প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমি আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিওগ্ৰাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত অনেকের ভিডিওগ্রাফি পোস্ট দেখে ভীষণ অনুপ্রাণিত হই । আমরা কমবেশি সবাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই বা কোনো সুন্দর কিছু চোখে পড়লে ফটোগ্রাফি করি সচরাচর। তবে আমাদের অনেক সময় ফটোগ্রাফির মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব হয় না। তাই মাঝে মধ্যে ভিডিওগ্রাফি করার প্রয়োজন হয়।খাদ্যদৃশ্য ধারণ এখন আর শুধুই একটি ট্রেন্ড নয়, বরং একটি শিল্প। আর যখন সেই শিল্পের বিষয়বস্তু হয় কাঁকড়া খাওয়া—তখন তা হয়ে ওঠে রোমাঞ্চকর, উপভোগ্য ও দৃষ্টিনন্দন। কাঁকড়া খাওয়ার মুহূর্তগুলো ভিডিওতে ধারণ করা কেবল স্বাদ ও খিদে উসকে দেয় না, বরং দর্শকদের মাঝে এক ধরণের অনুভূতি সৃষ্টি করে—যেখানে জিভে জল আসে, আবার কৌতূহলও জাগে।কাঁকড়া খাওয়ার সময়ের চর্বাচর্বির শব্দ অনেকেই খুব উপভোগ করে। এই ধরনের শব্দ শ্রোতার মনে একধরনের সান্ত্বনা তৈরি করে, বিশেষ করে যারা ASMR ভিডিও দেখে অভ্যস্ত।কাঁকড়া খাওয়ার ভিডিওগ্রাফি শুধুমাত্র খাদ্যচর্চা নয়—এটি একধরনের ভিজ্যুয়াল অভিজ্ঞতা, যেখানে স্বাদ, শব্দ ও দৃশ্য একসাথে মিলে যায়। একটু সৃজনশীলতা আর সঠিক কৌশল দিয়ে কাঁকড়া খাওয়ার সাধারণ মুহূর্তও রূপ নিতে পারে মনোমুগ্ধকর ভিডিওর মধ্যে। যদি আপনি একজন কনটেন্ট ক্রিয়েটর হন, তাহলে একবার চেষ্টা করে দেখুন—‘কাঁকড়া খাওয়ার ভিডিও’ আপনার পরবর্তী ভাইরাল কনটেন্ট হতে পারে। এতক্ষণ ধরে যে কাঁকড়া খাওয়ার ভিডিওগ্ৰাফির কথা বললাম তাহলে চলুন এবার ভিডিওগ্ৰাফিটি দেখে নেয়া যাক।
🔗"ভিডিও লিংক":🔗
আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম।আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার আজকের ব্লগটি । ভালো লাগলে অবশ্যই লাইক,কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন।আজ এই পর্যন্তই।আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে।
Device | Motorola g34 5g |
Camera | 52 MP |
County | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।
Vote@bangla.witness as witness

Set@rme as your proxy








X-promotion
Daily Task:👇
Comment Link:👇
https://x.com/Moto5g638776/status/1950587160979198356?t=cweupEIgV708pDn9WtPOmQ&s=19
কাঁকড়া খাওয়ার ভিডিওগ্ৰাফি দেখে অনেক ভালো লাগলো। যদিও খাওয়া হয়নি কখনো। তবে অনেকেই বলে খেতে অনেক ভালো লাগে। আপনার সুন্দর মুহূর্ত দেখে ভালো লাগলো।
আমি যখন কক্সবাজারে গিয়েছিলাম তখন এই কাকড়া খেয়েছিলাম৷ আজকে আপনার কাছ থেকে এটি খাওয়ার ভিডিওগ্রাফি দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনার কাছ থেকে এরকম একটি মুহূর্ত দেখে বেশ ভালোই লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷