এবিবি ফান প্রশ্ন- ৬১০ |পরীক্ষায় না পড়ে A+ পাওয়ার কোনো উপায় থাকলে সেটা কি?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পরীক্ষায় না পড়ে A+ পাওয়ার কোনো উপায় থাকলে সেটা কি?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

প্রশ্ন চুরি করা!

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 3 days ago 

আমার তো মনে হয় এটা বেশ সহজ কাজ। কোন একটা ক্ষমতাসীন দলের সাথে যোগ দিলেই খুব সহজে পরীক্ষায় এ প্লাস চলে আসবে। কোন কষ্ট করার দরকারই নেই।

 3 days ago 

পরীক্ষায় না পড়ে A+ পাওয়ার উপায় হচ্ছে---কোনো ট্যালেন্ট লোককে পরীক্ষার সময়গুলোতে হায়ার করা।তারপর কানে ব্লুটুথ ইয়ারফোনের সাহায্যে সব প্রশ্নের উত্তর শুনে নিয়ে লেখা।তাহলেই A+ সুনিশ্চিত পাওয়া যাবে।

 3 days ago 

পরীক্ষায় না পড়ে A+ পাওয়ার কোনো উপায় থাকলে সেটা কি?

সেই উপায় একমাত্র পুস জানে। তাই চুপিচুপি পুসের কাছে গিয়ে জিজ্ঞেস করুন 🤣🤣।

 3 days ago 

এমন একটা কলম খুঁজে বের করো যেটা নিজের থেকেই প্রশ্ন বুঝে উত্তর লিখে ফেলে। কলমের সাথে ভালো বন্ধুত্ব রাখতে হবে, না হলে মাঝপথে বন্ধ করে দেবে!🤩🤩

 3 days ago 

এটা ঠিক বলেছেন আপনি।

 3 days ago 

পরীক্ষায় না পড়ে A+ পাওয়ার কোনো উপায় থাকলে সেটা কি?

পরীক্ষার হলে যারা আশেপাশে বসবে তাদের সাথে শুরুতেই বন্ধুত্ব করে নিতে হবে। এক একজনকে এক এক চ্যাপ্টার পড়তে বলতে হবে। এরপর পুরো রাত দোয়া করতে হবে যেন হল গার্ড ভালো হয়। তাহলে সবার কাছ থেকে দেখে দেখে লিখে A+ পাওয়া যাবে😃🤓।

বি: দ্র:- এর জন্য অবশ্যই এটা মনে রাখতে হবে, চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পারো ধরা🕵️😎।
 2 days ago 

পরীক্ষার খাতার শেষ পাতায় লিখা
স্যার, আমি না লিখলেও আপনি তো সব জানেন অবশ্যই আপনি মহাজ্ঞানী। তাহলে আর লিখে লাভ কি? আমি চাই না আপনার মূল্যবান সময় ব্যয় হোক। আপনার দয়া এবং মহানুভবতা সম্পর্কে নিশ্চয়ই আমি জানি।

 3 days ago 

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেই হবে। কারণ স্বপ্নে সব কিছুই সম্ভব। 😆

 3 days ago 

আসলেই। স্বপ্নে সব কিছু সম্ভব।

Wow, @abb-fun, this is such a brilliant initiative! ABB-Fun is exactly the kind of creative spark we need on the blockchain. I love the concept of posing everyday questions and encouraging wildly imaginative answers. The reward system is a fantastic incentive, and the rules are clear and fair.

The current question about acing exams without studying is hilarious, and @nusuranur's "steal the answers" is already setting a high bar for comedic genius! This is a fantastic way to foster creativity and engagement within the community.

I'm really excited to see the responses this generates. Everyone, get involved! Let your imaginations run wild, resteem this post, and bring the fun! This is what Steemit is all about!

 3 days ago 

পরীক্ষায় না পড়ে A+ পাওয়ার কোনো উপায় থাকলে সেটা কি?

না পড়ে A+ পাওয়া যায়, যদি প্রশ্নপত্রে লেখা থাকে, “তুমি পরীক্ষা দিতে এসেছো, এই সাহসের জন্যই তোমায় A+ দেওয়া হলো"😆😁।

এগুলো শুধু স্বপ্নে মানায় বাস্তবে নয় 🤣।
 3 days ago 

পরিক্ষার খাতার ভিতরে একটি এক লাখ টাকার চেক রেখে দিলেই A+ কনফার্ম। কারন ০০ তো এমনি পাওয়া যাবে শুধু সামনে ১ এর জন্য এক লাখ,হে হে হে।🤣😅