এবিবি ফান প্রশ্ন- ৪৯৮ || বাঘ হলো চতুষ্পদ জন্তু তারপরও কেন মানুষকে বাঘের বাচ্চা বললে খুশি হয়?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাঘ হলো চতুষ্পদ জন্তু তারপরও কেন মানুষকে বাঘের বাচ্চা বললে খুশি হয়?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মানুষ নিজেকে চতুষ্পদ পশু পরিচয় দেয়। কারণ বাঘ যেমন অন্য পশুর রক্ত মাংস খেতে বেশ পছন্দ করে ঠিক তেমনি মানুষ অন্য মানুষের রক্ত মাংস না খেলেও ধন সম্পদ টাকা পয়সা মেরে দিতে খুব পছন্দ করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
যেকোনো মানুষকে যদি বলা হয়,সাবাস বাঘের বাচ্চা। তাহলে তো খুশিতে আত্মহারা হয়ে যায়। আর তখন ভাবে যে দুনিয়ার সবকিছু উলটপালট করে ফেলবে 😂😂। তখন মন এবং শরীরের মধ্যে সেই লেভেলের এনার্জি চলে আসে🤣🤣।
0.00 SBD,
3.11 STEEM,
3.11 SP
সবকিছু উলোট পালট করতে যেয়ে নিজেই আবার উলট পালট হয়ে যায়। অতি আবেগে সব শেষ।
কিছুটা সময়ের জন্য নিজেকে বাঘের মত হিংস্র পশু ফিল করতে পারে, তাই খুশি হয়।
0.00 SBD,
3.09 STEEM,
3.09 SP
বাঘের মতো ফিল করলেই কি তারা তারা বাঘ হয়ে যাবে।
বাঘ এখানে সাহসের রূপক অর্থে ব্যবহৃত হয়। সাহসীদেরকেই বাঘের বাচ্চা বলা হয়। কোন ভীতুকে এমন উপাধি দেয়া হয়না। তাই বাঘের বাচ্চা বললে খুশি হওয়াই উচিৎ।
0.00 SBD,
3.08 STEEM,
3.08 SP
বাঘের বাচ্চা শব্দ দুইটার মধ্যে সাহসিকতার এক বহিঃপ্রকাশ ও সম্ভাবনা পাওয়া যায়, তাই একথা শোনা মাত্র সন্তুষ্ট হয় সকলে।
0.00 SBD,
3.07 STEEM,
3.07 SP
হ্যাঁ এই জন্যই সন্তুষ্ট হয়।
প্রতিটি মানুষ নিজের প্রশংসা শুনতে বেশি ভালোবাসে।বাঘের অনেক সাহস এজন্যই
বাঘের বাচ্চা বললে নিজেকে অনেক বাহাদুর
বা সাহসি মনে করে খুব খুশি হয়।
0.00 SBD,
3.06 STEEM,
3.06 SP
ঠিক বলেছেন প্রশংসা শুনতে বেশি পছন্দ করে।
কারণ মানুষ এতটাই স্বার্থবাদী যে বাঘকেও মাঝে মাঝেই ধোলাই দিতে ভোলে না,☺️☺️তাই উত্তম-মাধ্যম দেওয়া এই দুপেয়ে মানুষকেই বাঘের বাচ্চা বলে পরিচয় দেওয়া হয়।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
বাঘ তো অনেক চতুর একটি প্রাণী। আর তার চেয়ে চতুর প্রাণী হলো মানুষ। মানুষকে যদি বাঘের বাচ্চা বলা হয়, এর চেয়ে আরো জঘন্য কোন নামে ডাকা হয় না, এই কথাটাই ভেবে মানুষ কে বাঘের বাচ্চা বললেই খুশি হয়। হিহিহি।
যারা বাঘের মত একটু বেশি দুঃসাহস দেখায় তারাই তো খুশি হয়ে যায় তাদেরকে বাঘের বাচ্চা বললে।
তাইতো বলি মানুষ এত দুঃসাহস সাহস দেখায় কেন।
বাঘ হলো এমন একটি প্রাণী যে সদা নির্ভয়ে থাকে। তার সামনে কোনো শিকারী পরলে সে সেটা ধরার জন্য জানপ্রাণ দিয়ে লড়াই করে যায়। অন্যদিকে, মানুষকে তখনই বাঘের বাচ্চা বলা হয় যখন সে সাহসিকতার সাথে কোনো কাজ সম্পন্ন করে।
বাঘ হলো জঙ্গলের রাজা—সাহসী, শক্তিশালী আর নির্ভীক। তাই মানুষকে "বাঘের বাচ্চা" বললে সে ভাবে, "আমি বাঘের মতো ভয়ংকর আর রাজকীয়!" অথচ বাঘের বাচ্চা তো এখনো ছোট, মায়ের পেছনে ঘোরে। তবে মানুষ ভাবে না—সে খালি ভাবে, "আমি বাঘের বাচ্চা মানেই হিরো!" বাস্তবে সবাই মজা নেয়, কিন্তু শুনে মানুষ বীরের মতো গর্ব করে। 😄
হ্যাঁ ভাই। এটা একদম ঠিক বললেন আপনি।