আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
শত পুষ্পের মালা গাঁথি
তোমায় করে স্মরণ,
তোমার প্রীতিতে নাও ওগো প্রিয়
আমায় করে বরণ।
এই চিত্তে শত আবেগ
যত্নে রেখেছি জমা,
উড়ো চিঠিতে তাইতো বলি
শুনছো,,হে প্রিয়তমা....??
লেখক
লেখক এর অনুভূতি:
একটু খানি ভালোবাসা ও একটু খানি প্রেমের আশায় প্রিয় মানুষটার কথা স্মরণ করে শত ফুলের মালা গেঁথে যাচ্ছে। মনের সকল আবেক জমা করে চিঠি লিখে প্রিয়তমার কাছে। শুধু একটা আশা তোমার ভালোবাসা পাবো একদিন খুঁজে। একটুখানি ভালোবাসার জন্য মানুষ কিনা করে। প্রিয়তমার কাছ থেকে পাওয়া একটু খানি ভালোবাসা জীবনকে আরো রঙিন করে তোলে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তোমার তরে পাঠালাম চিঠি
দূর সে ঠিকানায়
চিঠি পেলে উত্তর দিও
থাকবো প্রতীক্ষায়।
হয়তো তুমি হারিয়ে গেছো
দুর সে অজানায়
তাইতো প্রভু আমার ডাকে
দিবে নাকো সায়।
তোমার নামের উড়চিঠি
আমার গল্পকথা
একদিন বুঝবে প্রিয়
আমার মনের ব্যথা।
যেদিন তুমি খুঁজবে আমায়
থাকব অচিন দেশে
ভালোবেসে থেকো প্রিয়
একটু আমার পাশে।
হৃদয় গহীনে আছো লুকিয়ে,
রেখেছি যতন করে।
তোমায় বিহনে এই জীবনে,
যাবো যে অকালে মরে।
ভালোবাসার পরশখানি
মোরে দিও আপন মনে,
সেই ভালোবাসা নেব আমি,
রাখব সেথা গভীর যতনে।
আহ! হৃদয়ের অব্যক্ত কথাগুলো যেন ছন্দ ফিরে পেয়েছে, ভালোবাসার আকাংখায় হৃদয় রঙিন হয়েছে।
সামান্য চেষ্টা করলাম ভাইয়া মনের কথাগুলো কবিতায় ফুটিয়ে তুলতে।
তোমার প্রেমে ব্যাকুল হয়ে
গেঁথেছি শিউলি ও বকুল মালা,
এক একটি সুতার বাঁধনে
হৃদয়ের অপরিপূর্ণ অগ্নি জ্বালা।
ভালোবাসাগুলি আজ বড্ড রঙিন
স্মৃতিগুলো জমানো শুকনো ফুলের পাপড়ি
প্রেমের বাণীতে লেখা চিঠিগুলো
ভাসমান অবান্তর রাশি রাশি ঝুড়ি।
বেশ সুন্দর লিখেছেন, ছন্দগুলো দারুণ হয়েছে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।😊
শত পুষ্প ছড়িয়ে রেখেছি,
তোমার ভালবাসার পরসে।
শুধু তোমায় আপন করেছি,
আমার হৃদয়ের স্পর্শে।
এই হৃদয়ের সকল আবেগ,
শুধু তোমাকে ঘিরে।
এই মনের যত কথা,
শুধু তোমার ভালোবাসা তরে।
তোমায় ঘিরে কত কথার মেলা,
সবকিছুই যেন উড়ো চিঠির খেলা।
একটুখানি পাশে পেলে তোমায়,
শুধু আপন করে নিও আমায়।
পুষ্পের কোমলতায় হৃদয় হয়েছে চঞ্চল, তোমার কামনায় হৃদয় হয়েছে নির্মল। বেশ সুন্দর লিখেছেন আপনি, মনে হয়েছে কবিতাটা পূর্ণতা পেয়েছে।
অনেক ভালো লাগলো ভাইয়া, আমার কবিতাটা পছন্দ করেছেন দেখে। অনেক ধন্যবাদ আপনাকে।
শত উড়ো চিঠি লিখেছি
তোমায় করে স্মরণ,
তোমার স্পর্শে নাও জড়িয়ে
কভু না ছোঁয় আমায় মরণ।
এই চিত্তে শত অভিমান
মন যমুনায় যেন সাম্পান
পাড়ি দেবো সুখের সাগর
শুনছো,, হে আমার নাগর....??
কিভাবে ছুঁয়েছো আমায়, সেই স্পর্শ ভুলতে পারছিনা
আমার শরীর জুড়ে তোমারই প্রোটন স্থির হতে চায়
জানালার পাশে নরম গোধূলিতে বসে থেকো তুমি
আমি তো নতজানু তোমারি প্রেমের কাছে হায়।
তোমার তরে প্রেমের চিঠি
পাঠিয়ে দিলাম আমি,,
তুমি আমার প্রিয়তম
অনেকের চেয়ে দামি।
লাল গোলাপ পাঠিয়ে দিলাম
তোমার অগোচরে,,
রেখে দিও সারা জীবন
হৃদয় যত্ন করে।💞
ওগো প্রিয়তমা! তুমি শুনতে কি পাও
আমার হৃদয়ের মৌন আহ্বান;
তোমায় ডাকি শুধু তোমায় ডাকি
প্রতি ক্ষণে, ভালোবাসার আবর্তনে,
তুমি কি শোনোনা, ওগো প্রিয়তমা!
একটু কাছে এসে জুড়াইয়া দাওনা প্রাণ ।
আমি দিবানিশি,তোমার তরে জাগি।
দুচোখে থাকে শুধু,তোমারই ছবি।
তুমি যে আমার,সোয়া চান পাখি।
সারাক্ষণই তোমায়,এ মনে রাখি।
বিধাতার অপরূপ এক,সৌন্দর্য তুমি।
তোমায় দেখে হয়ে যাই, মন মাতাল আমি।
যত দেখি তোমায় আমি,বাড়ে পাগলামি।
তোমার তরেই তো,ওগো আমার আমি
কত জাগায় কত স্মৃতি তোমাকে ঘিরে
কত স্মৃতি বেচে আছে তুমি আসবে বলে।
কবে পাবো তুমায় আমি ওগো প্রিয়তম
তোমার আশায় বসে আছি আমায় বরণ করো।
কি করে পাঠাবো আমার প্রেমের চিঠি
কান পাতিলে শুনবে তুমি আমার অনুভূতি।
দিন যায় মাস যায় আরো যায় বছর
তুমি বিনা হাহাকার করে আমারই অন্তর।