You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: Rattlesnake

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমেই এত সুন্দর একটি হলিউড মুভি রিভিউ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুভি রিভিউতে দেখা যায় যে ক্যাটরিনা ও তার ছোট্ট মেয়ে যখন মরুভূমির মধ্যে চলে যায় তখন তাদের গাড়ির টায়ার নষ্ট হয়ে যায় ।একপর্যায়ে তার মেয়ে যখন খেলাধুলা করছিল তখন একটি সাপ এসে তাকে কামড় দেয় কিন্তু সেই সাপের কামড়ের দাগ দেখতে পাওয়া যায় না ।পরবর্তীতে যখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তাকে বলে এটা হয়তো তার হ্যালুসুলেশন কারণে হয়েছে। হ্যালুসুলেশন আছে এমন একটি বিষয় যা হচ্ছে বাস্তবে ঘটে না কিন্তু কল্পনায় বাস্তবের মতনই দেখায় চোখের সামনে যেন সবকিছু ভেসে উঠছে। কিন্তু ক্যাটরিনা যখন তার মেয়েকে হসপিটালে রেখে আবার সে জায়গায় যায় তখন সে অন্য রূপ এক অবস্থা দেখতে পাই। সেখানে সে সাপকে এতটা রাগান্বিত অবস্থায় দেখতে পায় কাউকে গিলে খাওয়ার মতো। এইটুকু পড়ে আমার যা মনে হলো হয়তো সাপ চায় না ওখানে কোন গাড়ি থামুক। কিন্তু আসলে সেখানে ভৌতিক কিছু ঘটছিল মুভিটি ভৌতিক আকারের একটি মুভি যে ড্রাইভারকে সেখানে দেখেছিল সে ড্রাইভারি বা তার সাথে যে লোক ছিল হাসপাতালে তার কাছে এসে উল্টো-পাল্টা বকছিল কিন্তু পরবর্তীতে সে লোকটি অদৃশ্য হয়ে যায়। রিভিউটি যতই পড়ছি ততই রহস্য দেখে যাচ্ছে ।এক পর্যায়ে দেখা যায় সেখানে এক মেয়ে ফটোগ্রাফি করছে একটা লোক একজনের উপর ঝাঁপিয়ে পড়ছে ক্যাটরিনা যখন সে লোকের উপর গুলি চালায় তখন লোকটি পাহাড়ের হারিয়ে যায়। যাই হোক মুভিটির শেষ দিকে এসে যখন দেখলাম মেয়েটিকে সুস্থ হয়েছে তখন খুবই ভালো লাগলো। দাদা আপনি খুব সুন্দর ভাবে মুভিররিভিউ গুলো করে থাকেন এতটাই নিখুঁত ভাবে কাহিনী সংলাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেন যে মুভি রিভিউ পড়লে মনে হবে চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। এত সুন্দর একটি রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।