আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমি আছো হৃদয়ের বিমল সীমানায়
সময়ে-অসময়ে হৃদয়ে চঞ্চলতা ছড়াও,
তুমি আছো হৃদয়ের স্বপ্নিল ভাবনায়
দিনে-রাতে হৃদয়ে পরমানন্দ বাড়াও।
লেখকঃ
লেখিকার অনুভূতি:
হৃদয়ের ভাবনার গভীরতায় থাকে তার সকল কল্পনা-হৃদয়ের চঞ্চলতায় থাকে তার ভালোবাসার সকল কল্পনা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
নির্মল বাতাস যেন তোমার কথা বলে,
রয়েছো তুমি যেন আমারই আশেপাশে,
স্নিগ্ধতার মায়ায় হারিয়ে যাই বহুবার,
ওগো নেবে কি আমায় আপন করে আবার?
0.00 SBD,
3.24 STEEM,
3.24 SP
তুমি আছো হৃদয়ের স্নিগ্ধতায়
কালের বহমানতায় হৃদয়ে ছড়াও শীতলতা,
তুমি আছো হৃদয়ের উষ্ণ স্পন্দনতায়
ভূমধ্যসাগরের মতো ঢেউ খেলানো ভালোবাসার প্রগাঢ়তা।
0.00 SBD,
3.23 STEEM,
3.23 SP
অসাধারণ লিখেছেন আপু। হৃদয়ের শীতলতায় যখন ভালোবাসার উষ্ণতা লুকিয়ে থাকে তখন হৃদয়ে ঢেউ খেলা করে। দারুন লিখেছেন।
অনেক ধন্যবাদ আপু,উৎসাহ দেওয়ার জন্য।
তুমি আছো প্রিয় হৃদয়ের ভালবাসার সীমানায়
মনের উঠানে অনুভূতির প্রতি নিঃশ্বাসে ,
তুমি আছো মনের ভাবনায় রঙিন স্বপ্নের ঠিকানায়
আলো আঁধারের প্রতিটি ক্ষণের ভালোবাসার বিশ্বাসে।
0.00 SBD,
3.21 STEEM,
3.21 SP
প্রতিটি নিঃশ্বাসে ভালোবাসার অনুভূতি মিশে থাকে। আর ভাবনা গুলো রঙিন স্বপ্ন আঁকে। ভাইয়া আপনি দারুন কবিতা লিখেছেন। কবিতার লাইন r খুবই সুন্দর ছিল।
হৃদয়ের কল্পনায় আছো তুমি ভাবনায়
মনের চঞ্চলতায় হৃদয়ের গভীরতায়
মিশে আছো নিঃশ্বাসে বিশ্বাসে,
আমার এ মন মোহনায়,
স্বপ্নের তুলিতে স্বপ্ন আঁকি
তোমার ভালোবাসাগুলো হৃদয়ের,
কোঠায় জমিয়ে রাখি।
0.00 SBD,
3.20 STEEM,
3.20 SP
প্রিয় মানুষটি হৃদয়ের কল্পনায় সব সময় মিশে থাকে। আর ভালোবাসা হৃদয়ের গভীরতা তাকে অনুভব করা যায়। অনেক ভালো কবিতা লিখেন আপনি। দারুন হয়েছে আপু।
মৃদু মৃদু সুরে গোধুলি নেমে এলে
তুমি ধানক্ষেত খোঁজ
ডানা ঝাপটানো পাখি লুকিয়ে আছে যেখানে
জানালার মতো খাঁচাখানি খুলে দাও
আলো বাতাস পাখি,কখন যে বন্দী হয়;
খাজনা মেটানোর দিনে
পাখি উড়তে চাইলে দৃঢ়সংকল্পে ভালোবাসার সংজ্ঞা দাও
বলো, এখানেই সমস্ত আকাশ, সমস্ত বাজার
বেঁচে থাকার একমাত্র অঙ্গীকার...
0.00 SBD,
3.19 STEEM,
3.19 SP
অনুরাগে তুমি আছো বিরহেও চাই,
অনুতাপ সহ্যের বাহিরে যেন না যায়।
অনুনয়ে বিনয়ে থেকো আমার হয়ে,
অনুভূতি ছাড়িয়ে রেখো আপন করে।
রেখেছি তোমায় হৃদয়ের শীর্ষ চূড়ায়;
তবুও অস্থিরতা ছাড়াও এ মন মোহনায়!
রেখেছি যতনে আমার সব সোনালী চেতনায়,
উৎফুল্ল ছাড়াও আমাতে দিবা-রাত্রতায়।
অবিরত কল্পনায় ভাসি আমি তোমায় নিয়ে,
কোন উজ্জ্বল ঊষাতে আসবে তুমি সুখ স্নিগ্ধতা নিয়ে।
তুমি আছো হৃদয়ের বিশাল আঙ্গিনায়
হাত বাড়িয়ে বারে বারে ডাকছো আমায়,
মনের ভাবনায় তোমার আনাগোনা সারাক্ষণ
তোমার জন্যই বেঁচে আমার এই জীবন।।
তোমার চোখে রাতের তারা,
আলো দেয় গভীর আঁধারে।
তোমার হাসিতে ভাঙে ঢেউ,
মনের সমুদ্র তীরে এসে থামে।
তুমি হাওয়ার মতো নীরব,
তবু তুমিই প্রাণে জাগাও ঝড়।
তোমার স্পর্শে নদী থামে,
পাথরও পায় হৃদয়ের পর।
তুমি আছো জীবনের প্রতিটি মায়ায়,
তোমার ছোঁয়ায় সব ব্যথা উড়ে যায়।
তুমি আছো আলোর এক নতুন গল্পে,
যেখানে স্বপ্নেরা ডানা মেলে উড়ে।
তুমি আছো গানের সেই সুরের খেয়ায়,
যার সঙ্গতে মন হারায় নীল আকাশে।
তুমি আছো প্রভাতের মধুর হাসিতে,
যেন হৃদয় খোলে ভালোবাসার আশিসে।
ভালোবাসা এক অদ্ভুত মায়া। ভালোবাসার মায়ায় মিশে আছে জীবনের অনুভূতি গুলো। দারুন লিখেছেন ভাইয়া। অনেক ভালো লেগেছে কবিতার লাইনগুলো।