এবিবি ফান প্রশ্ন- ৩১৯ | নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কী?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কী?

প্রশ্নকারীঃ

@razuan12

প্রশ্নকারীর অভিমতঃ

সবার অভিমত জানতে চাই...

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 10 months ago 

নারীরা যদি পরী হয় তাহলে পুরুষরা হবে দৈত্য। 👻 সোশ্যাল মিডিয়া খুললেই দেখি এঞ্জেল শরীফা আরো কতো কি নাম! আর আমরা ছেলেরা এটার বিপরীতে খুলতে গেলে লিখতে হবে দৈত্য শরীফ। যাইহোক পরীর বিপরীতে নিজেদের ভাবতে গেলে ইজ্জতের বারোটা বাজবে😜

 10 months ago 

হাহাহা।।দারুণ লিখেছো।🤣🤣

 10 months ago 

নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কী?

পুরুষরা হচ্ছে পরীদের বস। কারণ এই পরীরাই পার্লারে যাওয়ার জন্য, শপিং করার জন্য, নামি-দামি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার জন্য পুরুষদের হাত পায়ে তেল মালিশ করে😂😂। ইউ হ্যাভ টু বুঝতে হবে, কোয়ালিটি আছে বস🤣🤣।

বিঃদ্রঃ সেজন্যই তেলের দাম দিনদিন এতোটা বৃদ্ধি পাচ্ছে 😂😂।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ভাই আজকে বুঝতে পারলাম তেলের দাম এত বেশি হওয়ার কারণ। বেশ ভালই বলেছেন 😁

Posted using SteemPro Mobile

 10 months ago 

নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কী ?

আমরা পুরুষেরা নারীদের পরী হিসেবে রূপান্তরিত করার মূল কারিগর। পরী হিসেবে সৌন্দর্য মন্ডিত করার ক্ষেত্রে আমাদের অবদান অনস্বীকার্য‌ । তাদের চাওয়া পাওয়া, শখ, আবদারের ক্ষেত্রে আমরা পিছুপা হইনা। আমরা যদি না থাকতাম তাহলে তারা কখনো পরী হতে পারত না। বাস্তবে নারীরা কখন পরি নয়। আমরা পুরুষদের চোখের ছাউনিতে তাদেরকে পরি হিসেবে কল্পনা করে।

 10 months ago 

নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কী?

নারীদের কখনো ছুরি, কখনো পরী আবার একসময় বলা হয় বুড়ি। কিন্তু পুরুষের ক্ষেএে এটা হয় না। ছেলে সবসময় ছেলেই। অর্থাৎ মেয়েদের অল্টারনেটিভ থাকলেও ছেলেদের বা পুরুষের কোন অল্টারনেটিভ নেই হা হা হা।

Posted using SteemPro Mobile

 10 months ago 

পুরুষেরা হচ্ছে রাজা, পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য নারীরা মেকআপ করে পরী সেজে ঘুরে বেড়ায়। তবে নারীরা যতই পরী হয়ে ঘুরে বেড়াক না কেন যদি পুরুষেরা সেই পরীকে পাত্তা না দেয় তাহলে পরীর জীবন বৃথা।

 10 months ago 

এই না হলে সিঙ্গেল ছেলের মন্তব্য 😅😅😅

 10 months ago 

নারীরা যদি পরী হয় তাহলে পুরুষরা হলো রাজহাঁস। এর কারণ হলো, আমি গল্পে শুনেছি গভীর রাতে যখন অচেনা কোন লেকের জলে পরীরা নেমে আসতো তখন সেই লেকের ভেতর দিয়ে রাজহাঁস ঘুরে বেড়াতো। এই রাজ হাঁসগুলো পুরুষ না হলে পরী দেখার চক্করে সারা রাত ধরে এইভাবে ঘুরে বেড়াতে পারতো না! তাই আমার মনে হয় নারীরা যদি পরী হয়, তাহলে পুরুষরা রাজহাঁস ।🤭🤭

 10 months ago 

হাহাহা আপনার উত্তরটা পড়ে বেশ ভালো লাগলো দাদা। তাহলে পুরুষদেরকে আপনি রাজহাঁস বানিয়ে দিলেন শেষমেষ।

Posted using SteemPro Mobile

 10 months ago 

কি আর করা যাবে ভাই, বানিয়ে দিলাম রাজহাঁস সব পুরুষকে 🤭🤭।

 10 months ago 

নারীরা যদি পরী হয়, তাহলে পুরুষরা হচ্ছে জ্বীন।কারণ পরী যেমন ছেলেদের কল্পনার জগৎ হয় তেমনি জ্বীনরা সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষিত হয়।।

 10 months ago 

একদম ঠিক কথা বলেছেন দিদি। নারীরা পরী হলে পুরুষরা জ্বীন হবে এটাই তো স্বাভাবিক।

Posted using SteemPro Mobile

 10 months ago 

☺️☺️.

 10 months ago 

নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কোয়েকাপ নগরীর সর্দার হবো।😂🤣😂🤣

 10 months ago 

নারীরা যদি পরী হয়, তাহলে আমরা পুরুষরা কী?

তাহলে তো আমি বলবো আমরা পুরুষেরা হচ্ছি সেই পরীদের রাজ্যের রাজা🤵। একটা রাজ্য যেমন রাজাকে ছাড়া চলে না। তেমনি পরীদের রাজ্য ও চলবে না পুরুষদেরকে ছাড়া। আমার তো মনে হয় এখন পুরুষেরা নারীর পিছনে বেশি ঘুরে না, বরং নারী নামের পরীরাই বেশি ঘুরে। ছোট করে আমার মতামত প্রকাশ করলাম। নারীরা আবার আমাকে যেন কোন কিছু না বলে 😁🤭।

 10 months ago 

পুরুষরা হল আলাদীনের দৈত্য। কারন তাদের সারাজীবন যায় বৌ,ছেলে-মেয়ে,পরিবারের আবদার পূরণ করতে।

 10 months ago 

বাস্তবসম্মত একটা উত্তর দিয়েছেন।

Posted using SteemPro Mobile

 10 months ago 

ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile