You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪৪৫ |PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে....

in আমার বাংলা ব্লগ3 months ago

PUSS কয়েন নিয়ে পরবর্তীতে কোনো মজার কনটেস্ট দেওয়া গেলে, কি কনটেস্ট দেওয়া যেতে পারে?

PUSS কয়েন আসার পর থেকে এখন পর্যন্ত কে কতবার ক্রয় করেছে এবং দাম বৃদ্ধি পাওয়ার পরও একসাথে বিক্রি না করে অল্প অল্প করে কে কতবার বিক্রি করেছে। এই ধরনের প্রতিযোগিতা দেওয়া যেতে পারে। কারণ অধিক পরিমাণ PUSS কয়েন কয় বিক্রয়ের মাধ্যমে মার্কেটে পুশ কয়েন নিজে ভালো অবস্থান তৈরি করবে। এবং এতে করে সাধারণ ইউজারদের PUSS কয়েন সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি হবে।

আর দ্বিতীয়ত হলো একজন ইউজার তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কয়জনকে PUSS কয়েন হোল্ড করে রাখতে সহযোগিতা করেছে? অর্থাৎ একজন ইউজারের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব কতজন PUSS কয়েন হোল্ড করে রেখেছে তার পরিমাণের প্রতিযোগিতা। এতে করে সাধারণ ইউজার তার সকল আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদেরকে বলবে যেন PUSS কয়েন হোল্ড করে রাখে। এতে করে PUSS কয়েন🩵💙💜💚 এর জনপ্রিয়তা সবার মাঝে বৃদ্ধি পাবে।

আর তৃতীয় হলো PUSS কয়েন কে কত বেশি পরিমাণ জমা করে রেখেছে? যার থেকে প্রতিদিন জমা করার পরিমাণ অনুযায়ী PUSS কয়েন রিওয়ার্ড আসে। এতে করে সবাই অনেক বেশি পরিমাণ PUSS কয়েন জমা করে রাখার চেষ্টা করবে। যে যতো বেশি পরিমাণ PUSS কয়েন জমা রাখতে পারবে সে ততো বেশি প্রতিদিন দিন PUSS কয়েন রিওয়ার্ড পাবে যার কারণে ইউজারদের বেশ লাভ হবে।

Sort:  
 3 months ago 

খুবই সুন্দর বিষয়ের কথা উপস্থাপন করেছেন। কারন এখন পুশ প্রমোশন খুবই জরুরী।

 3 months ago 

ভাই অনেক সুন্দর এবং বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন পড়ে ভালো লাগলো।