You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৫৮ |সুস্থতা আর অসুস্থতা যদি বন্ধু হতো...

in আমার বাংলা ব্লগ2 months ago

সুস্থতা আর অসুস্থতা যদি বন্ধু হতো। তবে তারা একে অপরকে কি পরামর্শ দিতো?

সুস্থতা আর অসুস্থতা দুজনে বন্ধু কারণ একজন আসলে অন্যজন চলে যায়। তাদের মধ্যে খুব ভালো বুঝা পড়া রয়েছে। অসুস্থতা বলে, মানুষ খুব স্বার্থপর শুধু সুস্থতাকে ভালোবাসে। তখন সুস্থতা বলে মানুষ স্বার্থপর হোক কিংবা, তোকে ভালো না বাসলেও তুই কিন্তু আমার অনুপস্থিতিতে মানুষের মাঝে থাকবি😙।

সুস্থতা বললো, আমি মানুষকে সুখের প্রশান্ত দেবো। আর অসুস্থতা তুই মানুষকে খুবই কষ্ট অনুভূতি দিবে। তাহলে আমাদের দুজনকে মানুষ খুব বেশি মনে রাখবে 😄😉😁।