খুবই মজাদার এবং সুস্বাদু দেশি মুরগির মাংস রেসিপি।

in আমার বাংলা ব্লগlast month

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু দেশি মুরগির মাংস রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্ট টি দেখবেন আশা করি। দেশি মুরগির মাংস সবাই বেশ পছন্দ করে থাকে। ফার্মের মুরগি অনেকে খেতে চায় না। তবে দেশি মুরগির মাংস হলে খেতে সবাই বেশ পছন্দ করে। দেশি মুরগির মাংস খুব সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে। দেশি মুরগির মাংস খাওয়ার মজাটাই অন্যরকম হয়ে থাকে। ফার্মের মুরগি থেকে দেশি মুরগি স্বাদ কিছুটা অন্যরকম হয়ে থাকে। দেশি মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে।

আসুন শুরু করি

IMG20241231150407.jpg

IMG20241231150504.jpg

দেশি মুরগির মাংস রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG20241231124506.jpg

IMG20241231130950.jpg

নামপরিমাণ
দেশি মুরগির মাংস১ কেজি
পেঁয়াজ কুচিতিনটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
হলুদের গুঁড়াআধা চামচ
মরিচের গুঁড়াপরিমান মত
জিরা বাটাপরিমান মত
রাঁধুনী মসলাপরিমান মতো
তেজপাতা, দারুচিনিপরিমান মত
এলাচি,পরিমান মত
সয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার আরম্ভ করছি।

IMG20241231124506.jpg

  • প্রথমে আমি মুরগির মাংস কেটে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

1000059658.jpg

IMG20241231131350.jpg

  • এই পর্যায়ে আমি একটি পাতিল চুলার উপরে বসায়। পাতিলের মধ্যে পরিণাম মতো তেল ঢেলে দিলাম। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৩↙️

1000059659.jpg

1000059660.jpg

  • এখন আমি পেঁয়াজ কুচি লাল বর্ণ হয়ে গেলে প্রয়োজনীয় মসলা উপকরণ দিচ্ছি। পরিমান মতোন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এলাচি, লং, দারুচিনি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরার বাটা, রাঁধুনী মসলা ইত্যাদি দিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000059662.jpg

  • মসলা জাতীয় সকল উপাদান দেওয়া পর মসলা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৫↙️

IMG20241231132409.jpg

  • এই পর্যায়ে মসলা কষিয়ে নেওয়া পর মাংস পাতিলের ঢেলে দিলাম। মাংস কিছুক্ষণ নাড়িয়ে মসলা ভালো করে মিক্স করে নিলাম।

↘️ধাপ :- ৬↙️

1000059664.jpg

  • এখন আমি মাংস ভালো করে কষিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

1000059666.jpg

  • মাংস কষিয়ে নেওয়া হলে এখন আমি পরিমাণ মতো পানি দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

1000059667.jpg

  • কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাংস নাড়িয়ে দিচ্ছি। ধীরে ধীরে মাংস রানা হচ্ছে।

↘️সর্বশেষ ধাপ :-↙️

1000059669.jpg

পরিশেষে মাংস রানা হয়ে গেছে।

আমার কাঙ্খিত দেশি মুরগির মাংস রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241231150402.jpg

IMG20241231150411.jpg

IMG20241231150253.jpg

IMG20241231150340.jpg

IMG20241231150504.jpg

IMG20241231150407.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last month 

আপনি ঠিক বলছেন ভাইয়া ফার্মের মুরগি থেকে দেশি মুরগির মাংসের স্বাদ অন্য রকমের। সবাই অনেক পছন্দ করেন দেশি মুরগি। আমারও অনেক ভালো লাগে খেতে। তবে আপনি যে রেসিপি শেয়ার করলেন কালার দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। চলে আসতেছি ভাইয়া আপনাদের বাড়িতে।

 last month 

জি আপু, চলে আসে এভাবে মুরগি মাংস রান্না করে খাওয়াবো। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

IMG_20250113_220221.jpg

IMG_20250113_220238.jpg

IMG_20250113_220251.jpg

IMG_20250113_220314.jpg

IMG_20250113_220328.jpg

 last month 

দেশি মুরগি মাংস রেসিপি দেখেই তো মনে হচ্ছে ভারি মজাদার হয়েছে। এভাবে ঝালখাল করে দেশি মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ মজা লাগে।আপনি তো বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে মাংস রান্না করেছেন। মাংসের দুর্দান্ত কালার এসেছে। দেখেই তো খেতে ইচ্ছে করছে। লোভনীয় মজাদার মাংসের রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last month 

জি আপু, দেশি মুরগির মাংস একটু ঝাল করে রান্না করলে খেতে খুব ভালো লাগে।

 last month 

দেশি মুরগির মাংস খেতে অসাধারণ সুস্বাদু লাগে। দেশি মুরগির মাংস রেসিপি তৈরির বর্ণনা গুলো দারুন ভাবে উপস্থাপন করেছেন আপনি। আপনার এই রেসিপি তৈরিতে দেশি মুরগির মাংস গুলো ভালোভাবে কষিয়ে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।

 last month 

রেসিপি পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আপনার আজকের রেসিপির কালার দেখেই তো জিভে জল চলে এলো। এটা ঠিক বলেছেন, ফার্মের মুরগির মাংসের চেয়ে দেশি মুরগির মাংসের স্বাদ অনেক বেশি। আপনার রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে। খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। গরম ভাতের সাথে খেতে বেশ দারুন লাগবে। মজার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last month 

জি আপু, দেশি মুরগির মাংসের স্বাদ অনেক বেশি। ধন্যবাদ আপনাকে আপু।

 last month 

দেশি মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে রেসিপি তৈরি করার পদ্ধতি তুলে ধরেছেন দেখেই তো লোভ লেগে গেল। কালার টা দারুন এসেছে ভাইয়া। অনেক লোভনীয় লাগছে খাবারটি।

 last month 

অনেক অনেক ধন্যবাদ আপু, সুন্দর মন্তব্য করার জন্য।

 last month 

দেশি মুরগির মাংস খেতে ভীষণ সুস্বাদু। আপনি আজ দেশি মুরগির মাংস ভুনা করে রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি খুবই মজার হয়েছিল খেতে আশাকরি।রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরেছেন এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

দেশি মুরগির মাংস রেসিপিটি খুবই মজার হয়েছে । আপনাকে ধন্যবাদ জানাই আপু।

 last month 

ওয়াও খুবই মজাদার এবং সুস্বাদু দেশি মুরগির মাংস রেসিপি শেয়ার করেছেন। আসলে দেশি মুরগির মাংস আমার খুব প্রিয়।দেশি সব কিছুই আমার প্রিয়। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয়। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে।

 last month 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last month 

দেশি মুরগির মাংস মানেই লোভ সামলানো কঠিন একটি রেসিপি। আজকে আপনি সেই মাংসের অসাধারণ রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আশা করি খুবই সুস্বাদু ছিল আপনার রেসিপি।

 last month 

জি ভাই, দেশি মুরগির মাংস মানেই লোভ সামলানো কঠিন। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।