You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৪

in আমার বাংলা ব্লগlast month

চোখে জ্বলে স্মৃতির দীপ্তি আলো,
অতীতের মায়াই আজও মন ভালো,
স্বপ্নে ভাসে হারানো দিনের শত রঙ,
জীবন গানে বাজে সুখের তরঙ্গ,
তুমি স্বপ্নের গহীনে নতুন আশা বুনো,
তুমি হৃদয়ের আঙিনায় বসন্ত ফুল তুলো।

বুকে জমে অভিমানের শীতের কুয়াশা,
ভালোবাসার আবেশে গলে যায় সব ভাষা,
অপেক্ষার বাঁশিতে বেজে ওঠে তোমার নাম,
শূন্যতার পথে উজ্জল তোমার ভালোবাসার খাম,
তুমি একা রাতে আসো জোনাকির আলোর দাম,
তুমি ভোরের শিশিরে নতুন জীবনের প্রেমের মান।