এবিবি ফান প্রশ্ন- ৩৯৮ | শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
হা হা হা 🤭 আগেই হেসে নিলাম। আপনাদের উত্তরে আরো হাসতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ শাড়ি এবং ব্লাউজ একে অপরের পরিপূরক, তারা একসাথে পূর্ণ পোশাক তৈরি করে। কিন্তু লুঙ্গি এমন একজন স্বতন্ত্রবাদী যে তার একাই সব সামলাতে পারে। তাই লুঙ্গির সাথে কিছু ফ্রি দেওয়া লাগে না—লুঙ্গি নিজের দক্ষতায় স্বাবলম্বী! 😄
শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি দেয় কারণ জানা বিষয় যে মেয়েরা শাড়ির সাথেই ব্লাউজ টা পরবে। কিন্তু লুঙ্গীর সাথে কিছু ফ্রী দেয়া হলে ছেলে রা লুঙ্গীই আর ব্যবহার করবে না, বরং ওই ফ্রী পাওয়া জিনিস পরেই আরামে ঘুরে বেড়াবে!! জেনে শুনে একটা ভালো মার্কেট, ফ্রী দিয়ে কেই বা নষ্ট করতে চায়, বলুন!!
মেয়েদের সব বিষয় অগ্রাধিকার তাই কোন কিছু ফ্রিতেও মেয়েদের অগ্রাধিকার।
তাছাড়া ভেবে দেখুন যখন দোকানে অনেক জিনিস কেনা হয় কোন ছেলে কিন্তু বলে না যে আমাকে একটা ফ্রি দিন। কিন্তু মেয়েরা বলে, এত টাকা জিনিস কিনেছি, হয় এত টাকা অফারের কিছু ফ্রি দিতে হবে। তোর শাড়ি ক্ষেত্রে আগে থেকেই ফ্রি দিয়ে রাখে যাতে তাদের বলতে না হয়। আবার একটা জিনিস দেখুন শাড়ির সাথে ব্লাউজ পিসটা ফ্রি দেওয়ার জন্য যে টেলার তার পেট চলে নইলে রেডিমেড ব্লাউজ কিনে নিত সেক্ষেত্রে পাড়ার টেইলার কাকুর পেট চলত কিভাবে। আসলে মেয়েদের মনটা বড় তো তাই তারা সবার কথাই ভাবে হতে পারে এর থেকে নিয়ে ওর থেকে নিয়ে কিন্তু ভাবে।
লুঙ্গীর সাথে ফ্রি দেয় তো। একখানা প্লাস্টিক প্যাকেট আর একটা স্টিকার। এর বেশি আর একজন পুরুষ মানুষের কী লাগে? ওই প্লাস্টিক মাথায় দিয়ে স্টিকার বুকে লাগিয়ে লুঙ্গী পরে ভবঘুরের মত বেরিয়ে পড়লেই হল 🤣🤣
উত্তর একটাই। ব্যাটা মাইনষ্যের চাহিদা কম। এইজন্য লুঙ্গির লগে কিছু লাগেনা। ভাবেন একবার, শাড়ির লগে ব্লাউজ পিস দিলো না, তাইলে কি ঐ শাড়ি বিক্রি হপে? কস্মিনকালেও না। এইডার মানে অইল, ব্যাটা মাইনষ্যের চাহিদা কম।
শাড়ির সঙ্গে ব্লাউজ ম্যাচিং করে পড়তে হয়, তাছাড়া মেয়েরা বোকা তাই দোকানদার বেশি বিক্রি করার উদ্দেশ্যে ব্লাউজ ফ্রি দেয়।কিন্তু পুরুষ মানুষরা যেহেতু সংসার চালায় আর এত সহজে বোকা বুনে যায় না এইজন্য দোকানদারও লুঙ্গির সঙ্গে ফ্রি দিয়ে ব্যর্থ চেষ্টা করে না।☺️☺️
যদি মহিলারা শাড়ি কিনে, তাহলে শাড়ির সাথে ব্লাউজ পেটিকোট এগুলো ম্যাচিং করে পরবর্তীতে আবার কেনা লাগে। তাদের কষ্ট কিছুটা বাঁচানোর জন্য শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রিতে দিয়ে দেয়। এতে দোকানদার ও খুশি আর মহিলারাও খুশি😂😂। ম্যাচিং ব্লাউজ পিস এর কাপড় আর তাহলে দোকানদারেরও কষ্ট করে দেওয়া লাগে না এমনকি মহিলাদের ও কেনা লাগে না😆😀।
আগে লুঙ্গির ভিতরে পেপার থাকতো,কারণ বাসায় এসে লুঙ্গি পরিধান করে যাতে আরামে পেপার পড়তে পারে😂😂। মূলত লুঙ্গির সাথে তখন পেপার ফ্রি দেওয়া হতো। আর এখন তো আধুনিক যুগ,তাই মোবাইল বা কম্পিউটারে সবাই অনলাইন নিউজ পড়ে। তাই ফ্রি তে পেপার দেওয়া বন্ধ হয়ে গিয়েছে 🤣🤣। তবে কিছুদিন পরে লুঙ্গির সাথে অন্য কিছু ফ্রি দিতে পারে।
শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কেন ?
মহিলা মানুষের চাহিদা অনেক বেশি। যার কারণে শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি দেওয়া হয়। এতে করে মহিলা মানুষ ব্লাউজ পিস ফ্রি পেয়ে খুব খুশি হয়ে শাড়ি কিনতে আগ্রহী হয়ে ওঠে। লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না কারণ পুরুষ মানুষের চাহিদা কম। আর পুরুষ মানুষ ফ্রি তে কোন কিছু নেই না।
শাড়ির বিকল্প অনেক কিছু পড়া যায়। কিন্তু লুঙ্গির বিকল্প খুবই কম থাকে। ঘুমাতে গেলে পুরুষ মানুষের লুঙ্গি পড়তে হয়। তাই শাড়ির সাথে ব্লাউজ পিস ফ্রি, কিন্তু লুঙ্গির সাথে কিছু ফ্রি দেয় না। কাপড় ব্যবসায়ী বা, দোকানদারেরা জানে লুঙ্গির সাথে কোন কিছু ফ্রি না দিলেও লুঙ্গি বেচা হবে।
শাড়ির সাথে অবশ্যয় ব্লাউজের প্রয়োজন হয়। ছোট বেলায় দেখেছি শাড়ির সাথেই ব্লাউজের কাপড়টি ম্যাচিং করে লাগান থাকত। যেন শাড়ির সাথে ব্লাউজটি পরলে অনেক সুন্দর লাগে। নতুন করে বাজার থেকে কাপড় কিনে না বানাতে হয়। কিন্তু লুঙ্গি যেহেতু ছেলেরা পরে তাই ছেলেদের অতিরিক্ত কোন কিছু না পরলেও হয় তারপর ও নিজের টাকা খরচ করে একটি গেঞ্জি কিনে নিলে সব চাইতে ভাল হয়। কারন খালি গায়ে লুঙ্গি পরার চেয়ে সাথে একটি গেঞ্জি পরলে অনেক সুন্দর দেখাবে।