RE: এবিবি ফান প্রশ্ন- ৪৩৩|প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে বললে কিভাবে করবেন?
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে বললে কিভাবে করবেন?
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ অনেক ভাবে করা যায়। আসলে শুধু ফুলের তোড়া নিয়ে তাকে ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। প্রিয় মানুষকে ভালোবাসি প্রকাশ করার জন্য তার আনন্দের মুহূর্তে তার সাথে আনন্দে মেতে উঠা। দুঃখের মুহূর্তে তাকে সান্ত্বনা দেওয়া। যে কোন পরিস্থিতিতে তাকে সঙ্গ দেওয়া। তার ভালো লাগার বিষয় গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া। যে বিষয় গুলো বা, স্মৃতি গুলো মনে পড়লে তার কষ্ট হয় ঐসব স্মৃতি বা, বিষয় গুলো তার মন থেকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা। প্রতিটি মুহূর্তে তাকে ভালো রাখার চেষ্টা করবো । পরিশেষে তাকে বলবো আমি তাকে ভালোবাসি তাই তার অনুভূতি মানে আমার অনুভূতি। জীবনের সুখ দুঃখ হাসি আনন্দের যে কোন পরিস্থিতিতে তার পাশে থাকবো।
প্রিয় মানুষকে ভালোবাসা প্রকাশ করতে হবে তাই তার ছবি হাত কেটে অঙ্কন করবো অনেক কষ্ট হলেও। যেন সারা জীবন তার ছবি আমার হাতে স্মৃতি হয়ে থেকে যায়😁😃😀😙🥰।