বৈচিত্রময় ল্যান্টানা ফুলের সৌন্দর্য।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় ল্যান্টানা ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
ফুল দেখলে অন্যরকম ভালো লাগার অনুভূতি হৃদয়ের মাঝে জাগ্রত হয়। ফুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া যায় না । ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌরভ এবং সৌন্দর্য সবসময় মানুষকে মুগ্ধ করে। উদ্ভিদের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফুল। ফুলের সৌরভ এবং সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে থাকে। ফুলের সৌন্দর্য সত্যি খুবই দুর্দান্ত হয়ে থাকে যা মানুষের হৃদয়ে প্রশান্তি এনে দেয়। ফুলের অসাধারণ সৌরভ মানুষের মনকে বিমোহিত করে তোলে।
আমরা সব সময় অনেক রকম ফুলের সৌন্দর্য উপভোগ করে থাকি। আমরা প্রতিনিয়ত অনেক রকম বৈচিত্র্যময় ফুল দেখে থাকি। প্রতিটি মৌসুমে বিভিন্ন রকম ফুল ফুটে থাকে। কিছু ফুল সারা বছর ফুটে থাকে আবার কিছু ফুল নির্দিষ্ট মৌসুমী ফুটে। ল্যান্টানা ফুল আমাদের সকলের বেশ পরিচিত ফুল। আমাদের দেশে সর্বত্র এই ল্যান্টানা ফুল দেখতে পাওয়া যায়। ল্যান্টানা ফুলের অসাধারণ সৌন্দর্য বেশ দারুণ। ফুলে সৌন্দর্য সত্যি খুব চমৎকার হয়ে থাকে।সাধারণ এই ফুল গুলোকে বুনো রঙ্গন ফুল নামে পরিচিত।
এই ফুল গুলো নাম হচ্ছে, ল্যান্টানা ফুল। এই ফুল বিভিন্ন রঙের ফোটে থাকে। সাধারণত ল্যান্টানা ফুল লাল, সাদা, খয়েরী, কমলা, হলুদ এবং গোলাপি রঙের হয়ে থাকে। ল্যান্টানা ফুলের বৈচিত্র্যময় রঙ্গের জন্য দেখতে অত্যন্ত দৃষ্টিনন্দন মনে হয়। বাগানের শোভাবর্ধনের জন্য সবার নিকট খুবই জনপ্রিয় ফুল । ল্যান্টানা ফুল গুচ্ছাকারে ফুটে থাকে । গাছে এক ধোকায় অনেক ফুল দেখা যায়। ল্যান্টানা ফুল ঝোপ জাতীয় গাছ। ল্যান্টানা ফুল সহজে বাগানে চাষ করা যায়। যা খুব সহজেই যে কোনো মাটিতে জন্মে ও প্রসারিত হয়ে থাকে।
ল্যান্টানা ফুল প্রথমে এক রঙে ফোটে এবং পরবর্তীতে আরেকটি রঙে পরিণত হয়ে থাকে। ল্যান্টানা ফুল বসতবাড়ির আঙ্গিনায় বা বাড়ির সামনে, রাস্তার ধারে, ছাদ বাগানে, ফুল বাগিচায় দেখতে পাওয়া যায়। ল্যান্টানা ফুল অসাধারণ সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। ল্যান্টানা ফুলের অসাধারণ সৌন্দর্যের জন্য সবাই নিকট খুব পছন্দের ফুল। ল্যান্টানা ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ হয়ে থাকে। ল্যান্টানা ফুলের অসাধারণ সৌন্দর্য, এবং বৈচিত্র্যময় রঙ্গের জন্য ল্যান্টানা ফুলের সবার বেশ পছন্দের। ল্যান্টানা ফুল প্রেমীদের কাছে খুবই জনপ্রিয় ফুল।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy

https://x.com/MdAgim17/status/1941563006925799441?t=An1jac5h27FupwkZb5JPDA&s=19
অসাধারণ ভাইয়া। একসাথে এত রকমের ল্যান্টানা ফুলের ফটোগ্রাফি আগে দেখা হয়ে ওঠেনি। এই ফুলগুলো আমাদের ক্যাম্পাসেও আছে। ফুল গুলো দেখতে ভীষণই সুন্দর। ফুলের গন্ধটা একটু অন্যরকম লাগলো সৌন্দর্য এটা পুষিয়ে দেয়। চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাই।
https://x.com/MdAgim17/status/1941597701990384111?t=Ao4qHi3r1IQAkuAgig-n3Q&s=19
https://x.com/MdAgim17/status/1941598357358874662?t=WWLAjYTP4j6VsyJ7fI15_Q&s=19
https://x.com/MdAgim17/status/1941598809513132415?t=Wl-17sTZ_QXp4M0-EkXKuQ&s=19
https://x.com/MdAgim17/status/1941599435496259909?t=VztVkJA9C9ZyPJ6kJIB4Kw&s=19
ল্যান্টানা ফুলের সৌন্দর্য দেখে অনেক ভালো লেগেছে। এই ফুলগুলো দেখতে খুবই চমৎকার। আর আপনি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করেছেন দেখে ভালো লেগেছে ভাই।
আমার কাছে ফটোগ্রাফি পোস্ট কত বেশি ভালো লাগে এটা বলে বোঝাতে পারবো না। ফটোগ্রাফি দেখলে মনটা একেবারে ভরে যায়। সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো করলে অনেক আকর্ষণীয় লাগে। আর অনেক সুন্দর ভাবে ফুটে ওঠে। এখন আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকে। ঠিক তেমনি ভাবে আপনিও অনেক সুন্দর ফটোগ্রাফি করেন।
আজকে আপনি বিচিত্রময় ল্যান্টানা ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার বিভিন্ন ধরনের ল্যান্টানা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে আপনার ফটোগ্রাফি গুলো এমনিতে অসাধারণ হয়। ধন্যবাদ বিচিত্রময় ল্যান্টানা ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।