বৈচিত্র্যময় বাহারি রঙের কাঁচা মরিচের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ10 days ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্র্যময় বাহারি রঙের কাঁচা মরিচের সৌন্দর্য সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000053110.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20240528113245.jpg

IMG20231119085830.jpg

যদি কোন ফল বা, সবজি বৈচিত্র্যময় বাহারি রঙের হয়ে থাকে তাহলে দেখতে খুব সুন্দর লাগে। এক রকমের ফল বা সবজি খেতে খেতে যখন আমরা অস্বস্তি বোধ করি। তখন মাঝে মাঝে বিভিন্ন বৈচিত্র্যময় বাহারি রঙের ফল বা সবজি খেতে খুব ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে বৈচিত্র্যময় বাহারি রঙের কাঁচা মরিচের কিছু ফটোগ্রাফি উপস্থাপন করেছি। নিশ্চয় আপনাদের বিভিন্ন রকমের বাহারি রঙের কাঁচা মরিচের আলোকচিত্র দেখে খুব ভালো লাগলো। মরিচ খাবারের স্বাদ বাড়িয়ে তোলে।

IMG20240128142420.jpg

IMG20240128142435.jpg

কাঁচা মরিচ এক প্রকারের ফল যা মসলা হিসাবে ঝাল স্বাদের জন্য রান্নায় ব্যবহার করা হয়। আমরা অনেকে ঝাল খেতে খুব পছন্দ করি। ঝাল হয়ে থাকে কাঁচা মরিচ থেকে। আমরা বিভিন্ন খাবারের সাথে কাঁচা মরিচ খেয়ে থাকি বিশেষ করে ভাতের সাথে সালাত দিয়ে, ফুচকা বা, ঝাল মুড়ি তৈরিতে, বিভিন্ন রকম ডাল পেয়াজু বেগুনি তৈরিতে এবং তরকারিতে কাঁচা মরিচ ব্যবহার করে থাকি । কাঁচামরিচ অনেক জাতের হয়ে থাকে। জাত ভেদে কাঁচামরিচের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। কাঁচা মরিচ বিভিন্ন রকমের প্রজাতির হয়ে থাকে । কাঁচা মরিচ দেখতে বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা সকলে বাসা বাড়িতে কমবেশি কাঁচামরিচ চাষ করে থাকি।

IMG20240201141021.jpg

IMG20240201141309.jpg

বিশেষ করে যারা শহরে বসবাস করে তারা বাসার বারান্দায় এবং ছাদে টবের মধ্যে মরিচ লাগিয়ে থাকি। বর্তমানে পৃথিবীর সর্বত্র রান্না ও ঔষধি হিসাবে কাঁচা মরিচ ব্যবহৃত হয়ে থাকে। কাঁচা মরিচ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কাঁচা মরিচে অতি প্রয়োজনীয় পুষ্টিগুণ রয়েছে। কাঁচা মরিচে প্রচুর পরিমাণ ভিটামিন এ,ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম পুষ্টি উপাদান রয়েছে। তাছাড়া আরো অন্যান্য পুষ্টি উপাদান পাওয়া যায়। কাঁচামরিচ খাওয়ার উপকারিতা অনেক। কাঁচামরিচ চোখ ভালো রাখতে বেশ সহায়তা করে। কাঁচা মরিচে থাকে ভিটামিন এ যা চোখের জন্য খুব উপকারী। ক্যানসার রোধ করে এবং রক্তচাপ কমায় । বাতের ব্যথার উপশম করে।

IMG20240201141517.jpg

IMG20240201141530.jpg

কাঁচা মরিচ ফাইবার সমৃদ্ধ হওয়ায় হজমের জন্য খুবই উপকারী। বদহজমের সমস্যা দূর হয়। কাঁচা মরিচের অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি শরীরকে জ্বর, সর্দি, কাশি থেকে রক্ষা করে। নিয়মিত কাঁচা মরিচ খেলে শরীরে ফ্যাট কম জমা হয়। ক্যাপসিকাম জাতীয় কাঁচা মরিচ সবজি হিসেবে রান্না করা হয় যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। অনেকে কাঁচা মরিচ ভাতের সাথে খেয়ে থাকে যা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কাঁচা মরিচ খেলে ওজন নিয়ন্ত্রণ ওজন কমাতে সাহায্য করে। কাঁচা মরিচ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। সাধারণত ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং রক্তস্বল্পতা দূর করতে বেশ সহায়তা করে।

IMG20240211110731.jpg

IMG20240215104454.jpg

কাঁচা মরিচের ব্যবহার অনেক। আমাদের মা বোনেরা আচার তৈরি এবং বিভিন্ন ধরনের ফল মাখাতে কাঁচা মরিচ ব্যবহার করে থাকে। খাবারের ঝাল বৃদ্ধি করতে কাঁচা মরিচের কোন বিকল্প নেই। কিছু কিছু কাঁচা মরিচ বেশ ঝাল হয়ে থাকে। আবার কিছু কাঁচা মরিচ অনেক কম ঝাল হয়ে থাকে। কাঁচা মরিচ জাত ভেদে সবুজ, লাল, বেগুনী এবং কিছুটা হালকা হলুদ রঙের হয়ে থাকে। আমাদের দেশের কৃষকের সর্বত্র কাঁচা মরিচ উৎপাদন করে থাকে। কাঁচা মরিচ সারা বছর পাওয়া যায়।

IMG20240528111206.jpg

IMG20240528113058.jpg

IMG20241108194104.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

IMG_20241119_212006.jpg

1000053117.jpg

IMG_20241119_212107.jpg

Sort:  
 10 days ago 

প্রত্যেকটি ছবি অসাধারণ হয়েছে ভাই। কোনটি ছেড়ে কোনটির কথা বলি। একদম প্রথমে কাঁচালঙ্কার ছবি থেকে প্রত্যেকটি ছবি খুব ডিটেলে তুলেছেন। পাতাগুলি এবং শাখা প্রশাখা গুলি অসাধারণ ভাবে ছবিতে এসেছে।

 6 days ago 

এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ জানাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

বৈচিত্র্যময় কাঁচামরিচের ফটোগ্রাফি দেখে ভীষণ ভালো লাগলো। গোল এই কাঁচামরিচ গুলো আগে কখনো দেখিনি। আপনি বিভিন্ন রকম কাঁচা মরিচের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দারুন ছিল আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য এবং অনেক ধরনের কাঁচামরিচ সম্পর্কে শেয়ার করার জন্য।

 6 days ago 

বৈচিত্র্যময় কাঁচামরিচের ফটোগ্রাফি দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 10 days ago 

বিভিন্ন প্রকারের মরিচের সৌন্দর্য দেখে সত্যিই অনেক ভালো লাগলো ভাইয়া। এখানে তো দেখছি বিভিন্ন প্রজাতির মরিচের ফটোগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। কালো মরিচ খুব একটা দেখাই যায় না। অনেক ভালো লাগলো আপনার ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে।

 6 days ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

সত্যি তো ভাইয়া বাহারি রঙের মরিচ গাছ গুলো দেখতে খুবই ভালো লাগলো। আপনাদের ক্ষেতের মধ্যে এত সুন্দর মরিচ গাছের ফলন হলো। একটি বাগানের মধ্যে যখন এত সুন্দর সুন্দর মরিচ গাছের মরিচগুলো দেখা যায় তাহলে সেখানে ঘুরতে অনেক ভালো লাগবে। আর সেই সুন্দর ফটোগ্রাফি গুলো আপনি নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

আপনার এতো সুন্দর অনুভূতির পড়ে খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।

 10 days ago 

আজ আপনি আমাদের মাঝে দারুণ দারুণ কতগুলো ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছেন। আসলে এই ফটোগ্রাফিটা আমার কাছে একটু ইউনিক ধরনের ফটোগ্রাফি মনে হয়েছে। কারণ এই ফটোগ্রাফির মাঝে আপনি বিভিন্ন প্রকার মরিচের ছবি তুলে ধরেছেন।

 6 days ago 

আসলে ভাই, আপনাদের মাঝে ভিন্নতা কোন কিছু উপস্থাপন করার চেষ্টা করি । ধন্যবাদ আপনাকে ভাই।

 10 days ago 

সত্যিই অসাধারণ পোস্ট করেছেন ভাইয়া। এত ধরনের কাঁচামরিচ আমি কোনদিন দেখিনি একসাথে। আজকে যেন দেখার সুযোগ করে দিয়েছেন আপনি। যেন ভিন্ন ধরনের একটি পোস্ট ছিল।

 6 days ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 10 days ago 

অনেক ভালো লাগলো আপনার কাছা মরিছে এমন সুন্দর ফটোগ্রাফি গুলো দেখে। আপনার ধারণা করা মরিচের মধ্যে দুই ধরনের মরিচ আমার বাগানে রয়েছে। যাই হোক একটু ভিন্ন ধরনের পোস্ট তাই আমার কাছে ভালো লেগেছে।

 6 days ago (edited)

পোস্ট দেখে আপনার কাছে খুব ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 10 days ago 

কত রকমের মরিচ হয় সেটাই দেখলাম। আপনি প্রায় সব ধরনের মরিচের ছবি সংগ্রহ করেছেন। ওই গোল গোল লঙ্কাগুলো খুবই ঝাল হয়। আচ্ছা ভাইয়া এক ধরনের লঙ্কা হয় না খুব ছোট্ট কিন্তু বীভৎস ঝাল। অনেক ছোটবেলায় দেখেছিলাম এখন আর দেখি না সেই ভাবে।

 6 days ago 

জি আপু, গোল গোল লঙ্কা গুলো খুবই ঝাল হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আপু।