RE: চিন্তার বেড়াজাল ||@shy-fox 10% beneficiary
ভাইয়া আপনি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন ।সত্যি আমরা আমাদের এমন ভাবে চিন্তা ভাবনা করা উচিত যাতে সেই চিন্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায় তবে চিন্তা তো অবশ্যই ইতিবাচক হতে হবে ।আমরা দেখি আমাদের পরিবারের বিশেষ করে অনেক পরিবারে দেখা যায় যে পরিবার প্রধান থাকে সে একাই সিদ্ধান্ত নেয় এবং সে সিদ্ধান্ত সবাইকে মানতে বাধ্য করে ।যার ফলে পরিবারের লোকজনদের মনে কষ্ট লাগে তারা শান্তি মত স্বাধীনভাবে কিছু করতে পারে না ।তবে যদি তাদের মতামতের উপর ভিত্তি করে সবাই মিলে একক সিদ্ধান্তে পৌঁছানো যেত তাহলে অবশ্যই পরিবার ও পরিবারের জন্য অবশ্যই ভালো হতো বা ভালো হবে। বা আমরা যদি কোন কিছু করার পরিকল্পনা করি সেই পরিকল্পনা ভিতরে ভুল থাকতে পারে কিন্তু যখন সবাই মিলে সেই পরিকল্পনার কথা আলোচনা করব আমার মাথায় যে ভুলটা আসতেছেনা অন্য কারো মাথা থেকে সেই ভুলটা ধরার ধরার মতো শক্তি থাকতে পারে সে ক্ষেত্রে আমি বলব আমাদের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে কম করে হলেও কাছের মানুষদের মতামত নেয়া উচিত। এটা ঠিক অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট বলে বাংলা একটা প্রবাদ আছে ।সবার সিদ্ধান্ত নিতে গেলে আসল চিন্তা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলব বিশেষ বিশেষ এবং ইতিবাচক লোকজনের সাথে মিলামিশা করে তাদের সাথে চিন্তাভাবনাগুলো শেয়ার করে সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হবে । বলে আমি মনে করি।
ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।