স্কুল জীবনের ফুটবল খেলার আনন্দময় গল্প
আসসালামুআলাইকুম/আদাব
স্কুলের দিনগুলোতে সবচেয়ে বেশি যেটা মন ছুঁয়ে যেত, সেটা ছিল দুপুরবেলার ফুটবল খেলা। আমাদের স্কুলের পাশে একটা বড় খেলার মাঠ ছিল, যেখানে প্রতিদিন শেষ ক্লাসের ঘণ্টা বাজার সাথে সাথেই আমরা ছুটে যেতাম। পিঠে ব্যাগ, হাতে বল, আর মুখে হাসি,সবকিছু যেন মিলেমিশে এক টুকরো সুখের ছবি হয়ে উঠত।
আমাদের দলের নাম ছিল, তুফান দল ! দলে ছিলাম আমি, রাহাত, জিসান, রাকিব, সাব্বির, আর শুভ। সবাই মিলে আমরা মাঠে নামতাম একেবারে যুদ্ধের মেজাজে! কারো পা থেকে বল কেড়ে নেওয়া মানে যেন এক যুদ্ধ জেতা। কিন্তু খেলাটা শেষ হতেই আবার সবাই বন্ধু, কেউ রাগ ধরে রাখত না।
সবচেয়ে মজার ছিল টিফিনের সময় গোপনে প্ল্যান করা,আজ কে গোল করবে?, কে রাহাতকে আটকাবে?,সাব্বিরকে পাস দিলে আবার গোল মিস করবে না তো?এই রকম দুশ্চিন্তা আর উত্তেজনায় দিনগুলো উড়েই যেত।একদিন আমাদের ‘তুফান দল’-এর মুখোমুখি হলো পাশের ক্লাসের বজ্র দল! ওদের গোলকিপার ছিল খুবই শক্তিশালী, শিহাব নামে এক লম্বা ছেলেটা। খেলাটা শুরু হতেই টানটান উত্তেজনা। একটার পর একটা গোলের চেষ্টা, রাহাতের দুর্দান্ত ড্রিবল, আর আমার পাসে শুভর অবিশ্বাস্য গোল,সব মিলিয়ে যেন সিনেমার মত এক ম্যাচ। শেষে আমরা ২-১ গোলে জিতে গেলাম!
জয়ের পর সবাই একসাথে মাঠে লাফিয়ে উঠলাম, গলা ফাটিয়ে চিৎকার করলাম, তুফান! তুফান!সেই মুহূর্তটা আজও চোখে ভাসে,যেন সময়টা থেমে গিয়েছিল। ঘামে ভেজা শরীর, পায়ে ধুলা, তবুও সেই হাসি, সেই চিৎকার,সবই ছিল খাঁটি আনন্দের প্রতিচ্ছবি।
আজ অনেক বছর পেরিয়ে গেছে। আমরা সবাই ব্যস্ত জীবনে হারিয়ে গেছি। তবে এখনো যখন পুরনো বন্ধুদের সাথে কথা হয়, তখন সেই মাঠ, সেই গোল, আর সেই নিঃশর্ত বন্ধুত্বের গল্পগুলো ফিরে আসে। মনে হয়, জীবনের সেরা দিনগুলো যেন সেদিনের ফুটবল খেলায়ই ছিল।
মাঠটা এখনো আছে, হয়তো ঘাসগুলো আর আগের মত সবুজ নয়। কিন্তু সেখানে এখনো হয়তো কিছু বাচ্চা ছেলে খেলছে, হেসে উঠছে আমাদের মতো করেই। আর আমি দূর থেকে তাকিয়ে ভাবি,আহা, কী আনন্দে ভরা ছিল সেই দিনগুলো! এখনো মনে মনে ভাবি যদি সেই দিনগুলো ফিরে পেতাম কতই না ভালো হতো, স্কুল জীবনের দিনগুলো ছিল শ্রেষ্ঠ দিন। তো আপনাদেরও স্কুল জীবনের আনন্দময় মুহূর্ত কেমনটা ছিল সেটা জানাবেন। আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | রাইটিং ✨ |
মডেল | এম-৩১ |
ক্যাপচার | @alif111 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/alif111ahmed/status/1942112210249245022?s=19
https://x.com/alif111ahmed/status/1942112685765832719?s=19
https://x.com/alif111ahmed/status/1942113063781687671?s=19
https://x.com/alif111ahmed/status/1942113301905002885?s=19