আমার লেখা কবিতা// স্বপ্নের খোঁজে
আসসালামুআলাইকুম/আদাব
আমাদের মনের মধ্যে অনেক স্বপ্ন থাকে। স্বপ্নগুলো নিয়ে আমরা অনেক চিন্তাভাবনা করি। কখনো কখনো কল্পনায় যেন আমরা সেই স্বপ্ন নিয়ে অনেক কিছু ভেবে থাকি। আসলে স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি স্বপ্নগুলো পূরণ করতে পারব কিনা এটা আমরা জানি না। তবে স্বপ্ন দেখতে আমরা সকলে ভালোবাসি। স্বপ্ন থাকে প্রিয় মানুষকে নিয়ে অনেক দূরে থাকবো নিরিবিলি পরিবেশ অচেনা কোন এক দেশে সুন্দর একটি ঘর বানাবো। এই প্রিয় মানুষটিকে নিয়ে থাকবো। এরকম স্বপ্ন যেন আমাদের মনের ভিতর অনেক থাকে। কিন্তু সেই স্বপ্নগুলো আমরা প্রত্যেকেই পূরণ করতে পারি না। কেউবা স্বপ্ন পূরণ করতে পারি। বেশিরভাগই আমারা স্বপ্নগুলো পূরণ করতে পারি না। স্বপ্নগুলো স্বপ্নই হয়ে থাকে। তারপরে এই স্বপ্নগুলো যেন আমরা হারিয়ে ফেলি। আর আবারো আমরা সেই স্বপ্নগুলোকে পাবার জন্য অনেক চেষ্টা করি। খুঁজতে থাকি সেই স্বপ্ন টাকে পূরণ করার জন্য, তাই সেই অনুভূতি নিয়েই মনের কল্পনা থেকে আজকে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম।
মোঃ আলিফ আহমেদ
স্বপ্নের খোঁজে বেরিয়েছি,
আমি আপন মনে,
তাই তো স্বপ্নগুলো খুঁজছি,
আমিগভীর ভাবে।
স্বপ্নগুলো হারিয়ে গেছে,
আমার জীবন থেকে।
তাইতো আজ খুঁজে বেড়াই,
জীবনের সকল কিছু দিয়ে।
স্বপ্ন ছিল বুক ভরা,
বাঁধবো সুখের ঘর।
তাইতো আজ খুঁজে বেড়াই,
সুখের সেই স্বপ্নটাকে।
স্বপ্নের মানুষ হয়ে তুমি,
এসেছিলে স্বপ্নের ঘরে।
তাইতো তোমায় স্বপ্নের মতো,
হারিয়ে ফেলেছি আমি আপন মনে ।
স্বপ্নগুলো খুঁজে পেলে,
তোমায় নিয়ে হারিয়ে যাবো অচিন দেশে।
ভালোবাসার ঘর বাঁধবো,
স্বপ্নের মত করে।
আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/AhmedAlif135308/status/1859582886455935083?t=NQbj5z_CrFmCRsA2twe4qQ&s=19
সবাই সুখের আশায় স্বপ্ন দেখে যায়। সবার সেই স্বপ্ন পূরণ হয় না। তবুও মানুষ বেঁচে থাকে স্বপ্ন নিয়ে। আর এভাবে মানুষের জীবন। সুন্দর ছিল আপনার লেখা।
স্বপ্নকে কেন্দ্র করে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে বিভিন্ন স্বপ্ন। তবে স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হলে লাগে অনেক পরিশ্রম আর নিজের মনোবল। আজকে মনের মাঝে স্বপ্ন নিয়ে দারুন অনুভূতি জাগিয়েছিলেন আর সেখান থেকে সুন্দর কবিতা লিখেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া। আশা করছি পরবর্তীতে এরকম আরো কবিতা পড়তে পারবো।
প্রিয় মানুষকে নিয়ে সুখের ঘর বাঁধার স্বপ্ন সবার থাকে। দারুন একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করে ফেলেছেন। কবিতাটি ভীষণ সুন্দর হয়েছে। কবিতার প্রতিটি লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
স্বপ্ন দেখতে আমরা সবাই ভালবাসি। স্বপ্ন না দেখলে কি আর সেগুলো পুরো পূরণ হয়। স্বপ্ন দেখি বলেই তো সেগুলো পূরণ করার ইচ্ছা জাগে। যাই হোক ভাইয়া আপনার আজকের কবিতাটি খুবই ভালো লেগেছে আমার কাছে। এরকম সহজ ভাষায় কবিতাগুলো পড়তে বেশি ভালো লাগে। ধন্যবাদ খুব সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
চমৎকার অনুভূতি দিয়ে সুন্দর একটি কবিতা লিখেছেন।স্বপ্নের খোঁজে কবিতা পড়ে অনেক ভালো লাগলো। প্রিয় মানুষকে নিয়ে ঘর বাঁধতে এবং সুখে থাকতে সবাই চায়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করছেন। আর কবিতাটি যতই পড়তেছি ততই ভালো লাগতেছে।