এবিবি ফান প্রশ্ন- ৪৫১ || এই ঠুনকো জীবনে, আপনার প্রত্যাশা কি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এই ঠুনকো জীবনে, আপনার প্রত্যাশা কি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সবার প্রত্যাশা জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এই ঠুনকো জীবনে আমার প্রত্যাশা হচ্ছে আলাদিনের আশ্চর্য প্রদীপের সন্ধান পাওয়া।যদি এটা হাতে পেতাম তাহলে ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম।
0.00 SBD,
0.02 STEEM,
0.02 SP
যদি কখনো সন্ধান পান আমাকে একটু জানাবেন আপু।
হি হি,আগে সন্ধান পাই সেই প্রে করেন তারপর ভাগ দিবো।
আপু আপনি আলাদিনের প্রদীপ পেলে আমাদের কাছে একটু পাঠিয়ে দিয়েন। তাহলে আমরাও একটু সুযোগটা কাজে লাগাবো।
কাজ মিটিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে আপু☺️☺️..
আমার প্রত্যাশা খুবই কম ভাই। একেবারে সাধারণ স্বাভাবিক ভাবে জীবন টা কেটে গেলেই আমি খুশি। যে মানুষের যত বেশি প্রত্যাশা সেই মানুষ তত বেশি অসুখি।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
এরকম জীবনই অনেক সুন্দর।
কমিউনিটির সবাইকে সাথে নিয়ে মশার পিঠে করে পুরো দুনিয়া ঘুরবো 😂🤣🤣।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
মশা আমাদের সাথে অভিমান করেছে ভাইয়া। কয়েকদিন থেকে গান শোনায় না। তাই আপনি প্রথমে মশার পিঠে উঠে ঘুরতে থাকেন। এরপর আমরা যাব।
তেমন বড় কোন আশা নেই, স্বাভাবিকভাবে জীবনটা কেটে গেলেই আলহামদুলিল্লাহ। আর যদি সামর্থ্য হয় তাহলে আশপাশের দরিদ্র মানুষ গুলোর পাশে দাঁড়াবো। আমাদের সার্কেলের সাথে বাকিটা জীবন অতিবাহিত করব এতোটুকুই।
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
তিনটি বর্ণ যুক্ত একটাই শব্দ মুক্তি
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
এই ঠুনকো জীবনে প্রত্যাশা খুব সিম্পল! সকালে বিছানা ছাড়তে না হয়, অফিস যেনো ঘুমের মধ্যেই হয়ে যায়, আর দুপুরের খাবারে যেনো বিরিয়ানি বরাদ্দ থাকে। বাকি জীবনটা Netflix, ঘুম আর মুচমুচে স্ন্যাক্সে কেটে যাক—এই তো, আর কিছু চাই না! 😄
0.00 SBD,
0.01 STEEM,
0.01 SP
তাহলে তো আপনার জীবন ঠুনকো থেকে ফুলকো হয়ে যাবে ভাইয়া 🤭😂।
আপনার চাহিদা তো দেখছি অনেক বেশি। তবে প্রত্যাশা গুলো পূর্ণ হোক এই প্রার্থনা করি ভাইয়া।
আমার প্রত্যাশা একটাই, পুসের সাথে বাকি জীবনটা কাটানো। অর্থাৎ পুস যেখানে আমি সেখানে 😂😂। আমি আবার পুসকে নিয়ে গানও গাই,তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না,একই বাঁধনে বাঁধা দুজনে, সে কি জানো না🤣🤣।
তাহলে আমাদের ভাবির কি অবস্থা হবে ভাই 🤣।
Puss দেখছি একেবারে জীবনের সাথে গেঁথে গেছে। শুধুমাত্র তার সাথে গান গাওয়া বাকি আছে ভাইয়া। শুরু করে দেন।
নদীতে গা ভাসিয়ে, ভেসে ভেসে জীবন পার করে দেওয়া। পাখির মতো উড়ে বেড়ানো।আসলে মানুষের চাওয়ার কোন শেষ নেই। কথায় আছে না খেতে দিলে বসতে চায় আর বসতে দিলে শুতে চায়।
ঠিক বললেন খেতে দিলে বসতে চাই আর তারপর শুতে।
আমার জীবনে এখন একটাই প্রত্যাশা। পুস কয়েনের দাম ১ ডলার হয়ে যাক। ব্যাস আমায় আর পায় কে। 🤣🤣🤣
এই প্রত্যাশাটা আমাদের সবার। আশা করছি এই প্রত্যাশাটা পূর্ণ হবে। আমরা শুধু অপেক্ষায় আছি ভাইয়া।
শুধু আপনার না ভাইয়া আমাদের প্রত্যেকেরই এইটা উইশ।
এই ক্ষণস্থায়ী জীবনে বেশি প্রত্যাশা করতে নেই কারণ বেশি প্রত্যাশা করলে জীবনে সুখ পাওয়া যায় না। শুধু প্রত্যাশা একটা যতোদিন বাঁচবো ততোদিন পরিবার আত্মীয়স্বজন সকলের সাথে যেন হাসিখুশি ভাবে চলতে পারি এইটাই জীবনের চাওয়া।
আমাদের জীবনে প্রত্যাশা যত বেশি অপূর্ণতার সংখ্যা ততই বেশি। প্রত্যাশা যত কম থাকবে ততই ভালো থাকা যাবে। দারুন লিখেছেন ভাইয়া।