আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৫৬

jokes Cover-1.png

আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।

আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।

আজকের বিষয়ঃ

নতুন বউ/বর নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।

বিষয় নির্বাচনকারীঃ

@rex-sumon

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
  • কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
  • এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 11 months ago 

বিয়ের পরের দিন নতুন বউ এবং বরের মধ্যে কথোপকথন হচ্ছে -

নতুন বউ: আমি একটা ভুল করেছি, তোমাকে বিয়ের পূর্বে আমার পূর্বের বয়ফ্রেন্ডের কথা না বলে। এজন্য আমাকে ক্ষমা করে দিও তুমি।

নতুন বর: আরে.. থাক, ক্ষমা চাইতে হবে না। আমি নিজেও একটা ভুল করেছি, বিয়ের আগে তোমাকে তো আমার প্রথম স্ত্রীর কথা বলা ই হয়নি।

অতঃপর নতুন বউ বেহুশ...😂😂😂

 11 months ago 

😂😂😂😂

 11 months ago 

নতুন বউ বাড়িতে এনে শ্বাশুরি বলতেছে -- বউমা একটার বেশি নয় অর্ধেক হলে ভালো হয়।জানোই তো আমাদের সামর্থ্য কেমন?
নতুন বউ তো লজ্জায় লালে লাল হয়ে গেল।তবুও ডিজিটাল যুগের মেয়ে বলে কথা,,সব লজ্জা সরম ভেঙে শ্বাশুরি কে জিজ্ঞেস করলো -- অর্ধেক কিভাবে সম্ভব আম্মা? আপনার তো সাত সাতটি ছেলে মেয়ে তাহলে আমার বেলায় এতো কম কেনো?
শ্বাশুরি মুচকি হেঁসে বললেন -- আরে বউমা বাচ্চা কাচ্চার কথা তো বলছি না,,বলছিলাম তরকারীতে পেয়াজ দেওয়ার কথা 🤣🤣🤣
শ্বাশুরির কথা শুনে সদ্য বিবাহিত নতুন বউ বেহুশ 😹😹😹
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
পেয়াজ ব্যবসায়ী বিয়ে না করলে তরকারীতে পেয়াজ পাইবা না 🥰🥰🥰🥰

 11 months ago 

হাহাহা। 🤣

 11 months ago 

অনুগল্প:

আমাদের গোষ্ঠি সম্পর্কে এক ভাইজির বিয়ে হয়েছে।সম্পর্কে আমার ভাইজি অর্থাৎ দাদার মেয়ে হলেও বয়সে আমার অনেক বড়।তো গোধূলি বিয়ে তাই সন্ধ্যার সময় বর আসলো বরযাত্রীদের নিয়ে।বসার ছাতনাতলায় বরের আসনের নীচে বউয়ের কয়েকজন বান্ধবী ও বোন মিলে মাটির দইয়ের ভাড় রেখে দিলো।অবশ্য আমি তাদের দলে নেই কারন আমি বেশ ছোট।তারপর বর যেইনা বসলো কাঠের খাটিয়ার আসনে,ওমনি মরাৎ মরাৎ করে ভাঙার শব্দ হলো।বর তো এক লাফে আসন থেকে নিচে নেমে দাঁড়ালো আর বরযাত্রীর লোকেরা তো বেশ ভয় পেয়ে গেল।ওদিকে বউয়ের বান্ধবী ও বোনেরা তো হেসে গড়াগড়ি।☺️☺️তারপর সব কিছু পরিস্কার করে নতুনভাবে আসন গুছিয়ে দেওয়া হলো।এছাড়া বরের জুতা লুকানোর ঘটনা,হাতপাখা দিয়ে বাতাস করে টাকা হাতানোর গল্প তো রয়েছেই।

Posted using SteemPro Mobile

 11 months ago 

বেচারা বর 😂

 11 months ago 

বউ: আচ্ছা তিসি এত মনযোগ দিয়ে ওই কাগজটিতে কী দেখছ বলতো ?
বর: কই, আমি কিছু দেখছি না তো!
বউ: আরে,এতো বড় মিথ্যে কথা বলছ কি করে।আমি দেখছি তুমি প্রায় তিন ঘণ্টা ধরে আমাদের বিয়ের কাবিননামা খুঁটিয়ে খুঁটিয়ে কী, জানি দেখছো?
বর :আরে না, তেমন কিছু দেখছি না । অনেকক্ষণ ধরে খুঁজেও খুঁজে কেন জানি আমাদের বিয়ের কাবিননামার মেয়াদ উত্তীর্ণের তারিখটা বের করতে পারচ্ছি না।

 11 months ago 

আজ কপালে দুঃখ আছে 😜

 11 months ago 

বর:বউ আমার ব্যাগটা দাও অফিস যাবো।
বউ: আচ্ছা, তুমি প্রতি দিন অফিসে যাওয়ার সময় ব্যাগে করে আমার ছবি নিয়ে যাও কেন?আমাকে না দেখে থাকতে কষ্ট হয় তোমার।
বর: আসলে অফিসে কাজ করতে করতে যখন কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই আমার সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
বউ:ও জানু আমার, তুমি আমাকে এতো ভালোবাসা। আর দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
বর: হুম অনেক সৌভাগ্যের ,অফিসের কাজে কেন সমস্যা হলে, তোমার ছবি বের করে দেখি আর তোমার ছবিকে বলি, তোমার চেয়ে বড় কোনো সমস্যা পৃথিবীতে থাকতে পারে না। তখন অফিসে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।তাই আমি অনেক সৌভাগ্যবান।

 11 months ago 

এটা সেই ছিল 😂

 11 months ago 

বাসর রাতে হাসবেন্ড যখন ঘোমটা সরিয়ে বউয়ের মুখটা দেখলো,তখন চিৎকার করে বলে উঠলো জিতছি আমি জিতছি। তারপর বউ তার হাসবেন্ডকে জিজ্ঞেস করলো কি জিতেছেন। হাসবেন্ড বললো ৭/৮ জন মেয়ের সাথে প্রেম করেছিলাম এবং ব্রেক আপ হয়েছিল সবার সাথে। সবাই আমাকে বলতো আমার চেয়ে সুন্দরী মেয়ে তুমি পাবে না। তাদের ধারণা মিথ্যা প্রমাণিত হলো, কারণ আমি তাদের চেয়ে অনেক সুন্দরী একজন বউ পেয়েছি। একথা শুনে বউ বলে উঠলো,কিন্তু আমি তো ঠকেছি। কারণ আপনার চেয়ে আমার এক্স বয়ফ্রেন্ড গুলো অনেক হ্যান্ডসাম ছিলো 😂😂। একথা শুনে হাসবেন্ড একেবারে বেহুঁশ 🤣🤣।

Posted using SteemPro Mobile

 11 months ago 

কাঁঠাল মামার বউটা ছিল ঝগড়াটে, তবে নতুন বউ বলে কথা যেভাবে সেভাবে শাসন করা যায় না। তখন কাঠাল মামা অনেক অপেক্ষায় আছে কিভাবে বুদ্ধি করে তাকে শাসন করা যায়। হঠাৎ একদিন কাঠাল মামা বাজার থেকে বাড়িতে এসে দেখে যে একটি কুকুর কাঠাল মামার ঘরের সামনের উঠানে শুয়ে আছে। তখন কাঁঠাল মামা গিয়ে তার বউকে চুল ধরে টেনে এনে বলে, এই যে তুমি এই কুকুরটাকে একটা বালিশ দিলে না কেন? এই কথা বলে দু-চারটা লাগিয়ে দিল। এক দিক থেকে একটা উছিলা ও মিলে গেল , আরেক দিক থেকে শাসনও হয়ে গেল।বলতে গেলে সাপ ও মরলো লাঠিও ভাঙ্গলো না। 🤣🤣

 11 months ago 

বাসর ঘরে বউ তার স্বামীকে জিঙ্গেস করছে...

বউঃ- শুনো না... আমাকে দেখতে কেমন লাগছে..?
স্বামীঃ-এতদিন টিভিতে আহট মুভি দেখেছি,আর আজকে বাস্তবে দেখতেছি...হা হা হা।😜😜😜

 11 months ago 

নতুন বরঃ- আচ্ছা জানু তুমি বলতো তুমি আমাকে কেমন ভালবাস?
নতুন বউঃ আহা! সেটা আবার বলতে হয় নাকি! সকালে ঘুম থেকে উঠার সময় তোমাকে দেখতে চাই! আর ঘুমের ঘোরে ও তোমাকে খুঁজি তুমি আবার কোথায় গেছ কিনা!

বরঃঅহ আচ্ছা! তাই নাকি?
বউঃ আচ্ছা জান তুমি বলো আমাকে কেমন ভালবাস?
বরঃ তুমি আমার জান পাখি চলে যেওনা দিয়ে ফাকি!
তুমি যদি কখনো আমাকে ছেড়ে চলে যাও তাহলে তোমায় ছাড়া আমার খুব কষ্ট হবে। তাই আমি আবার খুব দ্রুত আরেক টা বিয়ে করে তোমায় হারানোর কষ্ট ভুলে যাব। না হয় আমি তোমায় হারানোর কষ্টে আমি মরে যাব।

বউঃ দিতে শুরু করলেন খিল আর ঘুষি!!!!!!!!!!😆🤣😝

 11 months ago 

একবারে নিজে বিয়ে করে সেই বাস্তব গল্পটাই শেয়ার করব ভাবতেছি 😆