এবিবি ফান প্রশ্ন- ৩৯৯ || Sun মানে সূর্য, Day মানে দিন, তাহলে Sunday রবিবার হয় কেমনে?


Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

Sun মানে সূর্য, Day মানে দিন, তাহলে Sunday রবিবার হয় কেমনে?

প্রশ্নকারীঃ

@narocky71

প্রশ্নকারীর অভিমতঃ

আমার তো জানা নাই, আপনাদের কাছ থেকে জানতে চাই।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Banner_3_years-1.png

break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

এক্ষেত্রে হালকা একটু রাজনীতি করা হয়েছে ভাই... আক্ষরিক অর্থে রবি তো সূর্যর ই সমার্থক শব্দ। তাই Sunday = রবিবার ঠিক ই আছে । তবে আশার কথা হচ্ছে, সূর্য মামা কিন্তু এই রাজনীতিতে নাই। সূর্য মামা কিন্তু সব দিনই তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করেন... তাই প্রতিটি দিন ই Sunday বা রবিবার হওয়া উচিত!

 last year 

Sun মানে সূর্য, Day মানে দিন, তাহলে Sunday রবিবার হয় কেমনে?

এটা সত্যি অনেক ভাবার বিষয়। উত্তর মাথায় আসার আগে তো আমার মাথায় আরেকটা প্রশ্ন চলে আসলো। Sunday থাকলে Chand day নেয় কেন🤣🤣। কোনো একটা কারণে এখানে sun মানে সূর্যকে রবি বলা হয়েছে, আর day মানে দিনকে বার প্রাধান্য দেওয়া হয়েছে😄। কিন্তু কি কারনে ওটা আর না ই বললাম 😜😁।

বি;দ্র:-কিছু কথা না বলাই ভালো 😎।
 last year 

Sun মানে সূর্য আর সূর্য মানে রবি।
Day মানে দিন আর দিন মানে বার।
সবমিলিয়ে Sunday হলো রবিবার,
ছুটির দিনে খাওয়াদাওয়ার জমজমাট উপহার।।

 last year 

Sunday আসলে “Sun’s Day” বা “সূর্যের দিন” থেকে এসেছে। এককালে ইউরোপে সূর্যকে বিশেষভাবে সম্মানিত করা হতো এবং সপ্তাহের সপ্তম দিনকে সূর্য দেবতার জন্য রেখেছিল। তখনকার সময়ে, সূর্য ও দিন একসঙ্গে মিশে গিয়েছিল—এজন্য রবিবার হল Sun-দিবস! 🌞

 last year 

Sun মানে সূর্য, Day মানে দিন। সূর্য উদয়ের দিন। অর্থাৎ সপ্তার প্রথম দিন। অনেক রাষ্ট্রে রবিবারকে সপ্তার প্রথম দিন বলা হয়। তাই সে ক্ষেত্রে এটা সপ্তাহের প্রথম সূর্য উদয়ের দিন।

 last year (edited)

Sun মানে সূর্য, Day মানে দিন, তাহলে Sunday রবিবার হয় কারণ সূর্যকে আমরা অনেক সময় রবি বলে ডাকি। আর ডে মানে তো দিন। তাই রবি দিন।

 last year 

সহমত পোষন করলাম। কমেন্ট করার পরে কমেন্ট টা দেখলাম। আগে লক্ষ্য করলে আর কমেন্ট করতাম না। বেশি বুঝিয়ে না বলতে পারলেও লজিক টা ঠিক ছিল।

ভাবার বিষয়, এটা তো আগে ভেবে দেখি নাই আমি

 last year 

আসলে বিষয়টা আমিও চিন্তা করে দেখলাম। তবে কেমনে কেমনে যে মিলে যায় সেটাই চিন্তার বিষয়।

 last year 

Sun মানে সূর্য, সূর্য মানে রবি।
Day মানে দিন, বার।
Sunday মানে আজকে রাস্তায় প্রচুর জ্যাম থাকবে। 😅

 last year 

এটা আসলে সূর্য মামার নিজস্ব দাবী, সূর্য মামা বললেন, আমারও একটা দিন লাগবে, যেখানে সবাই শুধু আমার কথা মনে করবে তাই, বিশেষ সম্মান জানিয়ে, রবিবারকে Sun-Day নামকরণ করা হলো। রবিবার মানেই তো ছুটির দিন, আর সূর্যের আলোতে রোদ পোহানোর দিন। তাই সূর্য মামা ভেবেছেন, এটাই আমার দিন, সবাই আমার আলোতে রিল্যাক্স করবে আর এইভাবেই, Sun-Day হলো আমাদের প্রিয় রবিবার।