এবিবি ফান প্রশ্ন- ৬০০ || সত্য কথা শুনতে তিতা লাগে কেনো ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সত্য কথা শুনতে তিতা লাগে কেনো ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
অভিজ্ঞদের মতামত চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সত্য কথা তিতা লাগে,কারণ মিথ্যা কথা চকলেটের মতো, আর সত্য কথা হচ্ছে নিমপাতার মতো 🤣🤣।
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
এটা আমিও মনে করি।
সত্য কথা অনেকটা আয়নার মতো কাজ করে। আয়নায় নিজেকে দেখে যেমন নিজের দাগ দোষ চোখে পড়ে, তেমনি সত্য কথাও আমাদের ভেতরের দিকটা দেখিয়ে দেয়। এটা অনেকেই সহ্য করতে পারে না।তাই সত্য কথা তিতা লাগে।
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
হ্যাঁ, এটা একদম ঠিক কথা।
কারণ সত্য কথা জিভে নয়, সরাসরি আত্মায় গিয়ে লেগে যায়! আর আত্মা তো চিনি-দুধ খায় না, সে তিতা-মরিচেই অভ্যস্ত😅
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
হা হা হা 🤣🤣। খুব ভালো বলেছেন।
আসলে উচিত কথা বললে কেউ সহ্য করতে পারে না। তাদের কাছে সেই সত্য কথাগুলো তিতা লাগে। কিন্তু সত্যটা একদিন না একদিন মানতেই হয়।
0.00 SBD,
0.04 STEEM,
0.04 SP
আমরা সবাই চাই, আমাদের সম্পর্কে ভালো কথা শুনতে। প্রশংসা শুনলে মন আনন্দে ভরে ওঠে। কিন্তু যখন কেউ এমন কিছু বলে যা বাস্তব, কিন্তু অপ্রিয় যেমন আমাদের ভুল, ব্যর্থতা বা সীমাবদ্ধতা তখন তা অহংকারে, আত্মমর্যাদায় কিংবা আবেগে ঘা দেয়। আর এই ব্যথাটাই তিতো লাগে।
0.00 SBD,
0.03 STEEM,
0.03 SP
কারণ নিমপাতা তেতো হলেও যেমন উপকারী তেমনি সত্য কথাগুলি মানুষের চরিত্রের রহস্যকে নিমিষেই উন্মোচন করে দেয় এইজন্য শুনতে তেতো লাগে।
হ্যাঁ দিদি এরকমটাই। খুব ভালো বলেছেন।
ধন্যবাদ আপু।
সত্য কথা শুনতে কিন্তু মধুর হয় না। সত্য কথা শুনলে গায়ে হাতে জ্বালাপোড়া করে। তবে সত্য কথা শুনা আমাদের বড় প্রয়োজন। আর সত্য কথা তিতা হলেও এই কথার মাধ্যমে আমাদের পরিবর্তন হয়। এবং সত্য কথার মাধ্যমে আমরা সংশোধন হতে পারি।
সত্য কথা তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার আশ্রয় নিয়ে চলে।সত্য সর্বদাই মিথ্যাকে উন্মোচন করে যার ফলে মিথ্যা প্রেমী লোকদের নিকট এটি বিরক্তিকর লাগে।সুতরাং সত্য তাদের তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার উপর চলে।
সত্য কথা তিতা লাগে কারণ আমাদের জীবনের একটি গভীর বাস্তবতাকে প্রকাশ করে। আমরা যখন এমন কোনো সত্য কথা শুনি যা আমাদের অহংকার, ভুল, দুর্বলতা বা সীমাবদ্ধতাকে সামনে আনে, তখন সেটা আমাদের মনের ওপর এক ধরনের আঘাত হানে। আর এই আঘাতটাই তিতকুটে বা কষ্টদায়ক মনে হয়।
সত্য কথার রঙ মনে হয় করলার মত তাই এটা দেখতে শুনতে খেতে সবসময়ই তিতাই লাগে,যেভাবেই বলা হোক না কেন।কারণ করলা যেভাবেই রান্না করুক তিতা লাগবেই।