এবিবি ফান প্রশ্ন- ২০৩ | এক ঢিলে কিভাবে দুই পাখি মারা যায়।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এক ঢিলে কিভাবে দুই পাখি মারা যায়।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার কোন বুদ্ধি নাই, তাই আপনাদের কাছ থেকে বুদ্ধি নিতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
একটা ঢিল নিয়ে সেটাকে অর্ধেক অর্ধেক করে দুটো টুকরোতে ভেঙ্গে, দুটো পাখির গায়ে ছুঁড়ে মারলেই ব্যাস, খেল খতম 😎🌚।
বাহ্ দিদি বুদ্ধিটা তো বেশ দুর্দান্ত।
🌚🌚🌚🌚 কী বুদ্ধি বলুন আমার মাথায়!😎
এত বুদ্ধি নিয়ে ঘুম পারেন কি করে সেটাই ভাবতেছি আমি ! 🤔😎
😂😂😂😂
দিদি, প্রথমে আমি এই উত্তরটি ভেবেছিলাম পরে ভেবেচিন্তে দেখলাম ঢিলের আকার ছোট হয়ে গেলে তাতে আর পাখি মরবে না! এইজন্য ঢিল নিয়ে ছুটে গেলাম ম্যাজিসিয়ানের কাছে। একটি ঢিলকে সমান মাপের দুটি ঢিলে পরিণত করে নিয়ে আসলাম তার কাছ থেকে। পরে পাখি মারতে ছুটে গেলাম জঙ্গলে। হিহি 😂😂😂
বাপরে বাপ কি বুদ্ধি! এর মধ্যে আবার ম্যাজিশিয়ান কেউ টেনে নিয়ে আসলেন, হি হি হি।🤣🤣🤣
মাঝে মাঝে এমন টেনে নিয়ে আসতে হয় দিদি।😂
আপু ঢিল অর্ধেক করতে গিয়ে যদি বেশি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু সেই ঢিলে পাখি মারা যাবে না 🤣🤣।
তা ঠিক বলেছেন ভাই,🤣🤣🤣।
প্রথমে একটা ঢিল ছুড়ে একটা পাখি মারাবো তারপর আবার ঐ ঢিলটা খুঁজে দুই নম্বর পাখিটা মারবো এভাবে গুল্টি দিয়ে আমি নিজেই পাখি মেরেছি।
প্রথমে চিন্তা করতে হবে ঢিলটা কোথায় মারতে হবে, যদি বাসায় মারতে হয় তাহলে বউকে বলতে হবে সামনের মাসে তোমাকে সোনার গহনা কিনে দেবো। ব্যাস সেদিন থেকে দেখবেন বাসার বিদুৎ গতিতে সব কাজ হয়ে যাবে, সাথে আপনার খাতির যত্ন বেড়ে যাবে 🤪
ধরেন আপনার সামনে দিয়ে দুটি মেয়ে হেঁটে যাচ্ছে। আপনি তাদেরকে চোখের ইশারা করলেন। দুটি মেয়েই ভাবলো যে তাকে করছেন এবং দুজনই রাজি হয়ে গেলো। তখন আপনি যে খুশি হবেন ওটাই হলো এক ঢিলে দুই পাখি মারা।
এত বুদ্ধি সবাইকে শিখিয়ে দিলে তো ভীষণ বিপদ
সত্যি আপু উদাহরণটা কিন্তু দারুন ছিল। 😅😅
যার বাপের দুই মেয়ে আছে, সেই বাপের বড়ো মেয়েকে বিয়ে করতে হবে। তাহলে এক ঢিলে দুই পাখি মারা যাবে। বড়ো মেয়ের সাথে শালীও ফ্রি পাওয়া যাবে। যদিও আমার কোনো ছোট শালী নেই।
মেয়েরা মেকআপ প্রিয়। তাই তাদেরকে ময়দা এনে দিন। একদিক থেকে রুটিও বানাতে পারবে আবার ময়দা মুখেও লাগাতে পারবে।বাচ হয়ে হয়ে গেল একডিলে দুই পাখি মারা। 🤣🤣
প্রথমত ঢিল নির্বাচন করতে হবে।তারপর কেমন সাইজের ঢিল হলে দুই পাখি মরবে তা পরীক্ষা করে যাচাই বাছাই করতে হবে।তারপর দুইজন প্রেমিক পাখির যেকোনো একজনকে ঢিল মারতে হবে।তাহলে বাকি পাখি শোকে হার্টফেল করে মারা যাবে।এভাবেই এক ঢিলে দুই পাখি মারা যায়।
যেভাবে এক সঙ্গে দুইটা মেয়ের সাথে প্রেম করা যায় ঠিক সেভাবেই এক ঢিলে দুই পাখি মারা যায়। ভাই এখন বুঝে নেন কিভাবে সেটা হয়।
আমাদের এলাকায় অনেকে অনুষ্ঠানের আয়োজন করে লাভের আশায়। বেছে বেছে বিত্তবান লোকদের দাওয়াত করে। এতে করে অনুষ্ঠানও করা হলো, আবার টাকার দিক দিয়েও লাভ হয়ে গেল 🤣🤣। একেই বলে এক ঢিলে দুই পাখি মারা 🤣🤣।
ভাইয়া এসকল ছোটখাটো কাজ আমি করি না, আমিতো এক ঢিলে হাজার পাখি মারি। কীভাবে জানেন শুধুমাত্র চোখ বন্ধ করে ঘুমাতে পারলে স্বপ্নের মধ্যে সবার কাম তামাম করে দিতে পারি। একবার ঘুমাতে পারলে আমার স্বপ্নের আমি রাজা সবকিছু আমার হাতের মুঠোয় সবকিছু করতে পারি।