এবিবি ফান প্রশ্ন- ২৯০ | পিরিতের পেত্নীও ভালো কিন্তু কেন??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
পিরিতের পেত্নীও ভালো কিন্তু কেন??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
পেত্নী হলে কি হয়েছে জীবিত থাকতে তো সুন্দর ছিল।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ তারা চোখ থাকতেও অন্ধ। অন্ধ পিরিতের কারণে তারা পেত্নীকেও রাজকন্যা মনে করে। তারা ভাবে এর থেকে সুন্দর আর কেউ এই পৃথিবীতে কেন পুরো সৌরজগতেও নেই।পিরিত আসলেই অনেক অদ্ভুত একটি জিনিস।যা মানুষকে কল্পনার জগতে বিচরণ করায়।
এই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। ছোটবেলা থেকেই আমাদের ভূত-পেত্নীর ভয় দেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এটা করলে ভূতে ধরবে, ওটা না করলে পেত্নীতে ধরবে, এসব বলে বলে বড় করা হয়েছে আমাদের। এরপর যখন আমরা প্রেম করার বয়সে প্রেম করি, তখন প্রেমিকার চেহারা যদি ছোটবেলায় শোনা গল্পের ক্যারেক্টারের সাথে মিলে যায় তখন একপ্রকার ভয়েই পিরিতের পেত্নীকে ভালো লাগে। মুখের উপরে পেত্নীকে পেত্নী বলে নিজেকে বিপদে ফেলার কোন দরকার নাই। হিহি🤣🤣
পিরিতি এমন একটা জিনিস যেন মনে হয় ফেভিকলের আঠা।প্রেমিকের চোখ এতটাই অন্ধ হয়ে যায় যে সামনে যে রাজকন্যা গেলেও তার পছন্দ হয় না এমনকি তার দিকে তাকায় ও না। তখন তার মনে একটাই ধ্যান-ধারণা থাকে প্রেমিকা যদি পেত্নী হয় তাও তাকেই বিয়ে করবো। তার সাথেই সংসার করবো এবং সারাটা জীবন কাটিয়ে দিব।
দারুণ বলেছেন হাহা
আপনার নয়নে যাকে ভালো লাগে সেই সুন্দর। কারণ এই ভালো লাগাটা সুন্দর এবং পেত্নীর মধ্যে কোন কিছু নির্ভর করে না। তাই সেই পেত্নী হোক কিংবা যে হবে হোক যে বয়সে যাকে যখন ভালো লাগে সেটা হচ্ছে মূল কথা। গ্রামের এক গল্প শুনেছিলাম- আমাদের এক নানা এক মেয়েকে পছন্দ করতেন! নানার মা তাকে জিজ্ঞেস করলেন তুই ওই মেয়েকে এতো কেন পছন্দ করিস! সেই মেয়ে ছিল অনেক কালো। তখন সেই উত্তরে আমার দূর সম্পর্কে নানা তাঁর মাকে উত্তর দিলেন যে, আমার চোখ দুইটা যদি তোমার চোখে দিতে পারতাম তাহলে বুঝতে পারতে সে কত সুন্দর!! হা হা হা!! বিষয়টা এমন!!
আসল কথা হলো মন থেকে যে ভালোবাসে সে কালো হোক, ফর্সা হোক ম্যাটার করে না। সুন্দর একটা মন তো আছে। আর সুন্দর একটা মনের মানুষ পাওয়া বর্তমানে কঠিন। সবাই শুধু ছেড়ে যাওয়ার ধান্দায় ব্যস্ত। যে আমাকে মন থেকে চাইবে সে ফর্সা বা কালো হোক। এজন্যই মানুষ বলে পিরিতের পেত্নী ভালো 😁
নতুন নতুন পিরিত এতো ভালো লাগে যে, সেই পিরিতের পত্নীকের খুবি ভালো লাগে।আসল খেলা তো শুরু হয় তিন মাস যাওয়া পরে,হাহাহা
এক্সাক্টলি তিন মাস পরেই খেলা শুরু হবে, এটা কি করে জানলেন ভাই?? 🤣🤣🤣 একমাত্র এক্সপার্টিস লোক ই এরকম ভাবে বলতে পারে।
আমাদের এখানে একটি কথার প্রচলন আছে, যার সাথে যার ভাব,তার বাসার কুত্তা দেখলেও লাভ😂😂। ভাবের মানুষ বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায়ের মতো হোক, রানু মন্ডলের মতো হোক কিংবা পেত্নীর মতোই হোক না কেনো,সবসময়ই ভালো লাগে। আমার একটা ফ্রেন্ড, তার প্রেমিকার বাড়ির গেইট ধরে একসময় সকাল বিকাল সালাম করতো🤣🤣।
হেহেহে 🤣🤣। দারুন কথা বলেছেন ভাই। হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল।😁🤣🤣
ভালোবাসার মানুষ সব সময় সুন্দর তা যেমনই হোক না কেন।ভালোবাসার মানুষ সব সময় তার প্রেমিক / প্রেমিকা ভালো চিন্তা করে ,মরে পেত্নি হয়ে গেলেও।
পীরের রতন, পিরিত যতন, পিরিত গলার হার।আর এই কারণেই হয়তো পিরিতের পেত্নীও ভালো।🤣🤣
ভাইয়া এই পিরিতেই সব কিছু শেষ করলো। আজকে রাস্তায় রাস্তায় বিড়ি খাওয়া লাগে,হে হে হে।
পিরিত করে যে জ্বালার মধ্যে থাকতে হয়।সারাদিন রাত শুধু প্যারা আর প্যারা খেতে হয়।তার চাইতে পিরিতের পেত্নীর ভালো, রাতে জ্বালা দিলেও দিনে দিবে না।