RE: আমার প্রিয় শখ ডাকটিকিট সংগ্রহ নিয়ে কিছু কথা।
একটি প্রত্যয়ন পত্র কম্পিউটার এ কম্পোজ করার জন্য আমি অপারেটর এর সামনে বসে আছি , অপারেটর টাইপ করছে , হঠাৎ দেখি অপারেটর এর কি বোর্ড এর নিচে একটি বিদেশী খাম এর একটি পট্টি দেয়া। আমি যেহেতু ডাক টিকেট সংগ্রাহক, তাই নতুন ডাক টিকেট এর আশায় আস্তে করে খামটি হাতে নিয়ে দেখি একটি মালয়েশিয়ার ডাক টিকেট সংযুক্ত । আমি আস্তে করে খামের টিকিটের অংশটুকু ছিড়ে খামটি আগের মত করে রেখে দিলাম। ব্যাস হয়ে গেল আমার আর ও একটি ডাক টিকেট সংগ্রহ ।
আপনি তো দেখি শখের বশে ডাকটিকেট চুরি করে ফেললেন হাহাহাহা..... উপরের লেখাটি পড়ে তাই বুঝা যাচ্ছে। বেশ মজা পেলাম।
আমারও ছোটবেলায় অনেক শখ ছিল ডাকটিকের্টসংগ্রহের, অনেকগুলো সংগ্রহ করেছিলাম পরে যখন জীবন যুদ্ধে নিয়োজিত হলাম তখন আর কোথায় চলে গেলে শখ। তবে আপনি শুধু দেশে নয় দেশের বাহিরের ও বেশকিছু ডাকটিকেট সংগ্রহ করেছেন বেশ ভালো লাগছে দেখে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এগুলোকে শেয়ার করার জন্য।
হ্যা ভাইয়া,,তখনতো ছোট ছিলাম,বুঝতেই পারি নাই, এটা চুরি।শুধু একটাই মাথায় কাজ করতো,কিভাবে এগুলা বেশি করা যায়।ভাবলাম ওরা এইটা ফেলে দিবে,থাক আমিই নিয়ে যাই।এখনের মত হয়লে হয়ত বলেই নিয়ে আসতাম।