You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৬১ || মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?
মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের, কেন এমন হয় ?
মাথা আমার কিন্তু ব্যথা অন্যদের তার কারণ মূলত তিনটি।
প্রথমত আপনি যে কাজ করছেন ঐ কাজে যাতে সফল না হন তার জন্য অন্যদের মাথাব্যথা।
দ্বিতীয়ত আপনি যেটা করছেন বা, করবেন ঐ কাজে প্রত্যেক্ষ এবং পরোক্ষভাবে অন্যদের স্বার্থ জড়িত।
তৃতীয়ত হচ্ছে প্রতিহিংসার কারণে তাদের প্রচন্ড মাথাব্যথা।
বলা যায় যে, তারা হচ্ছে আপনার বিনা টাকার উপদেষ্টা তাই শয়নে স্বপনে প্রতি মুহূর্তে আপনার ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করতে ব্যস্ত। এজন্য তাদের মাথা ব্যথার কোন কমতি নেই 😄😙😉।
আপনি তো দেখছি একদম উদাহরণসহ বর্ণনা করেছেন। তবে প্রতিটা কথাই কিন্তু সত্যি। এরকম মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে।
আপনি তিনটি উদাহরণ বাস্তবিক দিক থেকে দিয়েছেন। এবং উদাহরণগুলো একশো পার্সেন্ট সঠিক।