এবিবি ফান প্রশ্ন- ৪৫৭ | সবাই বলে ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিম দেখতে কেমন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সবাই বলে ঘোড়ার ডিম এই ঘোড়ার ডিম দেখতে কেমন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি তো কখনো ঘোড়ার ডিম দেখি নাই আপনাদের থেকে জানতে চাচ্ছি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ঘোড়ার ডিম দেখতে কিছুটা বাদুড় এর ডিমের মত।হাহাহ।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
এই ঘোড়ার ডিম দেখতে নানা রঙের হয়ে থাকে।যেমন-সাদা রঙের ও কালো রঙের।তবে এই ঘোড়ার ডিম গরমকালে খাওয়া হয় তৃপ্তি মেটানোর জন্য। সেটা হচ্ছে অন্য কিছু নয়, তরমুজ ☺️☺️.
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
আরে আপু আপনি তো দেখছি ঘোড়ার ডিম ভালোভাবেই চিনে গেছেন। অনেক ভালো উদাহরণ উপস্থাপন করেছেন।
ছোটবেলায় আমার মামাবাড়িতে গিয়ে জানা এই ঘোড়ার ডিম সম্পর্কে।
ঘোড়ার ডিম দেখতে অনেক বড় এবং অনেক শক্ত হবে। তার কারণ ঘোড়া তো দাঁড়িয়ে থাকে তাহলে তো তাকে দাঁড়িয়ে থেকে ডিম দিতে হবে দাঁড়িয়ে থেকে ডিম দিলে তো বড় দিম দিতে হবে ছোট ডিম দিলে তো ভেঙ্গে যাবে। আর ঘোড়া তো বড় তাই সে ডিম দিলে অবশ্যই বড়ই ডিম দিবে হাঁ হাঁ হাঁ।
এই ঘোড়ার ডিম আমার এক্স এর মত। কারণ ঘোড়ার ডিম চাইলেও দেখতে পাই না আবার ভেজেও খেতে পারি না ঠিক একইভাবে আমার এক্সকে চাইলেও আমি উচিত শিক্ষা দিতে পারি না কারণ সে এখন আমার এক্স।
হাহা, এক্স কে কেউ ভুলতে পারেনা।একপক্ষের এক্স এর কিন্তু তার এক্স এর প্রতি কোনো ইন্টারেস্ট থাকেনা ।অন্যদিকে আরেক পক্ষ শিক্ষা দেওয়ার জন্য সারাদিন অপেক্ষা করে ।কিন্তু ঘোড়ার ডিম এর মত আর খুঁজে পায়না 😁😁😁।
ঘোড়ার ডিম দেখতে বিশাল আকৃতির ।আমার কল্পনায় দেখা হয়েছে ,আর সহজেই ভেঙে যায়না ওই ডিম।অনেকটা গন্ডারের চামড়ার মত কোনো কিছু সহজে গায়ে লাগেনা।এখন আপনি দেখতে চাইলে কল্পনার জগতে গিয়ে দেখতে পারেন। আশা করি একটি কাঙ্খিত অবয়ব দেখতে পারবেন ঘোড়ার ডিমের।যেমনটি আমি দেখেছিলাম,ধন্যবাদ।😁
তাহলে তো কল্পনার শহরে যাইতে হবে আপু, সেই কল্পনার শহরটা কোথায়? একটু রোডম্যাপ দিয়ে দেন। তাহলে আজকে মশার পিঠে চড়ে রওনা দেই 🤣🤣।
আগেই ভুলটা করলেন মশার পিঠে ওঠা এইটা সম্ভব না,এজন্য আর কল্পনার শহরে যেতে পারলেন না।রোডম্যাপ দিয়ে আর কি করবেন?😁😁
ও আচ্ছা আপু কল্পনায় দেখা হয়েছে সহজে ভেঙে যায় না ঘোড়ার ডিম। বাস্তবে ঘোড়ার ডিম দেখলে হাত দিয়ে ধরে দেখতাম কেমন।
ঘোড়ার ডিম আর অবিবাহিতদের শ্বশুর মশায়ের মেয়ে এই দুইটার মধ্যে কোন পার্থক্য নেই ভাই। কেননা এগুলো নামেই শুধু শোনা যায় কিন্তু দেখা যায় না। তাই ঘোড়ার ডিম কে দেখতে হলে অবিবাহিতদের শ্বশুরের মেয়েকে দেখেন 😯। সুতরাং এটাই বলবো অবিবাহিতদের বউ দেখতে যে বর্ণের হয় ঘোড়ার ডিম ও সেই বর্ণের হয়🤣🤣🤣।
ঘোড়ার ডিম বাতাসের মতো দেখতে। চোখে দেখা যায় না কিন্তু সর্বত্র বিরাজমান। তাই যে যখন খুশি ব্যবহার করে, বিনা পয়সায়, বিনা অনুমতিতে।
ভাই, এই ঘোড়ার ডিম দেখতে আসলে ডুমুরের ফুল আর সাপের পায়ের মত । ঐগুলো যারা দেখেছে তারা ঘোড়ার ডিম খুব সহজেই চিনতে পারবে।
আসলে এই প্রশ্নটা নিজে নিজের কাছে করতে হবে তাহলে এই প্রশ্নটার উত্তর খুঁজে পাওয়া যাবে। হাহাহাহাহা
ঘোড়ার ডিম যদি আমি পেতাম, তাহলে তো সাথে সাথেই সিদ্ধ করে খেয়ে নিতাম😁😂। আজ পর্যন্ত এটার নামটাই শুনেছি কিন্তু কখনো দেখাই পেলাম না। যেরকমটা আলাদিনের চেরাগ হয় 🤣।
হাহা এজন্যই ঘোড়ার ডিম আপনার সামনে আসেনা ভাইয়া,খেয়ে নিবেন তাই।😁
আপনি যেহেতু সেদ্ধ করে খেয়ে ফেলতেন তাই হয়তো আপনার সামনে পড়েনি ভাইয়া। ঘোড়ার ডিম তো ভয় পেয়ে আপনার থেকে দূরে লুকিয়ে আছে।