বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য / দ্বিতীয় পর্ব ।

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000059452.jpg
লোকেশন
Device :- realme C55

IMG20241215070613.jpg

আমি কয়েকদিন আগে আপনাদের মাঝে বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্যের প্রথম পর্ব উপস্থাপন করেছি। আজ দ্বিতীয় পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। উদ্ভিদের প্রধান সৌন্দর্য ফুল হলেও পাতার সৌন্দর্য খুবই অসাধারণ থাকে। কিছু কিছু উদ্ভিদের ফুল সারা বছর ফোটে না তখন আমরা উদ্ভিদের পাতার সৌন্দর্য উপভোগ করি। উদ্ভিদের ফুলের যেমন ভিন্নতা রয়েছে আকার আকৃতি, গঠন বৈশিষ্ট্য এবং রঙের। ঠিক তেমনি পাতার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন রকম আকার আকৃতি এবং নানা রঙের জন্য পাতা গুলো দেখতে খুবই সুন্দর লাগে।

IMG20241023140831.jpg

IMG20241215071100.jpg

সাধারণত উদ্ভিদের পাতা সবুজ রঙের হয়ে থাকে। তবে কিছু কিছু উদ্ভিদের পাতা লাল, খয়েরী, হালকা হলুদ রঙের হয়ে থাকে। সবুজের মাঝে এমন বৈচিত্রময় পাতা গুলো দেখতে খুবই সুন্দর লাগে। ফুলের সৌন্দর্য মানুষকে যেমন মুগ্ধ করে ঠিক তেমনি নানা রকম পাতার সৌন্দর্য মানুষকে বেশ মুগ্ধ করে । গাছ এর পাতা সৌন্দর্য ফুল এর থেকেও কোন অংশে কম নয়। উদ্ভিদের পাতার সৌন্দর্যের কোন কমতি নেই । গাছে যখন ফুল ফোটে না তখন আমি গাছের পাতার সৌন্দর্য উপভোগ করে থাকি। পাতার মনোমুগ্ধকর এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব দারুণ হয়ে থাকে।

IMG20240925124615.jpg

IMG20240925121433.jpg

সবুজের মাঝে যখন বিভিন্ন রকমের রঙিন পাতা দেখতে পাই তখন বেশ চমৎকার ভাবে রঙিন পাতার সৌন্দর্য অবলোকন করে থাকি। গাছের রঙিন পাতার সৌন্দর্য উপভোগ করার অনুভূতির সত্যি বেশ দারুন হয়ে থাকে। প্রকৃতি প্রেমীদের পাতার সৌন্দর্য হৃদয় ছুঁয়ে যায়। প্রাকৃতিক সৌন্দর্য মানে সবুজের প্রতীক যেখানে নিমেশেই জুড়িয়ে যায় চোখ। অনতি বিলম্বে ভরে ওঠে মন সবুজের সৌন্দর্যে। বৃষ্টির ফোঁটায় ভেজা পাতায় প্রকৃতির সাজে নতুন রূপে প্রাকৃতিক সৌন্দর্যে মন ভরে যায় অনাবিল আনন্দে।

IMG20240925123229.jpg

IMG20240925124551.jpg

গ্ৰাম অঞ্চলে আমরা যে দিকে তাকায় সেদিকে সবুজ আর সবুজ দেখতে পাই। সবুজ হচ্ছে আমাদের সবুজই প্রাণের স্পন্দন সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ। সবুজের ছায়া আর সবুজের ঘ্রাণ নিতে নিতে হেটে যায় দূর থেকে দূরান্ত হৃদয়ের প্রশান্তি নিয়ে। নির্জন সবুজের অরণ্যর মাঝে আমাদের মন হারিয়ে যায়। কৃষকের বাহারি রঙের সবুজ শাকসবজি দেখতে খুবই ভালো লাগে। সবুজ ছাড়া আমাদের সবকিছু ধূধূ শুন্য মরুভূমিতে পরিণত হয়। গাছপালা। সবুজের সমারোহ ছায়া সুনিবিড় পরিবেশ আমরা চমৎকারভাবে উপভোগ করে থাকি।

IMG20240925124546.jpg

IMG20241215064256.jpg

আমি গ্রাম অঞ্চলের বিভিন্ন আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে হেঁটে সবুজ এবং বিভিন্ন বাহারি রঙের পাতাগুলো ফটোগ্রাফি করেছি। বিভিন্ন রকমের পাতা গুলোর ফটোগ্রাফি করতে পেরে খুব ভালো লাগলো। আজ আর নয় আগামী পর্বে আপনাদের মাঝে আরো বৈচিত্র্যময় কিছু পাতার ফটোগ্রাফি উপস্থাপন করবো।

IMG20241215074154.jpg


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 7 days ago 

IMG_20250110_195445.jpg

IMG_20250110_195425.jpg

IMG_20250110_195505.jpg

IMG_20250110_195518.jpg

IMG_20250110_195531.jpg

 7 days ago 

ভাইয়া আজ আপনার বৈচিত্রময় বাহারি রংয়ের পাতার সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা পাতা আপনি এত সুন্দর করে ধারণ করেছেন। যা দেখে মনে হচ্ছে সবগুলো আর্ট গ্যালারি থেকে এক একটা পাতার সৌন্দর্য এক এক রকম ভাবে ফুটে উঠেছে।

 5 days ago 

সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 7 days ago 

বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্যের ফটোগ্ৰাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর আপনি এতো সুন্দর করে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন তা আপনার ফটোগ্ৰাফির মাঝেই স্পষ্ট। ধন্যবাদ

 5 days ago 

বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্য দেখে আপনার ভালো লেগে জেনে খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 7 days ago 

পাতাবাহারি অপরূপ সুন্দর ফটোগ্রাফি গুলো করেছেন। এই পাতাবাহারি গাছের দৃশ্য গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সাথে বর্ণনা করেছেন অনেক ভালো।

 5 days ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, মন্তব্য করে পাশে থাকার জন্য।

 7 days ago 

আসলেই আপনি অনেক সুন্দর বৈশিষ্ট্যময় পাতার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ।যেগুলো দেখতে আসলেই অনেক চমৎকার লাগছে। আপনার পোস্ট না দেখলে হয়তো এত পাতার সাথে পরিচিত হওয়া যেত না ধন্যবাদ।

 5 days ago 

আপনাকে ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 7 days ago 

বৈচিত্রময় বাহারি রঙের পাতার সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 5 days ago 

সুন্দর অনুভূতি শেয়ার করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 7 days ago 

বৈচিত্রময় বাহারি পাতার খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন। সবগুলো পাতার ভিন্নরকম ছবি দেখতে বেশ ভালো লাগলো। বিশেষ করে শিশির ভেজা পাতাগুলো একটু বেশি ভালো লাগলো। আপনি কিন্তু খুব সুন্দর ছবি তুলতে পারেন। যাইহোক বর্ণনাও খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করলেন দেখে আরো ভালো লাগলো।

 5 days ago 

আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 7 days ago 

আমি মনে করি এটা কিন্তু ইউনিক পোস্ট ছিল। এত সুন্দর ভাবে আপনি প্রত্যেকটা পাতা মোবাইল ফোনে ক্যাপচার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন। পাতারে সৌন্দর্য দেখেই যেন আমি মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে কত ধারণ করে শেয়ার করার জন্য।

 5 days ago 

আপনাকেও ধন্যবাদ ভাই পাতার সৌন্দর্য দেখে সুন্দর মতামত শেয়ার করার জন্য ।

 7 days ago 

সত্যি ভাইয়া আপনার বৈচিত্র্যময় পাতার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া পাতাগুলো দেখতে অসাধারণ ছিল। প্রতিটি পাতার ফটোগ্রাফি সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু পাতার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 6 days ago 

সবুজ প্রকৃতি বরাবরই আমার কাছে প্রিয়।বিভিন্ন পাতার বর্ননা ও ফটোগ্রাফি নিয়ে সুন্দর একটি পোষ্ট তৈরি করেছেন।আসলেই ফুল না ফুটলেও পাতার মধ্যে অনেক সৌন্দর্য্য খুঁজে পাওয়া যায়, শিশির ভেজা পাতা দেখেও ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

 5 days ago 

ফুল না ফুটলেও পাতার মধ্যে অনেক সৌন্দর্য্য খুঁজে পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে আপু।