আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩২৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমি নির্জনতায় লুকাই
হৃদয়ের যন্ত্রণাকে আড়াল করতে,
আমি অন্ধকারে হারাই
হৃদয়ের বিষণ্ণতাকে অন্তরালে রাখতে।
লেখক
লেখকের অনুভূতি:
জীবনের অনুভূতিগুলো সর্বদা সুখময় হয় না, কিছু তার প্রকাশিত হয় আর কিছু তার অন্ধকারের আড়ালে রয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি আঁধারে লুকায়,
আমার মনের দগ্ধ জ্বালাময়ী যন্ত্রণাগুলি
যা পুড়তে পুড়তে ছাই হয়ে জমে আছে হৃদয়ে।
আমি একাকিত্বের ভিড়ে হারায়,
আমার মনের ভস্ম আবেগের মাঝে
শুকনো চোখের পাতাগুলো।।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
আমি নীরব রাতে ভেসে যাই,
অশ্রুর স্রোতে মন ডুবাই।
অন্ধকারে খুঁজি লুকানোর পথ,
দুঃখ ঢাকি নীরবতার রথ।
স্বপ্নের আঁধারে খুঁজি আলো,
মনে জাগে শান্তির ভালোবাসার পালো।
আমি নীরবতায় ভেসে যাই,
ভাঙা স্বপ্নগুলো ঢাকতে চাই।
অশ্রু ঝরে নীরব রাতে,
হৃদয় হারায় বিষণ্ণ রাতে।
যন্ত্রণার আড়ালে লুকিয়ে থাকা আলো,
অন্ধকার ছেড়ে ভোরের প্রথম রঙ জমে।
চাই শুধু শোনার কান, নি:শব্দ পথও গান গায়,
একদিন রুপ নেভে শক্তিতে হৃদয়ের গোপন ব্যথা।
দীপ্ত হয়ে উঠবে নব আলোয়, তখন তুমি আর লুকাবে না।
নীরবতার ছায়ায় বাস করি,
ভেতরের ব্যথা যেন না দেখা যায়।
অন্ধকারে ডুবে থাকি চুপিচুপি,
বিষণ্ণ হৃদয় যেন কিছু না বলায়।
আমি আঁধারে নিজেকে লুকাই,
অতৃপ্ত আকাঙ্ক্ষা আড়াল করতে,
আমি নিস্তব্ধতায় ডুবে যাই,
ভাঙা স্মৃতিগুলো অন্তরে রাখতে।
আমি অশ্রুতে খুঁজি শান্তি,
অদৃশ্য ব্যথাকে মুছে ফেলতে,
আমি শূন্যতায় হারাই ধীরে,
নিজেকেই কেবল খুঁজে পেতে।
আমি সীমাহীন আকাশের দিকে তাকাই
নিজেকে তুচ্ছ ভেবে
আমি হাসির আড়ালে লুকাই
বিষাদ যন্ত্রনাকে।
আমি নীরবতায় ডুবে যাই
অশ্রুর শব্দ চাপা দিতে,
আমি শূন্যতায় হারিয়ে যাই
বুকের আর্তনাদ আড়াল করতে।
আমি চাঁদের আড়াল দেখি
অন্ধকারের কাছে সান্ত্বনা পেতে,
আমি ভাঙা স্বপ্ন বুনি
অন্তরের বেদনা ভুলে থাকতে।
আমি হাওয়ার সাথে মিশি
মনের কান্না লুকোতে,
আমি নিস্তব্ধতার পথে হাঁটি
অভিমানকে দূরে সরাতে।
নির্জন রাতে কষ্ট ঢাকি,
অন্ধকারে মনকে রাখি।
ভেতর জুড়ে ব্যথার ছায়া,
তবু খুঁজি আলোয় মায়া।