এবিবি-ফান প্রশ্ন ১২৭| মোবাইল টাওয়ারের আশেপাশে নারিকেল গাছের ডাবে পানি থাকে না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মোবাইল টাওয়ারের আশেপাশে নারিকেল গাছের ডাবে পানি থাকে না কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
নেটওয়ার্ক ছোটাছুটি করার সময় হাপিয়ে যায়, তাই ক্লান্ত হলেই একটু ডাবের পানি খেয়ে নেই। আর এজন্যই ডাবের পানি পাওয়া যায় না। এবিবি ফান মানেই মজার কিছু তাই আপনাদের কাছ থেকে এই প্রশ্নের মজার মজার উত্তর দেখতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ মোবাইল টাওয়ারের আশেপাশে ঝাঁকে ঝাঁকে প্রেমিক প্রেমিকা ফ্রি সার্ভিস পেতে বসে থাকে।মাঝে মাঝেই মোবাইল টাওয়ারের দুঃখ দেখে ও নারিকেল গাছ দুঃখ পায়।তাই টাওয়ারকে বিনা খরচে ডাবের পানি খেতে দেয়।এইজন্য ডাবে পানি থাকে না ।
আমি তো কত বার ডাব গাছের নিচে বসলাম। কোনদিনও ডাব দিল না😭
ডাব তো দেয় না শুধুই জল দেয়।☺️☺️
ব্যাপারটা বেশ গবেষণার বিষয়, টাওয়ারের আশেপাশে নারিকেল গাছের পানি থাকে না কেন😜।আমার তো মনে হয় নেটওয়ার্ক 5G স্পিডে ডাবের ভিতর থেকে পানি শোষন করে তাছাড়া এত রোদে দাড়িয়ে থাকে তার জন্য ডাবের পানি দিয়ে রূপচর্চা করে,যার জন্য কোন পানি থাকে না😜😜।
হাহাহা। আপু আপনার মন্তব্যটি পরে আমি অনেক হাসলাম। ডাবের পানি দিয়ে টাওয়ারের রূপচর্চা।
টাওয়ার সারাক্ষণ রোদে পুড়ে বৃষ্টি তে ভিজে যে তাই তো তারও তো রূপচর্চার প্রয়োজন হয় তাই ডাবের পানি চুরি করে এই জন্য ডাবের পানি থাকে না🤪🤪
ডাবের জল দিয়ে কি আসলেই রূপচর্চা করা যায়.....,? তাহলে কাল অনেক গুলো ডাব কিনে ঘরে রেখে দিতে হবে দেখছি 🥴
সবাই আবার রূপচর্চা করতে পারে না।কিছু কিছু মানুষ যদি ডাব দিয়ে রূপচর্চা করে বরং উল্টা তাদের সমস্যা হয়।বিশেষ করে তাদের দাঁত খুলে পরে যায়😉😉।
সারাদিন মোবাইলে প্রেমিক প্রেমিকাদের কথোপকথন শুনতে শুনতে টায়ার্ড হয়ে যা্য টাওয়ার । তাই আশেপাশের নারিকেল গাছের পানি পান করে টায়ার্ডনেস কমায়। তাই টাওয়ারের আশে পাশে নারিকেল গাছে পানি ্থাকে না।
বেশ ভালো বলেছেন, দারুন একটা কথা হয়েছে।
হাহাহা সত্যি মজার ছিল আপনার উত্তরটা।
ধন্যবাদ আপু।
নারকেল গাছে পানি আর থাকবে কি করে। যে হারে মানুষ সারাদিন বক বক করে তাতে করে মোবাইল টাওয়ারের তো ডিহাইড্রেশন হয়ে যায়। নারকেল গাছ আর মোবাইল টাওয়ারের মধ্যেও মনে হয় প্রেম আছে। তাই নারকেল গাছ তার নারকেল এর পানি দিয়ে মোবাইল টাওয়ারের পিপাসা মিটায়।
মানুষের বক বক এর কারণে মোবাইল টাওয়ারের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে ব্যাপারটি বেশ দারুন লাগলো আপু।
মোবাইল টাওয়ার দিনের পর দিন, মাসের পর মাস একই ভাবে দাঁড়িয়ে থাকে। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদেরও জল তেষ্টা পাই তাই বিশুদ্ধ জলপানের উদ্দেশ্যে নারিকেল গাছের ডাবের জল অলৌকিকভাবে খেয়ে নেয় । এই কারণে মোবাইল টাওয়ারের আশেপাশে নারিকেল গাছের ডাবে জল থাকে না।
কি করবে নেটওয়ার্ক টাওয়ার বেচারা।
সারা দিনরাত এক গাদা মানুষের বকবকানি শুনে বেচারার তৃষ্ণা পেয়ে যায়। সেদিন কি হলো জানেন এক বিটকেল এমন কিছু গুল মারছিল মোবাইলে বেচারা নেটওয়ার্ক টাওয়ার তাই শুনে টাস্কি খেয়ে আশেপাশের সব নারিকেল গাছের ডাবের পানি খেয়ে মাথা ঠিক করলো 🤪
টাওয়ার সারাদিন মোবাইলের নেটওয়ার্ক ধরিয়ে দেওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমোতে যায় তখন আশপাশে যতগুলা নারিকেল গাছ থাকে সেই গাছের পানিটুকু খেয়ে নিজের ক্লান্তি দূর করে 😁
তাছাড়া নারিকেল গাছ আর টাওয়ার দুইটাই খুব লম্বা হওয়ায় তাদের মধ্যে অন্যরকম একটা সম্পর্ক থাকে 🥱
কি আর করবে নেটওয়ার্কের তো আর খাবার নেই, এই জন্যই ডাবের পানি খেয়ে নেয় । একদম গলাটা শুকিয়ে যায়।
মোবাইল টাওয়ারের আবার ডাবের পানি ভিষণ পছন্দ। তাই আশেপাশের যত নারিকেল গাছ থাকে তা থেকে পানি চুষে নিয়ে নিজের তৃষ্ণা মিটিয়ে থাকে।