এবিবি-ফান প্রশ্ন- ৪৮ || বৃষ্টির সাথে প্রেমের এতো নিবিড় সম্পর্ক কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বৃষ্টির সাথে প্রেমের এতো নিবিড় সম্পর্ক কেন? জানালার বাবাইরে বৃষ্টির ফোঁটা পড়া মাত্রই মন কেন ময়ূরের মতো নেচে ওঠে ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
বৃষ্টি পড়লে মন এতো ভেজা ভিজে যায় যে, প্রেমে মন ছটফট করে উতলা হয়ে উঠে। প্রেম জিনিষটাই এমন যে এমনি এমনি মন শুধু বারে বারে উতলা হয়ে ওঠে। এখন, বর্ষণমুখর দিনের ভেজা বাউল হাওয়ায় মনতো আরো বেশী মাতাল হয়ে উঠবেই, তাই না?
এমন দিনে তারে বলা যায়
এমন ঘন ঘোর বরিষায় ।
কবিগুরুর ভাষায় প্রেমের প্রস্তাব দেয়ার তাই উপযুক্ত সময় হলো কোনও এক বর্ষণমুখর সন্ধ্যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ প্রেমিকার খুব কষ্ট হয় প্রেমিক যখন আসে অল্পসময়ের জন্য ।আর যখন বৃষ্টি হয় তখন আর প্রেমিক যেতে পারবে না এই খুশিতে নেচে ওঠে ময়ূরের মতো
প্রেম হলো একটা ছেলের নাম। আর বৃষ্টি হচ্ছে একটা মেয়ের নাম। দুজন দুজনকে খুব ভালোবাসে। এজন্যই তো বৃষ্টি আসলে মনের দুয়ারে প্রেম কড়া নাড়ে । আর ঝড় হলো বৃষ্টির বড় ভাই। 🤣
সেই ঝড় কে আমি এক হাত দেখাতে চেয়েছিলাম ভাই
কিন্তু পারি নাই কারন সেতো বড় ভাই
জীবন টা করে দিয়েছে পুড়াই ছাই ।
আর তুফান আর ঘূর্ণিঝড় কি হয়😜😜?
হুম এই জন্যই ঝড় সর্বদা ডির্স্টাব করে প্রেমের সময় হি হি হি
দাদার প্রশ্নের উত্তর দিবো কি, অনুভূতি পড়ে তো নিজের মনই আবার প্রেমে পড়তে চাইছে, হি হি হি।
বুঝতে হবে, বৃষ্টির সাথে প্রেমের আত্মার সম্পর্ক। তাই বৃষ্টির ফোঁটা পড়ার সাথে সাথে আত্মার ভেতরে থাকা প্রেমের অনুভূতি চঞ্চল হয়ে উঠে এবং মনকে প্রেমের যাদুতে নাচাতে থাকে।
কে সেই বৃষ্টি জাতি জানতে চায় । 😜😜
জানি জানলে আমার লস হয়ে যাবে, অজানাই থাক হি হি হি
কিসের লস ?আমি লস করতে চাই 🤣🤣
না থাক, আপনি লাভই করেন, লসের মুখ দেখা লাগবে না
বৃষ্টি নামের মেয়েটির সঙ্গে প্রেম নামের ছেলেটির ভালোবাসার গভীর সম্পর্ক রয়েছে।তাই জানালার বাইরে প্রকৃতির বৃষ্টির ফোঁটা পড়া মাত্রই প্রেম নামের ছেলেটির ভালোবাসার প্রিয়তমাকে মনে পড়ে বলেই মন ময়ূরের মতো নেচে ওঠে ।
আহা ভালোবাসা বলে কথা, মন তো উতালা হবেই হি হি হি
একদমই তাই,ভাইয়া। 😃😃
বৃষ্টি না হলে প্রেমটা ঠিক জমে উঠে না। কারণ বৃষ্টির রিমঝিম শব্দে বউয়ের বকবকানি কানেই বাজে না। 😅😅
এ কারণেই বুঝি বিয়ে করার পর ব্যাচেলর হওয়ার সুযোগ থাকে না😀
যখন একটি ছেলে একটি মেয়ের প্রেমে পড়ে দুজনের চোখে তখন দুজনকেই দেখতে পায়। যেহেতু বৃষ্টির সাথে প্রেমের আদিকাল থেকেই একটা গভীর সম্পর্ক তাই জানালার ফাঁকে যখন বৃষ্টির ফোঁটা দেখতে পায় তখন দুজনেই ভাবে এই বুঝি প্রেমিক চলে এসেছে তাই তারা আনন্দে নাচতে থাকে। তবে হ্যাঁ সেটা কিন্তু খুশিতে মনে মনে।
বৃষ্টি হল প্রেমিক বা প্রেমিকার চোখের জলের প্রতীক। প্রেম করলেই এক গাদা সপিং করো-মুভি দেখো-রেস্তোঁরায় যাও শুধু খরচ আর খরচ। এতো পকেট খসলে কান্না তো আসবেই। এই কান্নার সিম্বল হিসেবেই বৃষ্টি আসে আর সাথে প্রেমও আসে।
বৃষ্টি শুনলে কিন্তু মাইন্ড করবো, আপনি তাকে চোখের জলের প্রতিক বলেছেন।
আপনি এমনসব কমেন্ট করেন যে লোকের মাঝে হাহা করে হেসে উঠি আর লোকে আমার মুখের দিকে তাকিয়ে ভাবে হয়তো বা পাগল আছে মেয়ে টি। আজও এখানে হা-হা রিঅ্যাক্ট খুঁজছিলাম। 😆😆
বৃষ্টিমুখর দিনে প্রেমিক প্রেমিকার ভালোবাসা উথলে উঠে। কারণ বৃষ্টির সাথে সাথে মনের মধ্যেও প্রেমের বৃষ্টি হতে থাকে তাই। আর বৃষ্টি মুখর দিন প্রেমিক প্রেমিকার জন্য কেমন আনন্দের সেটি একটি গানের ভাষায় বলা হয়েছিল। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম তার মানে আনন্দময় মুহূর্তগুলো প্রেমিক প্রেমিকা একে অন্যকে উপহার দিয়ে থাকে।
মনের ভিতর যখন প্রেমের হাওয়া বয় তখন উতাল পাতাল সৃষ্টি হয়। আর এই উতালপাতাল বৃষ্টির মাধ্যমে প্রকাশ পায়। বৃষ্টি ফোটায় মতো মনের মধ্যে প্রেমের হাওয়া শুরু হয়। তাই প্রেমের সাথে বৃষ্টির সম্পর্ক আছে।
বৃষ্টির সাথে প্রেমের গভির সম্পর্ক আছে ৷বৃষ্টি এলেই মনে যৌবনের ঢেউ খেলায়৷মনটা শুধু টকবক করে ৷দু-জনে ফোনে আলাপন আহা কি তৃপ্তি ৷