরা মানব সেবাকে এখন ঘৃণা করি এবং মানব সেবার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ অনেক কমে গেছে। আগে মানুষের প্রতি মানুষের অনেক মায়া-মমতা এবং সম্মান থাকতো। কিন্তু বর্তমানের যুগে এরকম সম্মান এবং মানবতা দেখায় যায় না। বিশেষ শুধু রমজান মাসেই মানব সেবার প্রতি মানুষের অন্যরকম একটা আকাঙ্ক্ষা এবং ইচ্ছা দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে যারা মানুষ তারা সব সময়ই মানব সেবা করতে চায় এবং মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চায়। তারা মানব সেবার মাধ্যমেই নিজের পরিবর্তন আনা সম্ভব। আসলে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা এই উদার মন মানুষের সবার মাঝে তৈরি হয় না।


আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে, যারা দিন এনে দিন খায়। কিংবা যারা নিজের খাবারের অর্থ জোগাড় করতে পারেনা। এই সকল মানুষেরা অসহায় হয়ে সমাজে বসবাস করছে। তাদের প্রতি কখনোই সেবার হাত বাড়িয়ে দেয় না বরং তারা যদি কোন অন্যায় করে আমরা সেই অন্যায়ের প্রতিবাদ করতে সর্বোচ্চ চেষ্টা করি। কিন্তু তারা কিসের জন্য অন্যায় করছে এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখি না। আসলে আমরা মানুষ খুবই স্বার্থপর, নিজের জন্য আমরা সকল কিছু করতে রাজি আছি, কিংবা আমার চাইতে যে উঁচু শ্রেণীর মানুষ সে বিপদে পড়লে তার পাশে গিয়ে আমরা ঠিকই দাঁড়াই, কারণ সেও আমাদের জন্য এগিয়ে আসবে। আসলে আমরা খুবই স্বার্থপর আমরা নিজেদের উপকার এবং নিজেদের ভালো ছাড়া কিছুই ভাবতে পারি না। মানুষ যেন প্রত্যেকেই এরকম চিন্তা নিয়েই সমাজে বসবাস করে।


আজকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখতে পেলাম অনেক মানুষ জোগাড় হয়েছে এবং সেখানে এক বৃদ্ধ লোককে তারা মারধর করছে। আসলে এই বিষয়টি আমার খুবই খারাপ লেগেছে। আর বিষয়টি কি হয়েছে সেটা জানতে এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে দেখি একজন অসহায় বৃদ্ধ লোককে কয়েকজন যুবক ধরে মারছে। আসলে এই যুবকেরা ইফতারি এবং অন্যান্য ফল কিনে নিয়ে বাড়ি যাচ্ছিল। বৃদ্ধ লোকটি হয়তো এসেছিল কিছু খাবার চায়তে, কিন্তু দেয়নি যার কারণে বৃদ্ধ লোকটি জোর করে তার হাত থেকে দুই তিনটা কলা ছিড়ে ফেলে আর এটাই যেন সেই যুবকদের কাল হয়ে দাঁড়ায়। তারা তখনই তার গায়ে হাত তুলে আসল যুবক মানুষ বড় এবং বাবার সমান মানুষকে গায়ে হাত তুলতে একটুও ভাবে না


আসলে অসহায় মানুষদের পাশে থাকা আমরা যদি তাদের সাহায্য না করি, তারা তো এই সমাজে বোঝা হয়ে থাকবে এবং নিজের জীবনকে তো বাঁচাতে হবে, পেটের দায় তারা অনেক সময় অন্যায় কাজ করে ফেলে কিন্তু আমরা যদি এই পেটের ক্ষুধা নিবারনের ব্যবস্থা করে দেই. তাহলে তারা কখনোই অন্যায় কাজ করবে না।এই যুবক ছেলেদের কাছ থেকে যে টাকা আছে এসেছিল হবে না। কিংবা ফল পেয়েছিল যদি তারা একটু সহানুভূতি এবং মমতার হাত বাড়িয়ে তাকে একটু সাহায্য করত তাহলে কিন্তু এই বৃদ্ধ লোক আর এই অন্যায় কাজ করত না। কিন্তু মানুষের গায়ে হাত তুলতে আমরা দ্বিধাবোধ করি না আমাদের মধ্যে যেন মানবসেবা এবং মানুষের প্রতি দয়া মমতা ছিলো যে গুলো আজ হারিয়ে ফেলেছি আমরা সবাই।


তাই আমরা সবাই যদি প্রকৃত মানবদের গুণাবলী নিজেদের মধ্যে অর্জন করতে চায়, তাহলে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে হবে। অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতে হবে। তাদের কষ্ট নিজের করে নিতে হবে এবং কষ্টের অনুভূতি বুঝতে হবে তাহলেই যেন আমরা প্রকৃত মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারব। তাই এই বৃদ্ধাকে মারার দৃশ্য দেখতে পেয়ে অনেক মানুষের খুবি খারাপ লেগেছে। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারা হয়তো এই বৃদ্ধাদের পাশে থাকতে চাই। তাদেরকে সাহায্য করতে চাই, এরকম মন মানসিকতা আমাদের সবার মাঝে তৈরি করা উচিত বলে আমি মনে করি।🖤✨।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 yesterday 

মানবসেবা শুধু একটি কাজ নয়, এটি মানবতার সত্যিকারের পরিচয়। অসহায়দের পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত দায়িত্ব। সামান্য সহানুভূতি একটি জীবন বদলে দিতে পারে। কথাগুলো একদম মন ছুয়ে গেছে।

 9 hours ago 

সত্যিই, মানবতার প্রতি মমতা হারিয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখজনক। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কষ্ট বুঝে সাহায্য করা প্রতিটি মানুষের কর্তব্য। এই ধরনের ঘটনাগুলি আমাদের মানবতা ও সহানুভূতির সংকটের কথা মনে করিয়ে দেয়। যদি আমরা সবাই আরও সচেতন হই এবং নিজেদের মধ্যে সহানুভূতি গড়ে তুলি, তবে সমাজে অনেক পরিবর্তন আসবে। আপনার এই পোস্টের মাধ্যমে সচেতনতা তৈরি করার প্রয়াস সত্যিই প্রশংসনীয় ,ধন্যবাদ ভাইয়া।