এবিবি ফান প্রশ্ন- ৪২০|$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার অনুভূতি তো একেবারে নাচানাচির মতোন ছিলো।কারণ দাদা এটা আমাদের অনেক আগে থেকে বলে এসেছেন অর্থাৎ একটি কয়েন লঞ্চ করার কথা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-2.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

আরে আপু সেই অনুভূতি কি আর মুখে প্রকাশ করার মত। সেই সময়টাতে বন্যার কারণে এমনিতেই অনেক বেশি আতঙ্কে ছিলাম। তবে পরবর্তীতে পুস কিনতে পেরে অনেক বেশি আনন্দ লেগেছিল আমার কাছে।

 last year 

প্রথমত আনন্দে আত্মহারার মতো অবস্থা ছিল যে ওয়ালেটে অনেক trx পড়ে আছে অনেক কিনতে পারবো।কিন্তু পরে সব হারিয়ে মন খারাপ😢 তারপরও একটু উঠে দাঁড়ানোর মতো শক্তি সঞ্চয় করেছি।আমার অনুভূতি এমনটা যেটা আপনিই জানেন আপু☺️☺️.

 last year 

খুবই দুঃখজনক ব্যাপারটা। একটি ছোট্ট পাসওয়ার্ডের জন্য বিশাল ক্ষতি হয়ে গেল আপনার। মাত্রই প্রোফাইলে গিয়ে পড়ে আসলাম।

 last year 

সত্যিই অনেক ক্ষতি হয়েছে ভাইয়া।আপনার মূল্যবান সময় নিয়ে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যি বলতে পুশ কেনার সময় আমার সমস্ত শরীল ঠান্ডা হয়ে যচ্ছিল কারন পুশ ক্রয়ের সময় নিজের কাছে তেমন টাকা ছিল না। যা ছিল তা দিয়ে অল্পকিছু পুশ কিনতে পারিতাম। তাই একজনের কাছ থেকে টাকা ধার করে এক লক্ষ ছয় হাজার পুশ কিনেছিলাম। আমি আগেও বাইনান্সে অনেক কয়েন কিনেছিলাম কিন্তু সব কটিতে লস হয়েছিল। এ জন্য মনে অনেক ভয় কাজ করছিল। কিন্তু দাদাকে খুশি করার জন্য একটু বেশি রিস্ক নিয়ে পুশ কয়েন কিনেছিলাম। যাইহোক এখন শরীল ও মন দুটিই অনেক ভাল আছে।

 last year 

সব কাজে একটু রিস্ক নিতে হয় ভাই। যাইহোক পরিশেষে পুশ কিনেছেন এবং আপনি ভালো আছেন বেশ খুশি হলাম😀😁।

 last year 

$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

$PUSS কেনার সময় আমার হৃদয়ের অনুভূতি কেমন ছিলো তা সম্পূর্ণ ভাবে বলে বা, লিখে প্রকাশ করা সম্ভব নয়। শ্রদ্ধেয় দাদা যখন নতুন $PUSS কয়েন নিয়ে এসেছে। নিজের কাছে কোন নগদ টাকা নেই আত্মীয়-স্বজন সকলের কাছে চেয়েও নগদ টাকা পাচ্ছি না। কারণ আমাদের এদিকে ভয়াবহ বন্যা সংঘটিত হচ্ছে। বন্যার কারণে আমাদের পরিবার আর্থিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে। পরিশেষে অনেক প্রচেষ্টা চালিয়ে কয়েকজন কাছ থেকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা ধার নিয়েছি। ঐ টাকা দিয়ে যখন $PUSS কিনতেছি তখন কখনো খুশিতে আত্মহারা হয়ে ঠোঁটের কিনারায় হাসি ফুটছে। কখনো খুব বেশি আনন্দে চোখের কোনে জল জমা হচ্ছে । আবার $PUSS এর মার্কেট ঠিক থাকবে কিনা ধার নেওয়ার টাকা সময়মতো পরিশোধ করতে পারব কিনা এই নিয়ে ভয়ে হাত পা কাঁপতেছে। মনে হচ্ছে যেন কলিজা শুকিয়ে যাচ্ছে এবং সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। একদিকে আনন্দ আরেকদিকে আতঙ্ক বা, ভয় কাজ করছে। তারপরেও শ্রদ্ধেয় দাদার $PUSS কয়েন এর প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে $PUSS কিনে নিলাম। পরিশেষে যখন $PUSS আমার নিজ ওয়ালেটে দেখতে পেলাম তখন যেন দক্ষিণের ঝিরঝির আনন্দের হওয়া আমার গায়ে বয়ে যাচ্ছে। আমি যেন শ্রাবণের বৃষ্টি বিলাসের আনন্দে ভিজতেছি। তখন যেন আমার কাছে মনে হচ্ছে বকুল এবং হাসনাহেনা ফুলের সৌরভের মতোন $PUSS এর সৌরভ বয়ে যাচ্ছে চারপাশে।

 last year 

$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

$PUSS কেনার সময় চরম উত্তেজনা কাজ করেছিলো এবং সেই উত্তেজনা দিনদিন আরও বাড়ছে। এককথায় বলতে গেলে উত্তেজনার ঠেলায় ঘুমাতেও পারছি না ঠিকমতো 😂😂। ঘুমানোর সময়ও একটি কথা কানে বাজে, মহিন ঘুম থেকে উঠে যা,তুই কিন্তু বিলিওনিয়ার হয়ে যাচ্ছিস🤣🤣।

 last year 

জি ভাই এখন স্বয়নে স্বপনে শুধু বিলিওনিয়ার হয়ে যাওয়ার কথা ভাবছি 😁😄😀।

 last year 

$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

আপু সত্যি কথা বলতে এই অনুভূতিটা লিখে অথবা বলে কোনো ভাবেই প্রকাশ করা সম্ভব না। অনেক বেশি আনন্দ লেগেছিল তখন। আর এখন puss নিয়ে যত কিছুই বলবো ততই কম হবে।

 last year 

জি আপু আপনি ঠিক বলেছেন, আমাদের সকলের অনেক বেশি আনন্দ লেগেছিলো।

 last year 

ট্রন লিঙ্ক একাউন্ট ক্রিয়েট করতে পারছি না আর $PUSS এর দাম বেড়েই চলছে। তবুও কেনার পর বেশ ভালই লাগছিলো। এখনতো উত্তেজনা আরও হচ্ছে । দিন দিন বেড়েই চলেছে।

 last year (edited)

$PUSS কেনার অনুভূতি রহস্য ঘেরা। প্রথম দিনেই স্বপ্নকেও হার মানিয়েছে আমার।

 last year 

জি ভাই, $PUSS এখন খুবই রহস্যময়😁😄।

 last year 

অনুভূতি ছিল মিশ্র। কারণ অজ্ঞানতা থাকলে যা হয় আর কি। পুরো ঘেঁটে ঘ। চোখ বুজে ডাইভ দিয়েছিলাম নদীতে৷ জলের ভেতরটা নিজে দেখব বলে। তারপর থেকে তো সাঁতার কেটেই চলেছি৷

 last year 

$PUSS কেনার সময় আপনার অনুভূতি কেমন/কি ছিলো?

$PUSS মানে অনেক আদরের একটি বিষয়। আর এই বিষয়টা যুগ যুগ পাশে রাখবো এই লক্ষ্য নিয়ে $PUSS কিনেছি।

 last year 

জি আপু, $PUSS মানে অনেক আদরের একটি বিষয়‌ । আমাদের হৃদয়ের আবেগ এবং অনুভূতি ।