You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৪১৮ || সৃষ্টির সেরা যদি মানুষ হয়- মানুষ বস্তুর জন্য জীবন দেয় কেন?

in আমার বাংলা ব্লগ20 days ago

সৃষ্টির সেরা যদি মানুষ হয়- মানুষ বস্তুর জন্য জীবন দেয় কেন?

সৃষ্টির সেরা মানুষ এটি প্রকৃত সত্য। সৃষ্টিকর্তা মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টিকূল সৃষ্টি করেছে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ মঙ্গলের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ অন্যান্য সৃষ্টি কূলের কাছে তার নিজের মাথা নত করে। জীবনের সামান্য ভোগবিলাস এবং স্বার্থের জন্য নিজের আত্মপরিচয় এবং মনুষত্বকে বিলিয়ে দেয় । বস্তুর জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি এবং বিবেক বুদ্ধিহীন কাজ। মূলত যে কোন বস্তু মানুষের কল্যাণের জন্য। কিন্তু মানুষ না বুঝে ঐ বস্তুর জন্য জীবন দেয়। কারণ মানুষ নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে বস্তুকে নিজের জীবনের ঊর্ধ্বে জায়গা দেয়। নিজের জীবনকে তুচ্ছ মনে করে বস্তুকে জীবনে সবচেয়ে বড় পাওয়া মনে করে। এসবের কারণ হলো নিজের জীবনকে বড় মনে না করে সামান্য ভোগ বিলাস এবং স্বার্থের জন্য বস্তুকে নিজের জীবনে চেয়ে বেশি দামী মনে করা।