এবিবি-ফান প্রশ্ন- ৪১২ || PUSS কি ছেলে না মেয়ে? মজার উত্তর চাই।

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

PUSS কি ছেলে না মেয়ে?

প্রশ্নকারীঃ

@moh.arif

প্রশ্নকারীর অভিমতঃ

শুধু PUSS কি তা তো জানি না তবে PUSS XX হলে ছেলে আর PUS YY হলে মেয়ে আর কি, :)

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

PUSS অবশ্যই মেয়ে।একদম কিউট একটি মেয়ে।তার রূপের আগুনে আমরা জ্বলে পুড়ে ছারখার হচ্ছি।এজন্যই তো PUSS এর প্রতি আমাদের এত আকর্ষণ। PUSS সুন্দরী মেয়ে বলেই অল্প কিছুদিনের মধ্যেই আমরা তাকে হৃদয়ে স্থান দিয়েছি।বিশেষ করে আমি তো তার প্রেমে পড়ে গিয়েছি।🥰

 last year 

শুধু PUSS হচ্ছে বিড়াল।আর এটা যেহেতু আমাদের প্রিয় দাদার তৈরি তাই এই PUSS হলো ছেলে ।ঠিক আমাদের shy-fox যেমন ছেলে তেমন।

 last year 

জায়গা মত উত্তর দিয়েছেন আপু। 🫣

 last year 

ধন্যবাদ ভাইয়া।

 last year 

PUSS কি ছেলে না মেয়ে?

এটাতো বেশ কঠিন একটা প্রশ্ন। মেয়ে বলবো নাকি ছেলে বলবো বুঝতে পারছিনা। বড় একটা গবেষণা করা লাগবে এজন্য। অনেক গবেষণার পর এটাই জানা গিয়েছে PUSS মেয়ে। কারণ মেয়েদের মতো PUSS ও ঘরের লক্ষী। আসলে ঘর আলোকিত হবে জীবনটাও সুন্দর হবে।

 last year 

PUSS কি ছেলে না মেয়ে?

আমার তো মনে হয় PUSS একজন ছেলে। কারণ সে যদি ছেলে হয় তাহলে তো তার ভবিষ্যতে গার্লফ্রেন্ড আসবে। আর একদিন তার সাথে বিয়ে দিয়ে আমরা সবাই অনেক বেশি আনন্দ করবো।

 last year (edited)

puss কয়েন কখনো ছেলে কখনো মেয়ে, কখনো আবেগময় হয়ে ওঠে। যখন এই puss কয়েন দাম বাড়ে তখন যেন ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়ায়, তাই puss কয়েন হলো ভালোবাসার প্রতীক।

 last year 

PUSS কয়েন এর দাম যে গতিতে বৃদ্ধি পাচ্ছে তাতে বোঝা যাই PUSS একজন পুরুষ। কারন একমাত্র পুরুষ মানুষের ই এত গতি হতে পারে।

 last year 

ভাই বুকে আসেন, আপনার সাথে আমি একমত পোষণ করছি। 🤭

 last year 

আমার চিন্তাধারার সাথে কারো চিন্তার তেমন মিল হয় না। আজ প্রথম আমার চিন্তা আর আপনার চিন্তাধারার মিল দেখে অনেক খুশি হলাম। অনেক ধন্যবাদ আমার কমেন্ট এর উত্তর দেওয়ার জন্য।

 last year 

আমার তো মনে হয ভদ্রলোক ছেলে মানুষ । তা না হলে সবাইকে কিভাবে তার দিকে আকর্ষণ করে ? কারণ একমাত্র ছেলেরা জানে কিভাবে মেয়েদেরকে পটাইতে হয় ছেলে বলেই তো সহজে তার প্রেমে পড়ে গেলাম ।

 last year 

সব দেখছি মেয়ে পটানোর ধান্দা। সবাইকে নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে আপু। আপনার উত্তরটি দারুন হয়েছে আপু।

 last year 

PUSS ছেলেই হবে কারণ গতকালকেই তার গার্লফ্রেন্ডের সন্ধান পাওয়া গেছে। আর puss এর গার্লফ্রেন্ডটা আমার বেশ পছন্দও হয়েছে। এখন পুশ যদি নিজেকে ছেলের পরিবর্তে মেয়ে হিসেবে দাবি করে, তাহলে পুশের গার্লফ্রেন্ডটাকে প্রেমের প্রস্তাব দেওয়া যাবে। হিহি...🤣🤣 । আশা করি, নিজের গার্লফ্রেন্ডের কথা চিন্তা করে পুশ নিজে ছেলে সেও স্বীকার করে নেবে। 🤭🤭🤣🤣🤣

 last year 

পুশ ব্যক্তি বিশেষে আলাদা।ছেলেদের জন্য এটি মেয়ে আর মেয়েদের জন্য ছেলে।কারণ উভয়পক্ষ ক্রাশ খাচ্ছে পুশ নিয়ে।যদি শুধু একপক্ষ ক্রাশ খেত তাহলে নিদ্দিষ্টকরণ বলা যেত।তাই পুশ ছেলে মেয়ে উভয়েই😁।

 last year 

$PUSS অবশ্যই ছেলে, কারন তার মোচ বা গোঁফ আছে। এই প্রমানের পরও যদি মেয়েরা দাবী করে যে $PUSS গোঁফ ওয়ালা মেয়ে, তাহলে আমার বলার কিছুই নেই, হি হি হি।