এবিবি-ফান প্রশ্ন -১৬৯ || জিরাফের গলা লম্বা হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
জিরাফের গলা লম্বা হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
জিরাফের কোনো পূর্ব পুরুষ গলা স্ট্রেচ করা প্র্যাক্টিস করতো। সেই থেকেই জিরাফের গলা লম্বা হয়ে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বলা হয়, উচুঁ গাছের পাতা খাওয়ার জন্য জিরাফের এইরকম গলার পরিবর্তন হয়েছে।
কিন্তু আমি বলছি শুনুন, ওসব কিছুই না। কার বাড়ি কি হচ্ছে এসব দেখার জন্য জিরাফের মনটা ছটফট করতো, তাই নিজেকে আটকাতে না পেরে সে সবসময় লোকের বাড়ি উঁকি ঝুঁকি মারত 😉। তাই আরকি তার গলার এমন দশা 🙃।
জিরাফের র্গালফ্রেন্ড শুধু একদিন বলে ছিল আমি লম্বা গলা পছন্দ করি। তারপর থেকে জিরাফ লম্বা গলার জন্য ব্যায়াম করতে করতে ইতিহাস হয়ে গেছে,হা হা হা।🤣🤣🤣
কথায় বলে না চোরের মার বড় গলা, জিরাফ হলো তার উৎকৃষ্ট উদাহরণ। কিন্তু কেন এমন হলো? তাহলে সেই অতীতে ফিরে যেতে হবে, যেখানে জিরাফগুলোকে বানররা কলা খেতে দিতো না, তাই কলা চুরির জন্য প্রাকটিস করতে করতে গলা এমন বড় হয়েছে, হি হি হি।
কি যুক্তি রে বাবা,,এত যুক্তি নিয়ে ঘুমান কেমনে 😯😯
চলেন হাফিজ দা আমরা একটা টাইম মেশিন বানাই।
বুদ্ধির জন্য ভাইয়াকে নোবেল দেওয়া হোক,হা হা হা।
অনেক অনেক আগে জিরাফের স্বভাব ছিল পাড়ার কাকিমাদের মত। কোথায় কি হচ্ছে উঁকি ঝুঁকি মেরে দেখে বেড়াতো। জিরাফের এই স্বভাব দেখে জঙ্গলের অন্যান্য পশুরা নিজেদের প্রাইভেসি মেইনটেইন করার জন্য নিজেদের থাকার জায়গার ঐখানে গাছের পাতা এবং বিভিন্ন উপায়ে দেয়াল সৃষ্টি করল কিন্তু জিরাফ তার স্বভাবের কারণে মাথা উঁচু করে করে দেয়ালের ওইপারে কি হচ্ছে দেখা চালিয়ে গেল। জিরাফের এই কান্ড দেখে সবাই তাদের প্রাইভেসি মেইনটেন করার জন্য দেয়ালের উচ্চতা আরো বৃদ্ধি করলো। এভাবে চলতে থাকে বছরের পর বছর। জিরাফের উচু হয়ে দেখার স্বভাবের কারণে তাদের গলা সময়ের সাথে সাথে লম্বা হয়ে গেছে।
জিরাফ নিরীহ প্রাণী মনে হলেও আসলেই তারা খুবই দুস্টু ও অহংকারী।সে শুধুই মাটিতে ঘাসের সঙ্গে ঝগড়া করতো আর উঁচু গাছের পাতা খেত।এভাবে ঝগড়া করতে করতে আর উঁচু গাছের পাতা খেতে খেতে জিরাফের গলা লম্বা হয়ে গেছে।
প্রতিবেশী বৌদির বাড়িতে উঁকি দিতে দিতে জিরাফের এই অবস্থা। 😅😅
জিরা ফলো মেয়েদের মত পাশের বাড়ি কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখার খুবি ইচ্ছা। তাই জিরাফের লম্বা গালা।অন্য জনের দেখে নেয় ও খেয়ে নেয়।
অন্যের বাড়ি গলা উঁচু করে ওঁকি ঝুঁকি দিতে দিতে গলা লম্বা হয়ে গিয়েছে, 😉😉।
জিরাফ হওয়ার সময় তার মা মাথা ধরে টান দিয়েছিল। আর সেই থেকে জিরাফের মাথা লম্বা হয়ে গেছে।
কারণ জিরাফের বাচ্চার মা হলো একটা চোর।, 😁
১০০% কারেক্ট,হা হা হা।😁😁😁
মা না তো বাবা ছিলো মনে হয়🤪🤪।
অপবাদ দেয়া হচ্ছে না 😁