You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯০
ভালোবাসার বোঝা নিয়ে
হেঁটেছি কতদূর,
পথের শেষে দেখলাম আমি
সব ছিল কেবলি সুর।
নিঃস্ব আমি দাঁড়িয়ে আছি
হারিয়ে আমার মন,
ভালোবাসা যে খেলনা শুধু,
ছিল না তাতে জীবন।