ঠিক বলেছেন ভাইয়া যারা বেশ খেতে পারে তাদের জন্য বুফ একদম পারফেক্ট। এজন্য প্রথম দু একটা পদ বেশি খেতে নেই, বরং সবকিছু জাস্ট একবার টেস্ট করে দেখলেই আর আপনার পেটটা ফুলে উঠত না খাদ্য প্রেমে ভাইয়া। আমাকে নিয়ে যেতেন 😳।
ঠিক বলেছেন ভাইয়া যারা বেশ খেতে পারে তাদের জন্য বুফ একদম পারফেক্ট। এজন্য প্রথম দু একটা পদ বেশি খেতে নেই, বরং সবকিছু জাস্ট একবার টেস্ট করে দেখলেই আর আপনার পেটটা ফুলে উঠত না খাদ্য প্রেমে ভাইয়া। আমাকে নিয়ে যেতেন 😳।
ওরে আপু, আপনি গেলে আপনারও একই হাল হতো গো। এত খাবার এক সাথে দেখলে চোখের দেখাতেই যেন পেট ভরে যায় আরো বেশি। হিহিহিহি। অনেক ধন্যবাদ আপু।