আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২২৩


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

পূর্ণতার পিছনে ছুটতে ছুটতে
আটকে গেছি শূন্যতায় আমি,
সফলতার স্পর্শের আশায় আশায়
সম্পর্কগুলো ভেঙ্গেছি আমি।

নিঃসঙ্গতার আঘাতে আঘাতে
বিধ্বস্ত হয়ে গেছি আমি,
হৃদয়ের নিঃশব্দ কান্নায় কান্নায়
পরিশ্রান্ত হয়ে গেছি আমি।

লেখকের অনুভূতিঃ

বাস্তবতা আমাদের অনেক কঠিন পরিস্থিতির মাঝে ঠেলে দেয়, যা চাই শেষ পর্যন্ত সেটা পেলেও সন্তুষ্ট হতে পারি না নানা কারণে।

লেখক/লেখিকাঃ

@hafizullah

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last month 

পথ হেঁটে হেঁটে শ্রান্ত আমি।
সফলতা খুঁজে খুঁজে ক্লান্ত আমি।
সাগর পাড়ি দিয়ে,পাহাড় ডিঙ্গিয়ে,
প্রাপ্তির সামনে আমি গিয়েছি হাঁফিয়ে।

আমি বৃদ্ধ, আমি শ্রান্ত, আমি ক্লান্ত।
সফলতার খোঁজে আমি দিয়েছি ক্ষান্ত।
আমি ক্ষুদ্ধ, আমি রুদ্ধ, আমি হতাশ।
আমাকে কখনও ছোঁয়নি সফলতার বাতাস।

 last month 

ছুটন্ত জীবনের সফলতা খুঁজতে খুঁজতে
ক্লান্ত শরীর আর ভেঙে পড়া অনুভূতি,
সিদ্ধিযুক্তের আশায় বুক বেঁধে
সম্পর্ককে নীলামে তুলেছি আমি।

নিরাসক্ততার ব্যাথায় ব্যাথায়
ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি আমি,
নীরব অন্তরের বিলাপে বিলাপে
অবসন্ন হয়ে গেছি আমি।।

 last month 

বাহ! খুব সুন্দর লিখেছেন আপু, লাইনগুলো দারুণ লেগেছে আমার কাছে।

 last month 

সবই আপনাদের আশীর্বাদ ও অনুপ্রেরণায় ভাইয়া।অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

চাহিদার অনলে পুড়ে পুড়ে,
ক্ষত করেছি নিজেকে অবিরত,
নিরবতার ছায়ায় বসে বসে,
বাড়িয়েছি মনের ক্ষত।

অপেক্ষার প্রহর গুণে গুণে,
চলেছি দিশাহীন আমি,
প্রাপ্তির হিসেব মেলাতে মেলাতে,
শূন্যতায় ভাসছি আমি।

 last month 

এ কোন পথে রাস্তা চিনি আমি
এ কোন দিকে হৃদয় অস্তগামী
মানুষগুলো পাল্টে গেলে আরও
আমার তখন অচেনা সংসারও।

হঠাৎ দেখি বদলে গেল ভোর
সম্পর্কের জটিল মায়াডোর
ভাঙলো যখন আমার মনের বাঁধ
পাহাড়প্রমাণ জমলো অবসাদ।

 last month 

অপূর্ণতার গহ্বরে ঢুকে
আলোকের খোঁজে হেঁটেছি আমি,
আকাঙ্ক্ষার নির্দিষ্ট সীমায় এসে
স্বপ্নগুলো ভেঙে দিয়েছি আমি।

নিঃস্বতার শীতে শীতে
জমে গেছি আমি,
মনকে খুঁজতে খুঁজতে
নিজেকেই হারিয়েছি আমি।

 last month 

আলো খুঁজতে গিয়ে অন্ধকারে
নিজেকেই হারিয়েছি আমি,
মিথ্যা স্বপ্নের মায়াজালে
বন্ধনগুলো ছিঁড়েছি আমি।

একাকীত্বের বিষন্নতায়
নীরবতা আঁকড়ে ধরেছি আমি,
ভুলের ভারে পিষ্ট হয়ে
নির্বাক হয়ে দাঁড়িয়েছি আমি।

 last month 

আমি আজ শব্দহীন,
সবার দেয়া আঘাতে।
আমি বাকরুদ্ধ আজ
নিঃসঙ্গতার অন্তরালে।

আমি অজানা পথে
এক অচেনা মানুষ।
তাই সব হারিয়ে আজ
আমার নেই কোন হুশ।

 last month 

হৃদয়ে নীরবের কান্না শব্দ,
আর কেহ নাই শুনে,
মনের ভিতর কষ্ট নিয়ে,
হৃদয়ের কান্না আজও ঝরে।

এই কান্না গুলোই সুখের হয়ে,
আমি থাকি মানুষের মাঝে।
তাদের বুঝতে দেইনা হৃদয়ের কান্না,
ঝরছে কতটা গভীরভাবে।

 last month 

অপেক্ষার প্রহর গুনতে গুনতে
দীর্ঘশ্বাসে ভরেছি আমি,
সুখের সন্ধানে পথে পথে
নিজেকে ভেঙেছি আমি।

নিঃশব্দের মাঝে মাঝে
ভয় পেয়েছি আমি,
অনুভূতির অব্যক্ত বেদনায়
বিচ্ছিন্ন হয়েছি আমি।

 last month 

পথে পথে ঘুরে ফিরেছি, অবশেষে শ্রান্ত,
সফলতার সন্ধানে পায়ে পায়ে ফেলেছি ক্লান্তি।
সাগরের তরঙ্গ, পাহাড়ের শিখর,
সবই পেরিয়েছি, তবু প্রাপ্তি রয়ে গেছে দূরে।

বয়সের ভারে নুয়ে পড়া শরীর,
হাল ছেড়েছি সফলতার আশায়।
হতাশার ঘেরাটোপে বন্দী মন,
কখনো ছুঁতে পারিনি সেই কাঙ্ক্ষিত সাফল্য।