এবিবি ফান প্রশ্ন- ২৪২ || আকাশ এতো মেঘলা যেও নাকো একলা - মেঘলা দিনে একলা যেতে নিষেধ করছে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আকাশ এতো মেঘলা যেও নাকো একলা - মেঘলা দিনে একলা যেতে নিষেধ করছে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মেঘলা আকাশের রোমান্টিক দিনেও যদি একলা যেতে হয় তবে জীবনটাই বৃথা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেঘলা দিনে একলা গেলে বৃষ্টিতে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সঙ্গী হিসেবে ছাতা নিয়ে যেতে হবে।এইজন্য মেঘলা দিনে একলা যেতে নিষেধ করছে।
এটা কিন্তু ঠিক বলেছেন আপু বৃষ্টির দিনের সেরা সঙ্গী হল ছাতা। বেশ ভালো লাগলো আপনার উত্তরটি।
অনেক ধন্যবাদ আপু☺️☺️.
আরে আরে কি বলে এসব? একলা যেতে বলে বিপদে পড়বে নাকি? আকাশে যখন মেঘ ভাসে তার সাথে মনে ভাসে ভালোবাসা। আর এ ভালোবাসার রঙে প্রিয় মানুষটি যদি পথে মধ্যে কাউকে পেয়ে যায় তাহলে তো তাকে নিয়েই গান জুড়ে দিবে-এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না। তাই তো প্রিয় মানুষটিকে একা একা মেঘলা দিনে বাহিরে যেতে না করে।
ঠিক বলেছেন আপু প্রিয় মানুষটা যাতে আরেকজনের সাথে গান জুড়ে না দেয় সেজন্য তার সাথেই মেঘলা দিনে বাহিরে যাওয়া উচিত।😅😅
মেঘলা দিনে এমনিতেই মনের মধ্যে প্রেম উতালপাতাল করে😂। একলা গেলে রাস্তাঘাটে কারো সাথে দেখা হলে যদি পালিয়ে যায় রোমান্স করার জন্য, তাহলে তো পরিবারের মান সম্মান একেবারেই ধুলোয় মিশে যাবে 😂। আর সেজন্যই মেঘলা দিনে একলা যেতে নিষেধ করেছে 🤣।
রাস্তাঘাটে যাতে বিপদ না হয় সেজন্য একলা না যাওয়াই ভালো। পরিবার থেকে নিষেধ আছে নাকি ভাবির নিষেধ আছে জাতি জানতে চায়। 😅😅
আমি তো নিজেকে খুব ভালোভাবে চিনি,তাই নিজেই নিজেকে নিষেধ করেছি 🤣🤣।
কারণ গ্ৰামের কাকারা বলবে কীরে রায়হান তুই এখনো একটা প্রেম করতে পারিস নি😁
আহারে বেচারা নিজের মনের কষ্টটা সুন্দর করে বলে দিলেন। যাই হোক কাকাদের মুখের কথা শোনার চেয়ে একটা প্রেম করাই ভালো। 😅
হা হা হা হা।
ইজ্জত পুরাই মাটি হয়ে যাবে তখন হা হা হা।
বৃষ্টি ভেজা দিনে একা একা বাহিরে যাওয়া ভীষণ বিপদ। কারণ বৃষ্টি ভেজা দিনে কাদা মাটিতে আছার খেয়ে পড়লে টেনেটুনে তোলার জন্য হলেও কাউকে প্রয়োজন। 😅😅
এটাও একটা ব্যাপার মেঘলা দিনে আছার খেতে পারে তাই তো যেতে দিচ্ছে না।
ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন আপু 😂😂😂।
আসলে ৯০ ভাগ ছেলেদের কাছে তো ছাতাই থাকে না, তাই বৃষ্টি হলে মেয়েদের ছাতার মধ্যে করে যাবে বলে মেঘলা দিনে একলা যেতে বারণ করে তার প্রেমিকাকে। আর এইদিকে বেচারা মেয়েরা ভাবে বুঝি ভালোবেসে তাকে যেতে বারণ করা হচ্ছে 🥹।
হা হা হা, মজা পাইছি।
ধন্যবাদ ভাই,😁।
মেঘলা দিনে একলা গেলে ভূতে ধরার সম্ভাবনা থাকে, সেই জন্য একলা যেতে নিষেধ করা হয়েছে। ভূতে ধরে নিয়ে গেলে মনের মানুষটা হারিয়ে যাবে তাই মনের মানুষকে ভূতের হাত থেকে বাঁচানোর জন্য একলা যেতে নিষেধ করা হয়েছে।
মেঘলা দিনে আকাশে মেঘ থাকার কারণে একটু অন্ধকার হয়ে যায়, আর এই অন্ধকারে নিজের ভালোবাসার মানুষ কিডন্যাপ হওয়ার সম্ভবনা বেশি থাকে, তাই একলা যেতে নিষেধ করে।
আসলে গানটি সফেদা বেগম কাঞ্চি কুমারের জন্য গেয়েছিল।কাঞ্চি কুমারের বাবা মেঘলা দিনে মারা গিয়েছিল। তাই তার মেঘলা আকাশের সাথে আবেগ মিশে আছে। একবার কাঞ্চি কুমার দু প্যাক মেরে মেঘলা আকাশের আবছায় একটি তালগাছ কে বলে, বাবা তোমার মন খারাপ কেন? আরো বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে লাগলো তালগাছ কে বাবা মনে করে। এরপর সফেদা বেগম তার এই কর্মকাণ্ড দেখতে পেয়েছিল দূর থেকে। আর আশেপাশের লোকজন এসে হাসাহাসি করছিল এ বিষয়গুলো দেখে। এরপর থেকেই যখনই মেঘলা আকাশ হয় তখন সফেদা বেগম তার স্বামীর জন্য এই গানটি গায়। যাতে করে আবারও একা একা মেঘলা আকাশের আবছায় কোন তালগাছ কে সফেদা বেগম এর শশুর না বানায়।🤣🤣🤣
মেঘলা আকাশ পানে চেয়ে হঠাৎ করেই মন বিষন্নতায় ছেয়ে যায়, এই সময়টাতে প্রিয়জনের সান্নিধ্য একমাত্র মনের প্রশান্তি এনে দিতে পারে।
বিষন্ন মনে প্রিয়জনের সান্নিধ্য খুবই প্রয়োজন। আর বৃষ্টি ভেজা দিনে বিষন্নতা বেড়ে যায়। তাইতো প্রিয়জনের সাথে সময় কাটাতে ভালো লাগে এবং প্রশান্তি আসে। দারুন বলেছেন ভাইয়া।