ব্যর্থতায় নেই ভয়
নেই গ্লানি
ব্যার্থতাই সফলতার চাবি
মন্ত্র এই জানি
জীবনে চলার পথ
সমান কভু নয়
কোথাও উচু কোথাও নিচু
বার বার হোচট খেতে হয়
আপনার কবিতার প্রথম অংশের লাইনগুলো অনেক অর্থ বহন করে। আসলে বলা হয় যে শেষ ভালো যার সব ভালো তার। যে কোনো কাজের প্রথমে ব্যর্থ হওয়া স্বাভাবিক ব্যর্থতা পেছনে সফলতার গল্প লুকিয়ে থাকে। একবার ব্যর্থ হলে নিজেকে দুর্ভাগা ভাবলে চলবে না। লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বার বার চেষ্টা চালিয়ে যেতে হবে । আপনার কবিতা পড়ে সত্যি খুব ভালো লাগলো। চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার মন্তব্য থেকে অনেক উৎসাহ পেলাম ভাইয়া।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।