RE: এবিবি ফান প্রশ্ন - ৫৪৯ || আমাদের সহ-প্রতিষ্ঠাতার জন্মদিনে, কি শুভেচ্ছা বার্তা জানাতে চাইবেন?
প্রিয় ব্ল্যাকস দাদাকে জন্মদিনের রিমঝিম বর্ষার কদম ফুলের শুভেচ্ছা জানাই। জন্মদিনের এই শুভক্ষণে হৃদয়ের প্রত্যাশা রইলো সৃষ্টিকর্তা তাকে এমন মানুষ হিসেবে পরিণত করুক যেন তার হৃদয় হয় মানবিক । মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। সত্যকে আঁকড়ে ধরবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মিথ্যা জুলুম শোষণকে ঘৃণা করবে মন থেকে। তার ঠোঁটের হাসিতে যেন অন্যেরা মুখে হাসি ফুটায়। তার চোখের জলে যেন অন্যদের চোখে শ্রাবণ নামে। তাকে যেন সবাই ভালোবাসে কোন কিছু পাওয়ার জন্য নয় নিঃস্বার্থ ভাবে অন্তরের মায়াতে। পৃথিবীর সেরা ধনী হতে না পারলেও যেন তিনি হতে পারে মানবিক হৃদয়ের আধার রাতের পূর্ণিমার আলো। যে আলোতে আলোকিত হবে হাজারো মানুষ। মানুষ হিসেবে তার ক্ষণস্থায়ী জীবন অবসানে তাকে যেন মানুষ মনে রাখে শতাব্দী পর থেকে শতাব্দী । তার রেখে যাওয়া ভালো কাজ গুলো যেন ভেসে উঠে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে।