এবিবি ফান প্রশ্ন- ৫৭৩ || জীবন আপনাকে সুযোগ দিলে কোন পেশায় যেতে চাইবেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জীবন আপনাকে সুযোগ দিলে কোন পেশায় যেতে চাইবেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি বেছে নিতাম কৃষিকাজ! অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্য নিয়ে করা কৃষিকাজ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সত্যি বলতে আমি অন লাইন প্রফেশনের সাথে নিজেকে যুক্ত করে নিতাম। কারন জীবনে বেচেঁ থাকতে যেমন টাকার প্রয়োজন। ঠিক তেমনি করে একটু স্বস্থি আর স্বাধীনতার ও প্রয়োজন।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আমি শিক্ষক হতে চাইব। শেখানোর মধ্যে অসাধারণ এক অনূভুতি রয়েছে। যখন কোন শিক্ষার্থীকে সঠিক জ্ঞান দেওয়া যায় ওর থেকে আনন্দের মূহূর্ত পৃথিবীতে আর হয় না।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আমি পরিবেশ সংরক্ষণ কর্মী হিসেবে কাজ করতাম কারণ পরিবেশের ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
অবশ্যই, নিঃসন্দেহে উদ্যোক্তা হওয়ার পথটিকেই বেছে নিবো। কেননা উদ্যোক্তা হওয়ার মাধ্যমেই নিজের চাহিদা মিটিয়ে দেশের আরও বেকার মানুষদের কর্মঠ করে তোলা সম্ভব। তবেই তো আমাদের দেশ এগিয়ে যাবে। সেই সাথে মানবসেবাও করতে পারবো।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
জীবন আমাকে সুযোগ দিলে আমি পেশা হিসেবে শিক্ষকতাকে বেছে নিতাম,তারপর ছোট ছোট বাচ্চাদের মজা করে পড়াতাম।কিন্তু বর্তমানের প্রেক্ষাপট দেখে সেটাই এখন আমার বিরক্তিতে স্থান দখল করেছে, এখন আমি চাই ছোট কোনো ব্যবসায়ী হতে।যেমন--মুদি দোকানদার।☺️☺️
জীবন আপনাকে সুযোগ দিলে কোন পেশায় যেতে চাইবেন?
আমিতো এমন পেশা বেছে নিতাম যেখানে কোনো কাজ করা লাগত না। সারাদিন খাওয়া-দাওয়া, ঘুম, ঘুরাঘুরি এগুলোই করতাম।
হি হি হি। তাহলে টাকার অভাবে কোন স্বপ্নই আর পূরণ হতো না।
আহা কি মজার কথা বললেন খাওয়া-দাওয়া ঘুম আর ঘুরাঘুরি শুধু করতেন। এটি হলো তো অনেক ভালো হতো।
আমি তো কোনো পরিশ্রম ছাড়া বসে বসে টাকা আয় করার মত পেশা খুঁজে বের করে ওই পেশায় যেতাম😄🤠।
পরিশ্রম ছাড়াই কোনো জিনিস পাওয়া মানেই সেই জিনিসের ভেজাল থাকে। তবে আপনার আইডিয়াটা কিন্তু মন্দ নয় ভাই😄।
আমি শিক্ষকতাকেই বেছে নিতাম। কারন এই পেশাতে বছরে ৩৬৫ দিনের মধ্যে বিভিন্ন কারনে ২০০ দিনই প্রতিষ্ঠান বন্ধ থাকে।😁😄
এটা তো ভেবে দেখি নি।
জীবনে আমাকে সুযোগ দিলে আমি ডাক্তারি পেশা বেছে নিতাম। কারণ এই পেশার মাধ্যমে নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতে পারবো সরাসরি। এখনো গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ ডাক্তারের পরামর্শ এবং তত্ত্বাবধানে থাকতে পারে না ডাক্তার না থাকার কারণে। পর্যাপ্ত ডাক্তার অভাবে গ্রামের অধিকাংশ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসময়ে প্রাণ দিতে হচ্ছে। আমি চাই কোন মানুষ যেন বিনা চিকিৎসায় না মারা যায়। এজন্য পেশা নির্বাচনের ক্ষেত্রে ডাক্তারি পেশাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবো যেন সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারি।
হুম। খাইয়া দাইয়া কাজ নাই। কষাইয়ের মত টাকা কামানোর জন্য?
পেশা নির্বাচন করার সময় অবশ্যই নিজের ভালোবাসাকে অগ্রাধিকার দেয়া প্রয়োজন, এতে করে কাজের প্রতি যেমন একাগ্রতা তৈরি হয়, স্বীকৃতিও পাওয়া যায়।
পেশা হিসেবে আমি টিচার হতে চাই। ছোট ছোট বাচ্চাদের পড়ালেখা শিখাতে চাই।বাচ্চাদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চাদের সঠিক উৎসাহ ও সমর্থন প্রয়োজন। এতে বাচ্চারা শেখার প্রতি আগ্রহী থাকে এবং ভালো ফলাফল করে।এছাড়াও বাচ্চাদের ভালো মন্দ সম্পর্কে সচেতন করতে চাই।