বৈচিত্র্যময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগ5 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্র্যময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000053600.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20240630114615.jpg

ফুলের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যায় না। সবাই কমবেশি ফুলকে ভালোবাসে। তাইতো মানুষ খুব শখ করে বাসা বাড়িতে ফুল চাষ করে থাকে। সাধারণত বাসার বারান্দায় এবং ছাদে, ফুল বাগিচায়, রাস্তার পাশে ফুল চাষ করে থাকে। ফুল মানুষের জীবনে বিশেষ ভাবে জড়িত। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক ফুল মানুষকে আনন্দ দিয়ে থাকে। ফুলের সৌরভ মানুষের মনকে প্রশান্তি দেয়। ফুল এর সৌন্দর্যের জন্য জনপ্রিয়। ফুল থেকে উদ্ভিদের ফল হয়। এই পৃথিবীতে কত প্রকার ফুল রয়েছে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে কিছু কিছু ফুলের সৌন্দর্য এতোটাই বেশি যে হৃদয় ছুঁয়ে যায়।

IMG20240630114611.jpg

IMG20240630114543.jpg

যা একবার দেখলে বারবার দেখতে খুব ইচ্ছে করে। ফুল উদ্ভিদের সবচেয়ে দৃষ্টিনন্দন অংশ। সমস্ত সপুষ্পক উদ্ভিদের ফুল ফোটে। ফুল উদ্ভিদের বংশ বিস্তারে সাহায্য করে থাকে। ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে । এই ফুলের মধু আমরা বেশ মজা করে খেয়ে থাকি। ফুল হচ্ছে মানুষের মনের ভাব এবং ভালোবাসা আদান-প্রদানের মাধ্যম। একে অন্যজনকে ফুল দেওয়ার মাধ্যমে মনের আবেগ অনুভূতি ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান আদান প্রদান করে থাকে। ফুলের গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। এক এক ফুলের গঠন বৈশিষ্ট্য এক এক রকম হয়ে থাকে। যার কারণে বৈচিত্র্যময় পাপড়ির ফুল গুলো দেখত বিভিন্ন রকম লাগে।

IMG20240630114444.jpg

IMG20240630114039.jpg

ফুলের পাপড়ির ভিন্নতার কারণে ফুল দেখতে খুবই সুন্দর লাগে। একটি ফুলের সাধারণত দুটি অংশে থাকে। আজ আমি আপনাদের মাঝে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করেছি। বৈচিত্র্যময় বাগান বিলাস ফুল গুলো দেখে নিশ্চয় আপনাদের বেশ ভালো লাগবে। বাগান বিলাস ফুল আমাদের সকলের খুব পরিচিত ফুল। আমাদের দেশে সর্বত্র বাগান বিলাস ফুল দেখতে পাওয়া যায়। বাগান বিলাস ফুল দেখতে খুবই সুন্দর। ফুলের নান্দনিক সৌন্দর্য সবাইকে বেশ মুগ্ধ করে ফুলের পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ। বাগান বিলাস লতা, গুল্মজাতীয় ফুল। বাগান বিলাস ফুলের অনেক প্রজাতি রয়েছে।

IMG20240630114145.jpg

IMG20240630114449.jpg

বাগানের শোভা বর্ধনের জন্য বাগান বিলাস ফুল সবার নিকট ব্যাপক জনপ্রিয়। বাগান বিলাস ফুলকে গেইট ফুল বলা হয়ে থাকে। বাগান বিলাস ফুল সাধারণত বাসা বাড়ির গেটের পাশে লাগানো হয়ে থাকে। বাগান বিলাস লতানো গাছ তা গেটের সাথে মিশিয়ে যেতে পারে। তাছাড়া ঘরের বারান্দার পাশে লাগানো হয়। বাসা বা, বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধির জন্য বাগান বিলাস ফুল সবার নিকট খুবই প্রশংসনীয়। বাগান বিলাস ফুল বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। বিভিন্ন রঙের বাগান বিলাস ফুল হয়ে থাকে। সাধারণত বাগান বিলাস ফুল লাল, কমলা, হলুদ, সাদা, গোলাপি রঙের দেখতে পাওয়া যায়। আমাদের দেশের সর্বত্র সাদা এবং গোলাপি রঙের বাগান বিলাস ফুল দেখা যায়।

IMG20240816101734.jpg

IMG20240630114346.jpg

এই ফুল গুলো পাপড়ির গঠন বৈশিষ্ট্য খুবই দারুণ ‌। বাগান বিলাস ফুল গুলোকে অনেকে কাগজ ফুল বলে থাকে। বাগান বিলাস ফুলের পাপড়ি গাছের পাতার মতোন হয়। ফুলের পাপড়ি পাতলা কাগজের মতো মনে হয় তাই একে অনেকে কাগজ ফুল বলে থাকে। বাগান বিলাসে উজ্জ্বল রঙের কাগজের ন্যায় পাতা রয়েছে। যা দেখতে খুবই সুন্দর লাগে। তিনটি পত্র-মঞ্জরীর মাঝখানে ফুটন্ত ফুল গুলো দেখতে খুবই সুন্দর। বাগান বিলাস ফুল সাধারণত সারা বছর ফুটে থাকে। এই ফুল গুলো সৌন্দর্যতা সবাইকে বেশ মুগ্ধ করে।

IMG20240630114408.jpg

IMG20240630114426.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 5 days ago 

বাহ্ ভাই ফুলের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফুল ভালোবাসে না এমন মানুষ হয়তো পৃথিবীতে কেউ নেই। প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 5 days ago 

IMG_20241124_225814.jpg

IMG_20241124_225825.jpg

IMG_20241124_225836.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 days ago 

বাগান বিলাস ফুল আমি অনেক অনেক পছন্দ করি। এ ফুলগুলো দেখতে যেমন চমৎকার তেমনি মনমুগ্ধকর। আমাদের গ্রামে একটি পার্ক রয়েছে। সেখানে এমন সুন্দর সুন্দর বিভিন্ন রকমের বাগান বিলাস ফুল দেখেছিলাম। আপনার ফুল গুলো দেখে মনে হলো যেন সে বাগান থেকে ধারণ করা। খুব ভালো লাগলো ফুল গুলো দেখে।

 5 days ago 

ফুলের ফটোগুলি কি অসাধারণ তুলেছেন ভাই। কত নাম না জানা ফুলের ছবি আপনার পোস্টে এসে দেখতে পেলাম। আর সেগুলি সবকটি ভীষণ সুন্দর। একেকটির মধ্যে এক এক রকম স্বতন্ত্র শোভা। আপনার এই পোস্টটি অ্যালবাম হিসেবে দারুণ সুন্দর হয়েছে। প্রত্যেকটি ফুলের ছবি একেবারে মন ভালো করে দিল। অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি পোষ্ট শেয়ার করবার জন্য।

 5 days ago 

বিভিন্ন ধরনের বাগান বিলাস ফুল একসাথে এতগুলো কখনো দেখিনি। বাগান বিলাস ফুলগুলো একসাথে যখন ফুটে থাকে দেখতে অপূর্ব সুন্দর লাগে। আমাদের ক্যাম্পাসের গেটের উপর দিয়ে গোলাপি রঙের সুন্দর বাগান বিলাস ফুলের গাছ আছে। ফুলগুলো গেটের উপর হাওয়ায় কলেজের অর্ধেক সৌন্দর্য বাগান বিলাস ফুলই ধারণ করে আছে। আপনার ফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বেশ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। সুন্দর এবং সাবলীল ভাষায় বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলো তুলে ধরার জন্য ধন্যবাদ।

 5 days ago 

খুব ভালো লাগলো ভাই আপনার এত সুন্দর সব বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। এই ফুল আমার কাছে অনেক ভালো লাগে। অন্যান্য ফুলের তুলনায় অনেক অনেক পাতলা এবং সুন্দর ফুল এগুলো। চমৎকার হে ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 5 days ago 

বাগান বিলাস ফুলটি বরাবরই আমার ভীষণ ভালো লাগে।
বিশেষ করে এর বৈচিত্র্য অনেক। বাড়ির আঙিনা থেকে শুরু করে দেয়ালের উপর সব জায়গায় এটা সুন্দর দেখায়।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার কিছু ছবি সহ অনুভূতি গুছিয়ে উপস্থাপন করার জন্য।

 5 days ago 

আমরা একে বোগেনভেলিয়া বা কাগজ ফুল বলি। হালকা গোলাপি রংটা খুব একটা দেখি না তবে আমার বাগানে ডিপ গোলাপি রংটা রয়েছে। সাদা তো রাস্তাঘাটে প্রচুর ফোটে সাথে হলুদ দেখেছি। এই ফুলটা একবার ফুটলে অনেকদিন থাকে তাই কি অসাধারণ লাগে দেখতে। আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে।