You are viewing a single comment's thread from:
RE: আমার স্বরচিত অনুভূতির কবিতা -- ❤️ " না বলা কথা "
আপনার কবিতাটি খুবই আবেগপ্রবণ এবং হৃদয়গ্রাহী।আপনার কবিতায় ব্যবহৃত ভাষা খুবই সাবলীল এবং শব্দচয়ন যথাযথ। "না বলা কথা", "যন্ত্রনা", "নিদারুন কষ্ট" এর মতো শব্দগুলি কবিতার আবেগকে আরও গভীর করে তুলেছে।কবিতাটির ভাব ও আবেগ খুবই গভীর। "তোমার ভাবনাতে আছি বেঁচে" বা "মনের কথা ঢেউয়ের স্রোতে" এর মতো লাইনগুলি আমাদের হৃদয় স্পর্শ করে।
অনেক ধন্যবাদ ও অভিনন্দন আপনাকে।