আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ3 months ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে কিছু অনু কবিতা নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আসলে অনু কবিতা গুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। যার কারণে আজকে মনের অনুভূতি থেকেই কিছু কবিতা লিখলাম আর এই অনু কবিতাগুলো আমি লিখে রেখেছিলাম। যার কারণে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলেই কবিতা আমি সময় পেলে লিখে থাকি। আর আজকে ভালোবাসা এবং ভালোবাসার কষ্ট নিয়ে মনের অনুভূতি থেকে এই কবিতা গুলো লিখে আপনাদের মাঝে শেয়ার করছি।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

ভালোবাসার অভিনয়ে,
কষ্ট দিলে তুমি আমার মন জুড়ে।
তোমায় নিয়ে বুকের মাঝে,
ঘর বেঁধেছিলাম খুব যত্ন করে।

কষ্টগুলো দিয়ে তুমি,
সেই ঘরটি দিলে ভেঙে।
আজো আমি রয়েছি একা,
কষ্ট নিয়ে এই ঘরেতে।

কবিতা-২

জানিনা কি সুখ তুমি পেলে,
আমায় কাঁদিয়ে।
তোমার জন্য কেঁদে আমার,
দুচোখ অশ্রুতি ভাসে।

ভালোবেসে শুধুই পেলাম,
কষ্টের ঠিকানা।
আজও কি পাবো আমি,
ভালোবাসার সুখের ঠিকানা।

কবিতা-৩

আমার ভাবনা জুড়ে,
আছো শুধুই তুমি।
তাইতো কল্পনার স্বপ্নগুলো,
দেখি তোমায় নিয়ে আমি।

কল্পনার সাগরে ভেসে যাব,
আমি তোমায় নিয়ে।
ভালোবাসায় ভরে উঠবে,
কল্পনার এই রাজ্য জুড়ে।

কবিতা-৪

মন আমার চায়,
যে শুধুই তোমাকে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো,
অন্য জগতে।

ভালোবাসায় ভরে উঠবে,
নতুন এই রাজ্য জুড়ে।
হাসবো খেলবো ঘুরবো আমি,
তোমার হাতটি ধরে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

GridArt_20241127_001642102.jpg

 3 months ago 

বিচ্ছেদ এবং ভালোবাসর সুরে আপনার লেখা আজকের অনু কবিতা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো।প্রত্যেকটা অনু কবিতা খুবই সুন্দর ভাবে ছন্দের মাধ্যমে সাজিয়ে তুলেছেন।এক কথায় কবিতাগুলো পড়ে অনেক ভালো লেগেছে।

 3 months ago 

খুব সুন্দর কয়েকটি বিচ্ছেদ এবং ভালবাসাকে কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন। কবিতার মধ্যে বিচ্ছেদ এবং ভালোবাসা গভীরভাবে প্রকাশ পেয়েছে। কবিতা পড়তে আমি অনেক পছন্দ করি। সবাই তার প্রিয় মানুষকে নিয়ে অন্য জগতে হারিয়ে যেতে চাই। আপনার কবিতার কথাগুলো বেশ দারুন হয়েছে। সুন্দর কবিতা গুলো পড়ে ভালো লাগলো।

 3 months ago 

ভাইয়া আপনি ভালোবাসার কষ্ট নিয়ে মনের যে অনুভূতি তা অনু কবিতার মধ্যে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। প্রতিটা কবিতাই খুব সুন্দর ছিল। অনু কবিতা পড়তে খুব ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 3 months ago 

খুবই সুন্দর অনু কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর অনু কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 months ago 

আপনার লেখা আজকের অনু কবিতাগুলো ছিল অনেক বেশি দারুণ। আমার কাছে আপনার প্রতিটা অনু কবিতা অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতাগুলো আপনি লিখেছেন। এরকম টপিকগুলো নিয়ে অনু কবিতা লেখা হলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে।

 3 months ago 

সময় ফেলে যে কোন কবিতা-অনু কবিতা লিখে রাখলে ভালো। আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো। অসাধারণ অনুভূতি দিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ।