You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৮১
ছাত্র: স্যার, আজ স্কুলে আসতে দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য।
শিক্ষক: বৃষ্টি তো সকালে হয়নি?
ছাত্র: হ্যাঁ স্যার, কিন্তু আমিতো গতকাল থেকেই চিন্তা করছিলাম বৃষ্টি হবে । তাই আমি পুকুরের পানি হাত দিয়ে উপরে মেরে বৃষ্টি হওয়ার দৃশ্য উপভোগ করছি😌।
ছাত্র: মা, আজ স্কুলে যাবো না।
মা: কেন?
ছাত্র: স্যার বলেছে, পড়াশোনা না করলে জীবনে ঝড়-বৃষ্টি আসবে।
আজ দেখি সেই বৃষ্টি এসে গেছে… 😁
বর্ষায় রাস্তায় দিয়ে হাঁটছে এক ছাত্র
হঠাৎ পিছলে পড়ে গেলো।
পাশ থেকে একজন বললো-
তুমি, সাবধানে হাঁটবে আহা পড়ে গেলে?
ছাত্র: না ভাইয়া মাটিকে একটু জড়িয়ে ধরলাম, অনেকদিন দেখা হয়নি তো.. 😅