বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য / শেষ পর্ব ।

in আমার বাংলা ব্লগ2 months ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000060790.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20241023140926.jpg

IMG20250116131027.jpg

আমি কয়েকদিন আগে আপনাদের মাঝে বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্যের দ্বিতীয় পর্ব উপস্থাপন করেছি। আজ শেষ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। সবুজের মাঝে বৈচিত্রময় নানা রকমের পাতা দেখলে অন্যরকম অনুভূতি মনের মধ্যে জাগ্রত হয়। সাধারণত পাতা সবুজ হয়ে থাকে। আমরা প্রতিনিয়ত অনেক রকম উদ্ভিদ দেখে থাকি এবং উদ্ভিদের বিভিন্ন রকম পাতার সৌন্দর্য উপভোগ করে থাকি। কিছু কিছু পাতার গঠন বৈশিষ্ট্য খুবই অন্যরকম হয়ে থাকে। এবং পাতা সবুজ না হয়ে বিভিন্ন রঙের হয়ে থাকে। ভিন্ন রকমের পাতার গঠন বৈশিষ্ট্য এবং বৈচিত্র্যময় রঙ্গিন হলে তাহলে পাতা দেখতে খুবই সুন্দর লাগে।

IMG20241023143409.jpg

IMG20241023140919.jpg

সবুজের মাঝে বিভিন্ন রকম বৈচিত্রময় রঙিন পাতার সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। গ্রাম বাংলার যেদিকে তাকাই সবুজ আর সবুজ দেখতে পায়। প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম উৎস হলো সবুজ আর সবুজ মানে গাছের পাতা। এই পৃথিবীতে কত রকমের উদ্ভিদ রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আমরা কত রকমের উদ্ভিদ এবং পাতা দেখে থাকি। কিছু পাতা দেখতে খুবই সুন্দর লাগে। বিশেষ করে পাতার গঠন বৈশিষ্ট্য এবং রঙের কারণে পাতা গুলো দেখতে বেশ অসাধারণ মনে হয়। নানা রকম পাতার সৌন্দর্য মানুষকে বেশ বিমোহিত করে থাকে। পাতার মুগ্ধকর সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগে।

IMG20250115125519.jpg

IMG20241023140836.jpg

আসলে গাছের প্রতি মানুষের অন্যরকম ভালবাসা কাজ করে । তাইতো মানুষ স্বপ্ন দেখে বৈচিত্র্যময় গাছের বাগান করার জন্য। নানা রকম গাছ রোপন করে ফুল এবং পাতার সৌন্দর্য উপভোগ করার জন্য। বৃক্ষ প্রেমিকদের কাছে গাছ দেখলেই হৃদয়ের মাঝে প্রশান্তি চলে আসে। গাছে যখন পাতা বের হয় তখন বেশ আনন্দ অনুভব হয় হৃদয়ে। আমার কাছেও বিভিন্ন রকম বৃক্ষ দেখলে খুব ভালো লাগে। আমি চেষ্টা করি গাছের কাছাকাছি থাকার জন্য। গাছের যত্ন করার জন্য। গাছে যখন নতুন পাতা বের হয় বা, বৈচিত্র্যময় পাতার সৌন্দর্য উপভোগ করি তখন খুবই ভালো লাগে।

IMG20240905094340.jpg

IMG20250115130228.jpg

আমি আপনাদের মাঝে আজকের পর্ব সহ তিনটি পর্ব উপস্থাপন করেছি। প্রত্যেকটি পর্ব চেষ্টা করেছি বিভিন্ন রকম পাতার সৌন্দর্য উপস্থাপন করার জন্য। নিশ্চয় বৈচিত্র্যময় পাতার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের খুবই ভালো লাগছে। এই পাতার ফটোগ্রাফি গুলা আমি অনেকদিন পর্যন্ত সংগ্রহ করেছি। গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে পাতার এই ফটোগ্রাফি গুলো করেছি। বিভিন্ন রকম পাতার ফটোগ্রাফি করতে পেরে খুব ভালো লাগছে। আমি চেষ্টা করছি আরো বিভিন্ন রকম পাতার ফটোগ্রাফি সংগ্রহ করার জন্য। ফটোগ্রাফি করার সুবাদে বিভিন্ন রকম পাতার সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করতে পারলাম।

IMG20250116124703.jpg

IMG20241016100947.jpg

আসলে পাতা কত রকমের হয় তা না দেখলে বিশ্বাস করা যায় না। কত রকম আকৃতির হয়ে থাকে কত রঙ্গের হয়ে থাকে সত্যি তা খুবই অসাধারণ একটা বিষয়। ফুল যখন ফুটে না তখন আমরা পাতার সৌন্দর্য বেশি উপভোগ করে থাকি। রঙ্গিন পাতা গুলো দেখলে চোখ ফেরানো যায় না। পাতার সৌন্দর্যে আমরা হারিয়ে যায় । বিশেষ করে যখন পাতার উপর বৃষ্টির ফোঁটা বা, শিশির বিন্দু জমা হয় তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। গ্রাম অঞ্চলের হাঁটতে বের হলে পাতার সৌন্দর্য বেশ চমৎকার ভাবে উপভোগ করা যায়। বৈচিত্র্যময় পাতার ফটোগ্রাফি গুলো আজ আপনাদের মাঝে শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।

IMG20250115130556 (1).jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 months ago 

বাহারি রঙের পাতার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আমি। কারণ আপনি প্রতিটা ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। এরকম পাতাগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে দেখতে। আপনি খুব ভালোভাবে প্রত্যেকটা পাতার যেটা ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হচ্ছে।

 2 months ago 

সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাইয়া।

 2 months ago 

বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য উপভোগ করার মতো ছিল ভাই। আপনার ফটোগ্ৰাফি গুলো না দেখলে বুঝতাম এ না যে বাহারি রঙের পাতা এতো সুন্দর হয়। আপনি অনেক সুন্দর সুন্দর কয়েকটি বাহারি পাতার ফটোগ্রাফি করেছেন এবং তাঁর পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন।সব মিলিয়ে দারুন হয়েছে ভাই।

 2 months ago 

বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য উপভোগ করেছেন শুনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

বৈচিত্রময় বাহারি রঙের পাতা সৌন্দর্য দেখতে ভীষণ ভালো লাগে। আজকে আপনি যেসব ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এতগুলো পাতাবাহারের ফটোগ্রাফি একসাথে কখনো দেখা হয়নি। আপনার পোস্ট থেকে এগুলো দেখতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রতিটি ফটোগ্রাফি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

ফটোগ্রাফি গুলো দেখে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 months ago 

এর আগেও আমি আপনার একটি পর্বে বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য পোস্টটি দেখেছিলাম। আজো আপনার এ পড়বের শেষ পর্বটিও দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি বাহারি রঙের পাতার সৌন্দর্য গুলো আপনার চমৎকার ফটোগ্রাফি মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। যার প্রত্যেকটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে আপু, সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 months ago 

IMG_20250118_115039.jpg

IMG_20250118_115051.jpg

IMG_20250118_115106.jpg

 2 months ago 

বিভিন্ন কালারের পাতার সৌন্দর্য দেখে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। আপনি প্রতিটা পাতার ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে করেছেন। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। সব সময় আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন। এত সুন্দর সুন্দর পাতার ফটোগ্রাফি শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 2 months ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মতামত শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য।

 2 months ago 

আপনি তো দেখছি আজকে রংবেরঙের পাতার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে প্রকৃতির প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আপনার আজকের প্রত্যেকটা ফটোগ্রাফি সুন্দর হয়েছে। আমার কাছে লাল পাতার ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে। মনোমুগ্ধকর এই ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

জি আপু, প্রকৃতির প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। ধন্যবাদ আপনাকে আপু।

 2 months ago 

আসলেই ভাই গাছের পাতার ক্ষেত্রে যখন নতুন পাতা গজায় তখন সেই গাছের আলাদা একটা সৌন্দর্য দেখা যায়। প্রথম ফটোগ্রাফিতে পাতার উপরে ছোট ছোট পানি জমে থাকার কারণে দৃশ্যটা আরো বেশি ভালো লেগেছে।

 2 months ago 

এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ভাই।

 2 months ago 

বাহারি পাতাগুলো এক ফ্রেমে দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত রকমের বাহাড়ি পাতা একসাথে দেখা যায় না। এক একটি পাতা একেক রকম সুন্দর। মাঝে মাঝে এ ধরনের পাতাগুলো বিভিন্ন জায়গায় দেখা যায়। জায়গা সৌন্দর্য বৃদ্ধি করতে সচরাচর এ ধরনের গাছ গুলো রোপন করা হয়। সুন্দর পাতাগুলোর ফটোগ্রাফি এত সুন্দর করে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 months ago 

ধন্যবাদ আপু এতো দারুন অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য।

 2 months ago 

অনেক ভালো লাগলো এত সুন্দর বাহারি রংয়ের পাতাগুলো দেখে। এখানকার পাতাগুলো বেশ আমার কাছে পরিচিত কিন্তু নাম আমার সব জানা নেই। সুন্দর একটি ইউনিক পোস্ট উপস্থাপন করতে দেখে খুশি হলাম।

 2 months ago 

বাহারি রংয়ের পাতা গুলো দেখে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।